Apps Review

Termux দিয়ে কিভাবে ইচ্ছে মতো নাম এবং ডোমেইন দিয়ে Temp-mail Create করবেন এবং কিভাবে Temp-mail এর মেসেজ রিসিভ করবেন ।

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

বরাবরের মতো আবারও হাজির হলাম নতুন কিছু নিয়ে । কি টপিক সেটা হয়তো টাইটেল দেখে বুঝতে পারছেন।

Temp-Mail কি?

temp-mail বা temporary mail হচ্ছে এক ধরনের মেইল যেটা কিনা নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করা যায়। এটি অস্থানীয় কখন হাওয়া হয়ে যাবে কেউ জানে না।

টেম্পমেইল কোথায় ব্যবহার হয়?

আমরা সবাই বিভিন্ন ধরনের ওয়েবসাইট ভিজিট করি এবং মাঝে কিছু সাইট ভিজিট করার জন্য মেইল দিয়ে account করতে হয়। তখন আপনি temp-mail ব্যবহার করতে পারেন। এছাড়াও বিভিন্ন কাজে টেম্প মেইল ব্যবহার করা হয়।

কিছু কথা :

আমরা সবাই temp-mail এর জন্য কিছু ওয়েবসাইট ব্যবহার করে থাকি। কিছু ওয়েবসাইট আবার premium আবার অনেক সময় temp-mail দিয়ে account করার access দেয় না। এতে একটু ঝামেলা পড়তে হয়। কিন্তু এই ঝামেলা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেটা আজ শেখাবো।

 

Termux দিয়ে নিজের ইচ্ছে মতো নাম এবং ইচ্ছে মতো ডোমেইন দিয়ে temp -mail তৈরি করুন সাথে সেই temp-mail এর মেসেজ রিসিভ করুন চলুন ট্রিকটা দেখা যাক।

প্রথমতঃ Termux কে আপডেট করে নিবো ।

pkg update -y

Termux কে আপগ্রেড করে নিবো।

pkg upgrade -y

 

 

 

Termux এ nodejs-its package ইনস্টল দিবো।

pkg install nodejs-lts

গিটহাব থেকে টুলসটি ডাউনলোড করবো।

git clone https://github.com/princekrvert/Temp-mail.git

Cd দিয়ে টুলসটি ভিতরে প্রবেশ করবো।

cd Temp-mail

এখন npm install দিবো।

npm install

এখন সব ফাইল গুলোকে পারমিশন দিবো।

chmod +x *

এখন যে নামে temp-mail খুলতে চান সেই নাম দিবেন।

node temp.js (username)

এখান থেকে যেকোন একটা ডোমেইন সিলেক্ট করবেন।

আমাদের temp-mail তৈরি হয়ে গেছে। এখন যদি কোন সাইটে account করেন এবং verify code আসে তাহলে এখানে দেখতে পারবেন সবোর্চ্চ একটা মেসেজ সো করবে। আপনাদের দেখানো জন্য আমি একটা মেইল করবো এই মেইলে ।

দেখতে যাচ্ছেন চলে আসচ্ছে।

এখন যদি আপনি termux ক্লোজ করে দেন আবার যদি সেইম নাম এবং সেইম ডোমেইন নেন তাহলে আগের temp-mail চলে আসবে। আমি জানি না এই মেইল কতদিন পর্যন্ত থাকবে।

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

 

The post Termux দিয়ে কিভাবে ইচ্ছে মতো নাম এবং ডোমেইন দিয়ে Temp-mail Create করবেন এবং কিভাবে Temp-mail এর মেসেজ রিসিভ করবেন । appeared first on Trickbd.com.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *