স্কুলছাত্রী প্রভার আত্মহত্যা: শিক্ষিকার বিচার দাবি মায়ের

স্কুলছাত্রী প্রভার আত্মহত্যা: শিক্ষিকার বিচার দাবি মায়ের

  • Finance
  • September 5, 2022
  • No Comment
  • 138

<![CDATA[

নরসিংদীর শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আইনুন তাজরি প্রভার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা নার্গিস সুলতানা কণিকাকে গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন তার মা নিলুফার ইয়াসমিন রোজিনা। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী সদর উপজেলা মোড়ের একটি হলরুমে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

নিলুফার ইয়াসমিন রোজিনা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, শিক্ষিকা নার্গিস সুলতানা কণিকা বিদ্যালয়ে সমাজবিজ্ঞান পড়াতেন। তিনি শিক্ষার্থীদের টার্গেট করে তার কাছে প্রাইভেট পড়ার জন্য কৌশলে চাপ দিতেন। প্রভাকেও প্রায় সময় নানা অজুহাতে বিভিন্ন সময় অপমান করতেন। স্কুল থেকে বাসায় ফিরে এসব বিষয়ে একাধিকবার অভিযোগ করে প্রভা।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্কুলে যাওয়ার প্রস্তুতির সময় প্রভা দেখতে পায় তার স্কুল ড্রেসের সালোয়ার ছেড়া। সময় না থাকায় তার মা ড্রেস সেলাই করে দিতে পারেননি। এ সময় সে ট্রাউজার পরে স্কুলে যেতে বাধ্য হয়। ওইদিন ট্রাউজার পড়ে যাওয়ার অজুহাতে শিক্ষিকা নার্গিস সুলতানা কণিকা প্রথমে মাঠে ও পরে শ্রেণিকক্ষে প্রভাকে অপমান ও মারধর করেন। বিষয়টি সে সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হন। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই শিক্ষিকার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষিকা নার্গিস সুলতানা কণিকা পলাতক রয়েছেন।

আরও পড়ুন: স্কুলের ড্রেস না পরায় মারধোর, কীটনাশক খেয়ে থানায় যেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে অভিযুক্ত শিক্ষক নার্গিস সুলতানা কণিকাকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি মৃত্যুর ঘটনা তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেনকে তদন্ত কর্মকর্তা করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত। সংবাদ সম্মেলনে পলাতক শিক্ষিকা কণিকাকে দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান প্রভার মা।

]]>

Print Friendly, PDF & Email

Related post

বিশ্বকাপের বিবেচনায় সৌম্য

বিশ্বকাপের বিবেচনায় সৌম্য

<![CDATA[ টি-টোয়েন্টিতে ব্যর্থতার চোরাবালিতে বাংলাদেশ। নতুন অধিনায়ক ও কোচেও হয়নি ভাগ্যের পরিবর্তন। দলে জায়গা পাওয়া ক্রিকেটাররা হয়ে উঠতে পারছেন না ভরসার…
৮ম বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ

৮ম বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ

<![CDATA[ স্বপ্নবাজ ও সংস্কৃতিমনা কিছু তরুণদের হাত ধরে ২০১৫ সালের ৫ সেপ্টেম্বর যাত্রা শুরু করে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ ( ডিইউসিএস)‘।…
‘কেবল তো শুরু’ অভিষেকে গোলের পর অ্যান্টনি

‘কেবল তো শুরু’ অভিষেকে গোলের পর অ্যান্টনি

<![CDATA[ ম্যানচেস্টার ইউনাইটেডে অ্যান্টনির অভিষেকটা হয়েছে স্বপ্নের মতো। আর্সেনালের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের দিনে প্রথম গোলটি করেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। নতুন…

Leave a Reply

Your email address will not be published.