সরকারিভাবে বিভিন্ন দেশ থেকে কেনা হচ্ছে চাল-গম: খাদ্যমন্ত্রী
- Politics
- September 6, 2022
- No Comment
- 182
<![CDATA[
সরকারি গুদামে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ থাকার পরও সরকারিভাবে খাদ্যশসহ আমদানির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সরকারিভাবে বিভিন্ন দেশ থেকে ১০ লাখ ৩০ হাজার টন চাল ও গম কেনা হচ্ছে বলে জানান মন্ত্রী।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বোরো সংগ্রহ অভিযান ও চলমান খাদ্যবান্ধব এবং ওএমএস কর্মসূচিসহ সামগ্রিক খাদ্য পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, সরকারিভাবে ভিয়েতনাম থেকে ২ লাখ ৩০ হাজার টন চাল, মিয়ানমার থেকে ২ লাখ টন চাল এবং ভারত থেকে এক লাখ টন চাল কেনা হচ্ছে। এ ছাড়া রাশিয়া থেকে ৫ লাখ টন গম কেনা হবে। পর্যায়ক্রমে চার মাস ধরে এই গম রাশিয়া থেকে আসবে।
আরও পড়ুন: বাংলাদেশকে বিদ্যুৎ দেয়ার প্রতিশ্রুতি আদানি গ্রুপের
ওএমএস খাদ্যবান্ধব কর্মসূচি চালু করার কারণে দেশের বাজারে এখন চালের দাম নিম্নমুখী বলেও দাবি করেন খাদ্যমন্ত্রী।
সাধন চন্দ্র মজুমদার বলেন, বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত খোলা বাজারে চাল বিক্রির কার্যক্রম চলমান থাকবে। এ ছাড়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী খাদ্যবান্ধব কর্মসূচিও সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিলে চালু রাখা হবে।
]]>