আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম।
কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে,
সবাই ভালো আছেন
আমিও ভালো আছি, তাই তো আবারও চলে আসলাম
আপনাদের মাঝে নতুন পোস্ট নিয়ে
তো ,বেশি কথা না বলে শুরু করছি।
আমাদের মধ্যে অনেকেই আছেন,
যারা ফটো গ্রফি করতে ভালোবাসেন,
এটা অনেক এ
শখের বসে করে থাকেন, আবার অনেকেই আছেন
যারা, প্রফেশনালি ফটোগ্রাফি করে থাকেন।
তাদের সৃষ্টিশীল কর্ম তারা সকল মানুষ এর
কাছে ফুটিয়ে তুলতে চান, তবে তারা কিছু নির্দিষ্ট প্ল্যাটফর্ম
এর অভাবে সকলের কাছে তাদের সৃষ্টিকর্ম
ফুটিয়ে তুলতে পারে না।
তবে যদি আপনি আপনার
সেই সৃষ্টিকে সকলের মাঝে ফুটিয়ে তুলতে চান
সেই সুযোগ দিচ্ছে আপনাদের সময় টিভি।
সময় টিভি এইবার সারা দেশ এর সকল ফটোগ্রাফারদের নিয়ে
একটি প্রতিযোগিতা এর আয়োজন করেছে,
যদি কেউ প্রথম স্থান অর্জন করতে পারে তার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার!
পুরস্কার হিসেবে কি কি থাকছে:
ইউএস-বাংলা এয়ারলাইনস এর পক্ষ থেকে
ঢাকা থেকে কক্সবাজার রুটে ২ বার বিনামূল্যে ভ্রমণ এর সুযোগ
রিসোর্টে ২ রাত ৩ দিন কাটানোর সুযোগ।
এবং
The Best Shot !
ক্যাটাগরি এর মধ্যে থাকলে সেরা ১০ জন পাবেন একটি
করে আকর্ষনীয় স্মার্টফোন।
প্রতিযোগিতা এর নিয়মগুলো জেনে নিন:
অংশগ্রহণকারীকে বাংলাদেশি নাগরিক হতে হবে,
এটা হতেই হবে, বাংলাদেশী এর বাইরে হলে হবে না
অংশগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে, কোনো প্রকার টাকা
বা, ফি প্রদান করতে হবে না।
ছবি অবশ্যই মোবাইল ফোন ক্যামেরায় ধারণকৃত হতে হবে
কোনো ভাবেই অন্যের ছবি বা,
কপিরাইট করে ছবি দেওয়া যাবে না,
যদি ফেক প্রমাণিত হয় বাতিল করে দেওয়া হবে।
একজন প্রতিযোগী সর্বোচ্চ ৫টি ছবি
এবং সর্বোচ্চ ১০০ এমবি সাবমিট করতে পারবেন,
প্রত্যেক ছবির জন্য বাংলা কিংবা ইংরেজিতে
২০০ শব্দে ছবির বিষয়বস্তু বিবরণ দিতে হবে।
এই প্রতিযোগিতা তে অংশগ্রহণ এর সময় হলো
১১ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত,
এই সময় এর বাইরে কাউকে প্রতিযোগিতায়
অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
লাইফস্টাইল, প্রকৃতি ও ভ্রমণ এই ৩ ক্যাটাগরি
এর মধ্যে ছবি হতে হবে।
২৭ সেপ্টেম্বর ফলাফল প্রকাশিত হবে।
পুরস্কার প্রদান কিভাবে হবে:
সময় টেলিভিশন কর্তৃপক্ষের মাধ্যমে
নির্ধারিত বিজয়ীকে ফোন এর মাধ্যমে জানানো হবে,
বিজয়ীকে যথাসময়ে সাড়া দিতে হবে,
যথাসময়ে যদি সাড়া দিতে ব্যর্থ হন,
তবে ফলাফল বাতিল করা হতে পারে।
(তথ্য সূত্র: সময় টিভি)
তাই নিজের মেধাকে বিকশিত করার সময় এখনি, দেরি না
করে নিজের প্রতিভাকে সবার সামনে উপস্থাপন করুন।
এই লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন সময় থাকতেই।
এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ আপনার মূল্যবান সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ এই যে লিংক
The post সময় টিভি এর মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগীতায় অংশগ্রহণ করে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার!! বিস্তারিত পোস্টে appeared first on Trickbd.com.