কিভাবে ফ্রী ইন্টারনেট ইউজ করায় আপনার তথ্য হুমকির মুখে?

আসসালামু আলাইকুম
➤ট্রিকবিডিবাসী আশা রাখছি সকলে ভালো আছেন।


╔═══════════════════

ভালো থাকার ত উপায়ও নেই। কারন কম বেশি Free net ত সবাই কোপাইতছেন😅 আমিও কম কোপ দিচ্ছি নাহ।
যাই হোক একটু ছোট ইনফরমেশন দেই- যারা সিকিউরিটি নিয়ে একটু বেশি মাথা ঘামান🫣 তারপর ঠিক করবেন আপনিও ফ্রি নেট কুপ দিবেন কি বাদ দিবেন

╚═══════════════════

তো চলুন কথা না বাড়িয়ে পোস্ট শুরু করা যাক

╔═══════════════════

কিভাবে ফ্রী ইন্টারনেট ইউজ করায় আপনার তথ্য হুমকির মুখে?

╚═══════════════════

🔸

আপনি যে কনফিগ ইউজ করছেন সেটা এক ধরনের প্রক্সি তৈরি করে যার কারণে আপনার সিম অপারেটর মনে করে আপনার সেন্ড করা রিকুয়েস্টটি তাদের ওয়েব পোর্টাল (যেমন: mybl.banglalink.net, robi.com.bd অর্থাৎ যে ওয়েবসাইট গুলো এম্বি ছাড়াই চলে) থেকে সেন্ড করা হচ্ছে। এইটা V2Ray টেকনোলজি দিয়ে করা হয়।

V2Ray is a platform or framework that allows you to run one or more proxies, with various layered proxy protocols, transports, and obfuscation. For example, you could run SOCKS-in-TLS on one port, and VMess-in-QUIC (with the QUIC packets optionally obfuscated) on another port.

🔸 আপনি কনফিগ কানেক্ট করে যখন ╔═══════════════════

youtube.com

╚═══════════════════ এ হিট করেন, সেটা প্রথমে

V2Ray

সার্ভারে সেন্ড হয় দ্যান সেটা অপারেটরের ওয়েব পোর্টালের ছদ্মবেশে অরিজিনাল সার্ভারে সেন্ড হয়। সেম জিনিস রিভার্স হয়ে আপনি রেসপন্স টা রিসিভ করেন। (বিষয়টা আরো জটিল, সহজ কথায় বললাম।)

🔸 খেয়াল করে দেখেন আপনার এবং ইউটিউব এর সার্ভারের মাঝে কিন্তু আরেকটা জিনিস ঢুকে গেছে! এখন আপনার সকল ব্যান্ডউইডথ তার সার্ভারে স্টোর করলেও আপনার কিছু করার নেই। যার V2Ray ইউজ করছেন সে যদি চায় তাহলে অবশ্যই আপনার ডাটা ক্যাঁচ করতে পারবে। যদিও এখানে SSL & TLS থাকে, তারপরেও অনেক ডাটা insecure হয়ে পড়ে।

🔸

অনেকটা সেম ওয়ে তে  ভিপিএন ও কাজ করে, তাই জন্যই ফ্রী ভিপিএন ইউজ করতে নিষেধ করা হয়।

╔═══════════════════

অ্যাপ তো প্লে স্টোরে আছে! হ্যাক হবে কেনো?

╚═══════════════════

ভাই সমস্যাটা অ্যাপ এ না, যে V2Ray প্রোভাইড করছে তার কাছেই সমস্যা। যদিও প্লে ষ্টরেও অনেক ম্যালিসিয়াস অ্যাপ আছে! চোখ বুজে বিশ্বাস করার সুযোগ নেই। তাই! নিজের সেফটি নিজের কাছে। সচেতন করা পর্যন্ত আমাদের দায়িত্ব

Information : Team X 1337

✅
╔═══════════════════

Post Credit ↓

Find ​On TG
@maya_AssistantBot
@likh0n_bot

╚═══════════════════

The post কিভাবে ফ্রী ইন্টারনেট ইউজ করায় আপনার তথ্য হুমকির মুখে? appeared first on Trickbd.com.

Leave a Reply

Your email address will not be published.