বন্যায় বিপর্যস্ত পাকিস্তান, বাড়ছে পানিবাহিত রোগ

বন্যায় বিপর্যস্ত পাকিস্তান, বাড়ছে পানিবাহিত রোগ

<![CDATA[

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানে বেড়েই চলেছে পানিবাহিত নানা রোগ। এখন পর্যন্ত সাড়ে ছয় লাখের বেশি মানুষ ডায়রিয়া, চর্মরোগসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন মেডিকেল ক্যাম্পে ভর্তি হয়েছেন। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি।

পাকিস্তানে বন্যা পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ নেই। বেলুচিস্তান, সিন্ধুসহ অন্যান্য প্রদেশে এখনও পানি বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। পানিতে আটকে পড়াদের উদ্ধারে তৎপর রয়েছেন উদ্ধারকর্মীরা। কাজ করে যাচ্ছে দেশটির সেনাবাহিনীও।  

বন্যায় বিপর্যস্ত লাখ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন উঁচু রাস্তায়। অনেকের ঠাঁই হয়েছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। এ ছাড়া পর্যাপ্ত খাবার মজুত না থাকায় খাদ্য সংকটেও ভুগছেন অনেকে। 

আরও পড়ুন: যে কারণে বন্যার ভয়াবহ রূপ দেখছে পাকিস্তান

বন্যার পানিতে বাড়ছে পানিবাহিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ছয় লাখেরও বেশি মানুষ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মেডিকেল ক্যাম্পগুলোতে ভর্তি হয়েছেন। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এদের মধ্যে শিশু ও অন্তঃসত্ত্বা নারীর সংখ্যাই বেশি। মেডিকেল ক্যাম্পগুলোতে চিকিৎসা দিতে হিমশিম অবস্থা স্বাস্থ্যকর্মীদের। উদ্বেগজনক হারে বাড়ছে সাপে কাটা রোগীর সংখ্যাও। 

দেশটির এক তৃতীয়াংশ এখনও পানির নিচে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ লাখেরও বেশি ঘরবাড়ি। তলিয়ে গেছে সিন্ধু, বেলুচিস্থানসহ বন্যা কবলিত প্রদেশগুলোর ফসলি জমিও। এতে নতুন করে হুমকির মুখে দেশটির অর্থনীতি।  

এরমধ্যেই দেশটির আবহাওয়া বিভাগ নতুন করে বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়ায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

]]>

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published.