বাড়ছে পদ্মার পানি, ভাঙছে পাড়
- World
- September 5, 2022
- No Comment
- 181
<![CDATA[
শরীয়তপুরে বেড়েই চলেছে পদ্মার পানি। এতে ভাঙন দেখা দিয়েছে বেশ কয়েকটি এলাকায়। গত ২৪ ঘণ্টায় শরীয়তপুরে পদ্মা নদীর পানি ২৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির সঙ্গে ভাঙনের তীব্রতা বেড়েছে জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের কাথুরিয়া, একই উপজেলার বড় কান্দি ইউনিয়নের খলিফা কান্দিগ্রামে। এদিকে ভাঙন রোধে কোথাও কোথাও কাজ শুরু করলেও পুরো ভাঙন এলাকায় কাজ শুরু করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড।
দিনে কিংবা রাতে হঠাৎ করেই থেমে থেমে ভাঙছে পদ্মার পাড়। গত এক সপ্তাহে কাথুরিয়া গ্রামে অন্তত ২০টি ঘর অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। পদ্মা নদীর গর্ভে চলে গেছে কয়েক একর ফসলি জমি, গাছপালা ও অন্যান্য স্থাপনা। সব হারিয়ে নিঃস্ব অনেকে। এদিকে এখনও ঝুঁকিতে প্রায় ২০০ পরিবার। খাওয়া-দাওয়া বন্ধ করে বসতঘর সরাতে ব্যস্ত তারা।
কাথুরিয়া গ্রামের মজিবুর হাওলাদার। চতুর্থবারের মতো ঘর সরিয়ে নিচ্ছেন তিনি। তিনি বলেন, কয়েকদিন ধরে আমাদের এখানে নদী ভাঙন শুরু হয়েছে। আমাদের ঘরটাও নদী গিলে নিয়েছে। এত দ্রুত ভাঙছে যে, ঘর সরিয়ে অন্য জায়গায় নেয়ার সুযোগ পাইনি। এভাবে ভাঙতে থাকলে এলাকায় কোনো বাড়িঘরই থাকবে না। এখন বাজারের পাশের খালি জায়গায় আশ্রয় নিয়েছি।
আরও পড়ুন: একে একে ভাঙছে পদ্মার পাড়, কাঁদছে মানুষ
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সুমন চন্দ্র বণিক বলেন, জাজিরা উপজেলার দুইটি ইউনিয়ন পালেরচর ও বড়কান্দি এলাকা পরিদর্শন করা হয়েছে। এ দুই ইউনিয়নে প্রায় ২ কিলোমিটারের বেশি নদী গর্ভে বিলীন হয়েছে। তিনি আরও বলেন, এর আগে আমরা ওই এলাকায় জিওটিউব ফেলে ভাঙন রোধ করেছিলাম। বর্তমানে আরও জিওটিউব ও জিওব্যাগ ফেলব।
]]>