ইতিমধ্যেই NapstarnetV দিয়ে ফ্রি নেট চালানোর হিড়িক পড়ে গেছে। তবে যারা চালাতে পারছেননা, স্পিড স্লো কিংবা রুটেড ফোন তাদের জন্য নতুন সমাধান।
প্রথমেই বলে নিচ্ছি এই পোস্টের ক্রেডিট আমার নয়। JOYBD নামের একজন এই ফ্রি ইন্টারনেটের ক্রেডিট বহন করে।
প্রয়োজনীয় ফাইলঃ
প্রথমে অ্যাপটি ইনস্টল করে ” ” আইকনে ক্লিক করে Open Config অপশন থেকে Config টি ইমপোর্ট করে নিন।
কনফিগের মেয়াদ ৭ দিন।
নিজে নিজেই ইন্সট্রাকশন ফলো করে কনফিগ আপডেট করতে পারবেন।
নিচেও Config Update Method এর স্ক্রিনশট সংযুক্ত করা হলো।
প্রথমে এই লিংকে যান।
এরপর Username, SNI/BUG host এ যা ইচ্ছা লিখুন এবং Create এ ক্লিক করুন।
এরপর UUID টাই মেইন। এটা কপি করে নেন।
এরপর পুনরায় Http Custom অ্যাপ এ ঢুকে নিচের স্ক্রিনশটের মত করে ID চেঞ্জ করে দেন।
প্রথমে Plugin এ ক্লিক করেন।
তারপর v2ray settings
এই চিহ্নে ক্লিক করুন ”
এবার ID এর ঘরে আগের কপি করা UUID টা বসান।
কাজ শেষ।
এবার ব্যাক করে Connect করে চালাতে থাকুন।
৭ দিন পরপর নিজেরাই কনফিগ আপডেট করে নিবেন।
যদি কারো বুঝতে সমস্যা থাকে তবে ভিডিও দেখতে পারেন।
বিঃদ্রঃ রুট ইউজাররা রুট হাইড/Magisk Hide ইত্যাদি ইউজ করলেই হবে।
Speed Proof:
পোস্টটি কপি করলে অবশ্যই অরিজিনাল মেথড কার্টেসি যার প্রাপ্য তাকে দিবেন।
এই ট্রিক এবং কনফিগের কার্টেসি JOYBD বহন করে।
ভুঁইফোড় ইউটিউবার যারা আছেন তাদেরকে নিজের নামে ট্রিক চালিয়ে না দেবার অনুরোধ করা হলো।
Spread Love
এছাড়াও নিত্যনতুন রেগুলার কনফিগ পেতে এবং সমস্যা হলে তা জানাতে জয়েন করুন টেলিগ্রাম চ্যানেলে।
Join us – Our Telegram Channel
The post সকল সিমে হাই স্পিড ফ্রি নেট HTTP CUSTOM দিয়ে [Free Internet 2022] [Working for both Root/Non-Root] appeared first on Trickbd.com.