সাড়ে ৭ একর জমি কিনলেন আনুশকা-বিরাট

সাড়ে ৭ একর জমি কিনলেন আনুশকা-বিরাট

<![CDATA[

প্রায় সাড়ে ৭ একর জমি কিনলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। দক্ষিণ মুম্বাইয়ের আলীবাগে জমি কিনেছেন এই তারকা দম্পতি। গত ১ সেপ্টেম্বর জমি রেজিস্ট্রি করেন।

জানা গেছে, আলিবাগে কোটি টাকার বাংলো কিনেছেন বিরাট কোহলি এবং আনুশকা শর্মা দম্পতি। তারা গণেশ চতুর্থীর দিন বাংলোটি কেনেন। দুই ভাগে এই জমি রেজিস্ট্রি করেছেন আনুশকা-বিরাট। জিরাদ গ্রামের কাছেই প্রায় সাড়ে ৭ একর জুড়ে তৈরি আনুশকা ও বিরাটের কেনা বিশাল বাংলো। এই বাংলোর দাম ১৯.২৪ কোটি টাকা। ইতিমধ্যেই এ দম্পতি জমা করেছেন ১.১৫ কোটি টাকা। বিরাট কোহলি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। এ জন্য তার পক্ষে কাগজপত্রে স্বাক্ষর করেন তার ভাই বিকাশ।

আরও পড়ুন: ধর্ম ত্যাগ করেন মহেশ ভাট, নাম ‘আসলাম’: কঙ্গনা

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, আলিবাগের ওই জমিতে ফার্ম হাউস নির্মাণ করবেন আনুশকা-বিরাট। কারণ এর আগে সেখানে সম্প্রতি জমি কিনেছেন, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং। এ ছাড়া বেশ কয়েকজন ভারতীয় তারকা জমি কেনার জন্য অর্থ বিনিয়োগ করেছেন।

জানা যায়, নতুন বাংলোর জন্য ৩.৩৫ লাখ টাকা কর হিসাবে জমাও দিয়েছেন বিরাট-আনুশকা। 

আরও পড়ুন: অনুমতি না মেলায় ঢাকায় আসছেন না নোরা ফাতেহি

দীর্ঘদিন প্রেম করার পর ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন তারা। ২০২১ সালের ১১ জানুয়ারি কন্যাসন্তানের জন্ম দেন আনুশকা। 

]]>

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *