জামালপুরে মেয়ের পর মায়ের মরদেহ উদ্ধার, আটক ২
- World
- September 6, 2022
- No Comment
- 185
<![CDATA[
জামালপুরে চাকরি দেয়ার নাম করে ডেকে নেয়ার পর মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলা থেকে মেয়ের মরদেহ উদ্ধারের দুদিন পর সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় একটি খাল থেকে মা জোছনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
কাজলীর বোন মর্জিনা বেগম জানান, চাকরি দেয়ার কথা বলে একই উপজেলার নিপুণ নামে এক ব্যক্তি দেখা করতে বলেন কাজলীকে। এরই মধ্যে একটি স্কুলে চাকরি দেয়ার কথা বলে ৪ লাখ টাকা হাতিয়ে নেন নিপুণ। শনিবার বিকেলে মা জোছনা বেগমকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হন কাজলী। এরপর রাত পার হলেও আর বাড়ি ফেরেননি তারা। রোববার সকালে বাঁশঝাড়ে এক নারীর মরদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর স্বজনরা কাজলীকে শনাক্ত করে। এর দুদিন পর সোমবার সন্ধ্যায় একটি বিল থেকে মা জোছনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: জামালপুরে বাঁশঝাড়ে মিলল মেয়ের মরদেহ, মা নিখোঁজ
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
মা-মেয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
]]>