Wednesday, May 8, 2024

<![CDATA[

প্রতিবার সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে অনেক কিছু দিয়ে এলেও নিয়ে আসতে পারেননি কিছুই। শেখ হাসিনার এবারের সফর নিয়ে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৫ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা, বিদ্যুৎসহ প্রয়োজনীয় পণ্য আমদানি, সীমান্তসহ দ্বিপক্ষীয় ইস্যুর সমাধানে অতীতে প্রধানমন্ত্রীর ভারত সফর ফলপ্রসূ হলেও তা নিয়ে বিভিন্ন অভিযোগ ও হতাশা দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির।

তাদের চোখে প্রধানমন্ত্রী প্রতিবারের সফরে ভারতকে শুধু দিয়েই আসছে কিছু নিয়ে আসতে পারেননি। চলতি সফর নিয়েও হতাশ তারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের অভিজ্ঞতা তিক্ত, হতাশার। আমরা প্রত্যেকবার আশা করেছি এইবার হয়তো প্রধানমন্ত্রী আমাদের জন্য কিছু নিয়ে আসবেন। কিন্তু প্রতিবার তিনি দিয়ে এসেছেন, কিন্তু কিছু নিয়ে আসেননি।

আরও পড়ুন: নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপিকে আহ্বান ওবায়দুল কাদেরের

এদিকে আগামী নির্বাচনে ভোট ডাকাতি করতে সরকার ইভিএম প্রস্তুত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির আরেক নেতা।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেন, প্রত্যেকবার গায়ের জোরে ক্ষমতায় এসেছে। আবার ক্ষমতায় যাওয়ার জন্য আজকে ডাকাতি করার জন্য ইভিএম প্রস্তুত করেছে। যেহেতু তারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না তাই যেভাবে ইচ্ছা সেভাবে টাকা খরচ করছে। রিজার্ভ থেকে মেগা প্রজেক্টের নামে মেগা লুট করছে।

সরকার হঠাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা।

]]>

Tags:

Related Article

0 Comments

Leave a Comment