Apps Review

[No Mod/Premium Account Needed] Youtube এর বিরক্তকর অ্যাড থেকে মুক্তি পান এখনি (ফুল ডিটেইলস)

হেলো বন্ধুরা কেমন আছেন সবাই ?

আশাকরি ভালোই আছেন ।আজকে আমরা Youtube এর বিরক্তকর এড এর বিষয়ে কথা বলবো ।আসলে দিন দিন ইউটিউব এ অনেক বেশি অ্যাড বাড়িয়ে দিয়েছে । আগে ভিডিও প্লে করলে একটা অ্যাড দিত । আর এখন প্রথমেই দুইটা করে অ্যাড দেয় । তার উপর কিছুখন পর পর তো ইন-ভিডিও অ্যাড আছেই ।তো এই অ্যাড টাই আমরা রিমুভ করবো ।ভালোভাবে পড়ুন সবার কাজ করবে ইনশাল্লাহ্ । চলুন শুরু করি ।

আসুন শুরুর আগে আমরা বিরক্তকর অ্যাডগুলো দেখে নিই

(প্রিমিয়াম মোড দিয়েও করা যায় কিন্তু সেগুলা মাক্সিমাম ডিভাইসে কাজ করেনা অথবা বেশিদিন থাকেনা।তাই আমরা অন্য পন্থা অবলম্বন করবো)

প্রথমে নিচে থেকে অ্যাপ টা নামিয়ে নিন

BEEVPN FOR ANDROID – PLAY STORE

অথবা ডাইরেক্ট প্লেস্টোর থেকে নামিয়ে নিতে পারেন । নিচে স্ক্রিনশট দেখুন ,

নামানো হয়ে গেলে ওপেন করুন,

ওপেন করার পর এইবার ল্যাংগুয়েজ সিলেক্ট করুন

এরপর স্কিপ দিন অথবা সোয়াইপ করেও নেক্সট এ যেতে পারেন ।আমি স্কিপ দিলাম

স্কিপ করলে হোম পেজ এ এরকম আসবে । অ্যাড Server এ ক্লিক করুন

Add Server ক্লিক দিলে আক্সেস কী চাইবে ।সমস্যা নাই আক্সেস কী ফ্রি তে পাবেন ।ওরাই দিবে তার জন্য টেলিগ্রাম বা ইমেইল এ ওদের একটা ম্যাসেজ পাঠাতে হবে ।কেও চিন্তা করবেন না সবাই কী পাবেন । ১ মিনিটের মধ্যেই ওরা রিপ্লাই তে কী দিয়ে দেয় ।আমি ইমেইল দিয়ে কী নেওয়া দেখাচ্ছি ।ইমেইল এ ক্লিক দিন

ইমেইল এ ক্লিক দিলে জিমেইল খুলে যাবে এবং অটো ম্যাসেজ টাইপ হয়ে থাকবে আপনি শুধু ইমেইল টা পাঠিয়ে দিন

এবং দেখুন ১ মিনিটেই ওরা রিপ্লাই দিয়ে দিয়েছে ।মেইল টা ওপেন করুন

মেইল ওপেন করে GET ACCESS KEY তে ক্লিক করুন

এইবার ব্রাউজার এ একটি পেজ ওপেন হবে । এখান থেকে CONNECT ANDROID DEVICE এ ক্লিক করুন

CONNECT ANDROID DEVICE এ ক্লিক দিলেই অ্যাক্সেস কী দেখতে পাবেন ।কপি করুন

এইবার ভিপিএন অ্যাপস টা ওপেন করুন দেখবেন অ্যাক্সেস কী টা অটো ডিটেক্ট করে নিয়েছে । এইবার শুধু ADD SERVER এ ক্লিক করুন তাহলেই কাজ শেষ ।

এইবার CONNECT এ ক্লিক দিন

দেখুন কানেক্টেড হয়ে গেছে

এইবার ইউটিউব এ ঢুকে দেখুন কোনো অ্যাড পাবেন না ।উদাহরণ সরূপ স্ক্রিনশট দেখুন

এটার ম্যাধ্যমে আপনারা ইউটিউব এর এইসব বিরক্তকর অ্যাড থেকে মুক্তি পাবেন ।আশাকরি বুঝতে পেরেছেন ।আমি সব বুঝিয়ে বলেছি ।

আজ এ পর্যন্তই ।সবাই ভালো থাকবেন ।

The post [No Mod/Premium Account Needed] Youtube এর বিরক্তকর অ্যাড থেকে মুক্তি পান এখনি (ফুল ডিটেইলস) appeared first on Trickbd.com.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *