আজকে আমরা শিখব কিভাবে Javascript এর Array এর মধ্যে নতুন Element Add করবেন।
প্রথমেই কথা বলা যাক, Array এর মধ্যে কেন নতুন Element Add করা প্রয়োজন?
Array এর মধ্যে সাধারণত আমরা অনেকগুলো Data একসাথে Store করতে পারি।উদাহরণস্বরূপ কোনো স্কুলের স্টুডেন্ট এর মার্ক বা কোনো কোম্পানির প্রোডাক্ট লিস্ট।মনে করুন, আপনি একটি Function বানালেন যেই Function টি call করার মাধ্যমে পুরোনো Array তে নতুন Element Add করবেন।ধরুন, আপনি চান আপনার কোম্পানি তে কোনো নতুন প্রোডাক্ট অ্যাড করবেন এই Function টি Call করার মাধ্যমে।সেক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে।এছাড়াও আরও অনেক কাজেই Array তে নতুন Element Add করার প্রয়োজন হয়।
কিভাবে Add করবেন নতুন Element?
প্রথমেই আমরা একটি Array বানিয়ে নিয়েছি এবং তা প্রিন্ট করেছি।
Console এ Array টি প্রিন্ট করার পর দেখতে পাচ্ছেন ওই কয়েকটি সংখ্যাই আছে যেগুলো Array তে ছিলো।
এখন আমরা Array তে নতুন সংখ্যা যোগ করেছি।এটা করতে use করতে হবে push method।প্রথমে আপনার Array এর নাম লিখে সেখানে push method use করে আপনার নতুন Element টি pass করলেই সেটি Array তে Add হয়ে যাবে।যেমন:
{{array name}}.push({{new element}});
এখন আমরা নতুন Array টি প্রিন্ট করেছি।
এখন দেখুন Array তে নতুন Element Add হয়ে গেছে।
আজকের Tutorial এই পর্যন্তই।আসা করি ভালো লাগবে।
The post কিভাবে Javascript Array এর মধ্যে নতুন Element Add করবেন? appeared first on Trickbd.com.