টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকের পোস্ট কী নিয়ে।
বিঃদ্রঃ এটা কোনো ট্রিক না, এটা একটা গুগলের ফিচার যা অনেকেই জানে না। তাই এটা ব্যবহারে আইডির কোনো ক্ষতি হবে না এবং আপনি যখন ইচ্ছা তখন অন্য চ্যানেল ডিলিট করে দিতে পারেন।
যা যা লাগবেঃ
১. একটি সুস্থ ইন্টারনেট কানেশন যুক্ত স্মার্টফোন বা কম্পিউটার।
২. একটি গুগল একাউন্ট অর্থাৎ জিমেইল একাউন্ট।
৩. একটি সচল সিম কার্ড, যেটা দিয়ে ভেরিফাই করতে হবে।
৪. পোস্ট পড়া ও স্ক্রীনশট ফলো করার মতো ধৈর্য্য।
৫. একটি সুস্থ ব্রাউজার (ফোন এর ডিফল্ট ব্রাউজার)
আমি Chrome ব্যাবহার করলাম।
প্রথম কাজ একটি ইউটিউব চ্যানেল খোলা, যাদের আগে থেকেই খোলা আছে তারা এই ধাপ বাদ দিন।
আমি নিচে ইউটিউব থেকে “Test 1” নামে একটি চ্যানেল খুললাম।
এরপর গুগল ক্রোমে প্রাইমারি একাউন্ট হিসেবে ঐ জিমেইল লগিন করুন যেটাতে আপনি একাধিক চ্যানেল খুলতে চান।
আমি টেস্ট সাবজেক্ট হিসেবে আমার সদ্য খোলা জিমেইল ব্যবহার করলাম এবং লগিন করলাম।
ক্রোমে ঢুকে মেনু থেকে “Desktop Site” চালু করে নিবো এবং নিচের লিংকে প্রবেশ করবো।
যাদের প্রাইমারি একাউন্ট হিসেবে লগিন হয়নি, তাদের হয়তো এই লিংকে ঢুকার পর উপরে অন্য একাউন্টের বা চ্যানেলের আইকোন শো করবে। তাই, ঐ আইকনে ক্লিক করে আমাদের নির্দিষ্ট একাউন্ট সিলেক্ট করে নিবো।
এবার নিচের মতো মেনু তে ক্লিক করবো।
চ্যানেল নাম দিয়ে টিক দিয়ে দিবো
নিচের মতো আসলে প্রথমটা “Chrome” সিলেক্ট করবো। অন্যান্য ব্রাউজারে এটা আসবে না।
ব্যাস। দেখুন ২য় চ্যানেল খোলা হয়ে গেছে।
আমি এবার ইউটিউব এপ থেকে চ্যানেলের লগো চেঞ্জ করে এসে আবার রিলোড দিলাম।
এবার ৩য় চ্যানেল খোলার জন্য আবার মেনু থেকে সেটিংস এ ঢুকবো। এইবার ইন্টারফেসটা নিচের মতো আসবে। স্ক্রীনশট ফলো করুন।
এইভাবে একাধিক চ্যানেল খোলা যাবে। কতটি সর্বোচ্চ খোলা যাবে আমি জানি না। আপ্নারা আরো চেস্টা করে দেখতে পারেন।
আপনার তিনটি চ্যানেল এক অপরগুলোর থেকে সম্পুর্ন আলাদা ভাবে ডাটা কালেক্ট/শেয়ার করবে।
অর্থাৎ প্রত্যেক চ্যানেল হিস্টরি, ডিজিটাল লগারিদম, সাবস্ক্রাইবার, প্লে লিস্ট, আপলোড বা সকল তথ্যই আলাদা আলাদা ভাবে কাজ করবে।
এটা অনেকটা ৩টা জিমেইলের মতো ফীল দিবে। কিন্তু এখানে জিমেইল একটাই। এটাই সুবিধা।
এ পর্যন্ত ই।
The post একটি Gmail দিয়ে একাধিক ইউটিউব চ্যানেল খোলার পদ্ধতি [২০২২] appeared first on Trickbd.com.