আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

বরাবরের মতো আজকেও হাজির হলাম নতুন কিছু নিয়ে। আজকের টপিক হলো carrom,8 ball Poll কিভাবে এইম ওর লাইন হ্যাক করবেন।

আমরা সবাই কমবেশি গেমিং করি সেটা হোক অনলাইন বা অফলাইন। গেমিং করে কিন্তু carrom খেলে নাই এমন মানুষ খুজে পাওয়া কষ্টকর। যারা নতুন carrom খেলা শুরু করছেন কিন্তু  এইম এর জন্য ম্যাচ উন হতে পারেন না। আর যারা ৮ বল পুল খেলেন তারাও সেইম অবস্হা হয়।

চলুন দেখে আশা যাক নতুনদের জন্য কিভাবে এইম হ্যাক করবেন।

Lulubox ব্যবহারের সুবিধা :

  • আমাদের account হ্যাক হওয়ার সম্ভাবনা কম থাকে।
  • একটা অ্যাপস দিয়ে কয়েকটা game এর এইম বা লাইন করা যায়।
  • সময় কম লাগে ।

Lulubox ছাড়াও আরো অনেক অ্যাপস আছে যেগুলো দিয়ে এইম বা লাইন হ্যাক করা যায়। কিন্তু সেই দিয়ে করলে account ban হওয়ার সম্ভাবনা অনেক।

সতর্কবার্তা : যদি কারো account হ্যাক বা ব্যান হয় তাহলে আমি এবং  ট্রিকবিডি দায়ী থাকবো না। lulubox ব্যবহার করা আপনার একান্তই মতামত ।

রুট বা আনরুটের জন্য সব সেইম কাজ তাই আর বিস্তারিত বলছি না।

যা যা লাগবে :

  1. Lulubox
  2. Crosshair pro

 

Lulubox Download 

Crosshair pro 

Zip file password : Trickbd

প্রথমে আমরা lulubox যাবো।

আপনি যেটা লেখতে চান সেটা সিলেক্ট করবেন।

এখন super line 64 bit ডাউনলোড করবেন। সাথে আপনাকে lulubox 64 bit app টি ইনস্টল করতে বলবে আপনি সেটা ইনস্টল করে নিবেন।

যদি carrom প্লে স্টো থেকে ডাউনলোড করা থাকে তাহলে আর এখানে ডাউনলোড করতে হবে না। আর যদি ডাউনলোড করা না থাকে তাহলে ডাউনলোড করে নিবেন।

স্টো‌রেজ না অন্য কোন পারমিশন চাইলে allow করে দিবেন।

দেখতে পাচ্ছেন আমার এইম বা লাইন  হ্যাক হয়ে গেছে।

এখন আবার দেখাবো ৮ বল পুল

৮ বল পুল সিলেক্ট করবো।

আগের মতো এখন ও super line 64 bit ডাউনলোড করবো।

এখন আমরা প্লে স্টোর থেকে crosahair pro ডাউনলোড দিবো ।

ডাউনলোড হয়ে গেলে আমরা প্লে তে ক্লিক করবো।

এখন দেখতে পাচ্ছেন আমার এইম বা লাইন হ্যাক হয়ে গেছে ।

 

বি:দ্র : আমি শুধু তিনটি Game এ টেস্ট করছি । এখানে আপনি free fire, free fire Max গুলো এইম বা লাইন হ্যাক হবে না। 

 

The post Lulubox দিয়ে carrom, 8 ball poll এইম বা লাইন হ্যাক করে নিন।[Root + unroot] appeared first on Trickbd.com.

হেলো বন্ধুরা কেমন আছেন সবাই ?

আশাকরি ভালোই আছেন ।আজকে আমরা Youtube এর বিরক্তকর এড এর বিষয়ে কথা বলবো ।আসলে দিন দিন ইউটিউব এ অনেক বেশি অ্যাড বাড়িয়ে দিয়েছে । আগে ভিডিও প্লে করলে একটা অ্যাড দিত । আর এখন প্রথমেই দুইটা করে অ্যাড দেয় । তার উপর কিছুখন পর পর তো ইন-ভিডিও অ্যাড আছেই ।তো এই অ্যাড টাই আমরা রিমুভ করবো ।ভালোভাবে পড়ুন সবার কাজ করবে ইনশাল্লাহ্ । চলুন শুরু করি ।

আসুন শুরুর আগে আমরা বিরক্তকর অ্যাডগুলো দেখে নিই

(প্রিমিয়াম মোড দিয়েও করা যায় কিন্তু সেগুলা মাক্সিমাম ডিভাইসে কাজ করেনা অথবা বেশিদিন থাকেনা।তাই আমরা অন্য পন্থা অবলম্বন করবো)

প্রথমে নিচে থেকে অ্যাপ টা নামিয়ে নিন

BEEVPN FOR ANDROID – PLAY STORE

অথবা ডাইরেক্ট প্লেস্টোর থেকে নামিয়ে নিতে পারেন । নিচে স্ক্রিনশট দেখুন ,

নামানো হয়ে গেলে ওপেন করুন,

ওপেন করার পর এইবার ল্যাংগুয়েজ সিলেক্ট করুন

এরপর স্কিপ দিন অথবা সোয়াইপ করেও নেক্সট এ যেতে পারেন ।আমি স্কিপ দিলাম

স্কিপ করলে হোম পেজ এ এরকম আসবে । অ্যাড Server এ ক্লিক করুন

Add Server ক্লিক দিলে আক্সেস কী চাইবে ।সমস্যা নাই আক্সেস কী ফ্রি তে পাবেন ।ওরাই দিবে তার জন্য টেলিগ্রাম বা ইমেইল এ ওদের একটা ম্যাসেজ পাঠাতে হবে ।কেও চিন্তা করবেন না সবাই কী পাবেন । ১ মিনিটের মধ্যেই ওরা রিপ্লাই তে কী দিয়ে দেয় ।আমি ইমেইল দিয়ে কী নেওয়া দেখাচ্ছি ।ইমেইল এ ক্লিক দিন

ইমেইল এ ক্লিক দিলে জিমেইল খুলে যাবে এবং অটো ম্যাসেজ টাইপ হয়ে থাকবে আপনি শুধু ইমেইল টা পাঠিয়ে দিন

এবং দেখুন ১ মিনিটেই ওরা রিপ্লাই দিয়ে দিয়েছে ।মেইল টা ওপেন করুন

মেইল ওপেন করে GET ACCESS KEY তে ক্লিক করুন

এইবার ব্রাউজার এ একটি পেজ ওপেন হবে । এখান থেকে CONNECT ANDROID DEVICE এ ক্লিক করুন

CONNECT ANDROID DEVICE এ ক্লিক দিলেই অ্যাক্সেস কী দেখতে পাবেন ।কপি করুন

এইবার ভিপিএন অ্যাপস টা ওপেন করুন দেখবেন অ্যাক্সেস কী টা অটো ডিটেক্ট করে নিয়েছে । এইবার শুধু ADD SERVER এ ক্লিক করুন তাহলেই কাজ শেষ ।

এইবার CONNECT এ ক্লিক দিন

দেখুন কানেক্টেড হয়ে গেছে

এইবার ইউটিউব এ ঢুকে দেখুন কোনো অ্যাড পাবেন না ।উদাহরণ সরূপ স্ক্রিনশট দেখুন

এটার ম্যাধ্যমে আপনারা ইউটিউব এর এইসব বিরক্তকর অ্যাড থেকে মুক্তি পাবেন ।আশাকরি বুঝতে পেরেছেন ।আমি সব বুঝিয়ে বলেছি ।

আজ এ পর্যন্তই ।সবাই ভালো থাকবেন ।

The post [No Mod/Premium Account Needed] Youtube এর বিরক্তকর অ্যাড থেকে মুক্তি পান এখনি (ফুল ডিটেইলস) appeared first on Trickbd.com.


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা দারাজ পিকআপ পয়েন্ট সিলেক্ট করে খুব সহজে দারাজ থেকে মাত্র ১৫ টাকা ডেলিভারি চার্জে যতখুশি প্রোডাক্ট একসাথে অর্ডার করবেন।
তো এর জন্য প্রথমে আপনারা প্লে-স্টোর থেকে দারাজ অ্যাপটি ইনস্টল করে নিয়ে একটা একাউন্ট করে নিবেন।

এবার স্কিনশর্ট ফলো করুন।

















ভিন্ন ভিন্ন প্রোডাক্ট জন্য এমন আলাদা আলাদা মেসেজ পাবেন প্রত্যেকটার জন্য । মেসেজে DEX-BDN নাম্বার ও OTP থাকবে যেটা পিকআপ পয়েন্ট এ গিয়ে বলতে হবে তখন তারা আপনাকে আপনার প্রোডাক্ট দিয়ে দিবে।
এভাবে আপনি খুব সহজে মাত্র ১৫ টাকা ডেলিভারি চার্জ দিয়ে একসাথে যতখুশি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন দারাজ থেকে।
আশাকরি বুঝতে পেরেছেন না বুঝলে বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন।

“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন নিচে ক্লিক করে দেখেনিনঃ
Upay একাউন্ট খুলে ফ্রিতে ৫৫ টাকা বোনাস নিয়েনিন

বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিয়েনিন
★কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজ BD TRICK SH এ মেসেজ দিনBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}


The post পিকআপ পয়েন্ট সিলেক্ট করে দারাজ থেকে মাত্র ১৫ টাকা ডেলিভারি চার্জে যতখুশি প্রোডাক্ট একসাথে অর্ডার করুন appeared first on Trickbd.com.

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

বরাবরের মতো আজকেও হাজির হলাম নতুন কিছু নিয়ে।

উপরে টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন আজকে টপিক কি?  সংক্ষিপ্ত করে বলি ,যে কোন ওয়েবসাইটের সকল মেইল এবং নাম্বার বের করুন কয়েক সেকেন্ডে। তার আগে আমাদের জানতে হবে ওয়েব স্কোপ কি?

Webscrape কি?

webscrape হচ্ছে ওয়েবসাইটের ডাটা extract করা।  সেটা হতে পারে video ,Image, Email, Number , Text ইত্যাদি ।

Scrape হচ্ছে একটি framework যেটা দিয়ে ওয়েবস্কোপিং করা হয়।

Webscraping কত প্রকার?

ওয়েবস্কোপিং ৫ প্রকার এবং সেগুলো হচ্ছে :

  1. Spiders
  2. Pipelines
  3. Middlewares
  4. Engine
  5. Schedule

এই ৫ প্রকার স্কোপিং নিয়ে আর আলোচনা করছি না আপনারা একটু গুগল করলেই পেয়ে যাবেন।

Webscrape কারা ব্যবহার করে?

ওয়েবস্কোপি মূলত যারা freelance এবং Data Entry নিয়ে কাজ করে তারা বেশি ব্যবহার করে থাকে। তাছাড়া কোন ওয়েবসাইটে সাহায্যের জন্য কোন মেইল করা দরকার হলে তখন প্রত্যেক পেইজে না গিয়ে ওয়েবস্কোপি করে তাদের নাম্বার মেইল বের করা হয় ।

 

এই স্কোপিং মূলত একটা সফটওয়্যার। যেটা কিনা কম্পিউটারের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু আজকে আমরা শিখবো কিভাবে android ফোন দিয়ে ওয়েবস্কোপিং করা যায়।

প্রথমে আমরা termux কে আপডেট করে নিবো।

pkg update -y

Termux কে আপগ্রেড করে নিবো।

pkg upgrade – y

গিটহাব থেকে টুলসটি ডাউনলোড করবো।

git clone https://github.com/3xploitGuy/webscrape.git

 

ডাউনলোড শেষ হলে ls দিবো।

তারপর টুলসটি ভিতরে প্রবেশ করবো।

cd webscrape

মেইন ফাইলটিকে পারমিশন দিবো।

chmod +x webscrape.sh

টুলসটি রান করো।

bash webscrape.sh

এখানে আপনি যেই ওয়েবসাইটের মেইল এবং নাম্বার জানতে চাচ্ছেন সেই ওয়েবসাইটের ঠিকানা দিবেন।

অবশ্যই আপনাকে https:// দিতে হবে।

যদি ওয়েবসাইটের মেইল দেখতে চান তাহলে y দিবেন। একই ভাবে নাম্বার দেখতে চাইলে দিবেন।

দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইটের নাম্বার এবং মেইল পেয়ে গেলাম।

আপনি যদি মেইল এবং নাম্বার ফোনের ফাইল হিসাবে সেইভ করতে চান তাহলে y দিবেন।

তারপর আপনি কোথায় রাখবেন সেই লোকেশন দিবেন।

দেখতে পাচ্ছেন সেইভ হয়ে গেছে।

 

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ।যদি কোন সমস্যা হয় তাহলে টেলিগ্রাম না ফেইসবুকে নক দিতে পারেন।

Facebook

Telegram

The post Termux দিয়ে যেকোন ওয়েবসাইটের সকল মেইল এবং নাম্বার বের করুন কয়েক সেকেন্ডে। appeared first on Trickbd.com.

যেকোনো ধরনের প্রিমিয়াম ফাইল ফ্রিতে ডাউনলোডের জন্য বিশ্বব্যাপি জনপ্রিয় মাধ্যম হচ্ছে টরেন্ট সাইট। অর্থাৎ অডিও, ভিডিও, সফটওয়্যার যেকোনো ধরনের প্রিমিয়াম ফাইল ফ্রিতে ডাউনলোড করা যায় টরেন্ট সাইট থেকে। আমার আজকের টপিকে মূলত আমি টরেন্ট সাইটের ভিডিও ফাইল নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা মুভি, ওয়েব সিরিজ ইত্যাদি দেখে থাকেন তাদের জন্যই আজকের এই টপিক। আজকের টপিকের টাইটেল অনুযায়ী আমরা দেখবো কিভাবে টরেন্ট সাইট থেকে কোনো ভিডিও সরাসরি দেখা যায় তা নিয়ে আলোচনা করব।

কেন সরাসরি দেখবো?

আপনি যদি কোনো মুভি ডাউনলোড করতে যান সাধারণত সেটির সাইজ অনেক বড় হয়ে থাকে। আর টরেন্টের মূল সমস্যা হলো এখানে কোনো ফাইলের ডাউনলোডের গতি নির্ভর করে সিড এর সংখ্যার উপর। আর যার জন্য ডাউনলোড করতে অনেক সময়ের প্রয়োজন পড়ে। এতে আপনার ভিডিওটি দেখার জন্য ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। এইরকম আরও বিভিন্ন কারণ থাকতে পারে যার জন্য আপনি টরেন্ট সাইটে কোনো ভিডিও ফাইল সরাসরি দেখতে চান।

টরেন্ট সাইট থেকে ভিডিও ফাইল সরাসরি দেখার উপায়ঃ

আপনার যদি উপরোল্লিখিত কোনো কারণ থাকে অথবা আপনি চাচ্ছেন যে কোনো ভিডিও ফাইল সরাসরি দেখতে তাও আবার আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে। তাহলে আপনাকে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করে নিতে হবে৷ অ্যাপটি সরাসরি প্লেস্টোর থেকে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

আপনার মোবাইলে অ্যাপটি ইন্সটল হয়ে গেলে ওপেন করুন। অ্যাপটি ওপেন করার পর ঠিক উপরের স্ক্রিনশটের মতো দেখাবে। এইবার আপনি যেহেতু কোনো টরেন্ট সাইট থেকে আপনার পছন্দের ভিডিও ফাইলটি ডাউনলোড না করে সরাসরি দেখতে চাচ্ছেন সেহেতু আপনাকে সেই টরেন্ট সাইট থেকে আপনার পছন্দের ভিডিও ফাইলটির লিংক কপি করে নিতে হবে।

এর জন্য আপনাকে প্রথমে টরেন্ট সাইটে যেতে হবে। তারপর আপনার কাঙ্ক্ষিত ভিডিও ফাইলটির নিচের Magnet Download বাটনে কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে।

তারপর যখন একটি মেনুবার আসবে। এখান থেকে Copy Link Address এ ক্লিক করতে হবে।আর তখনিই উক্ত টরেন্টের মেগনেট লিংকটি কপি হয়ে গেল।

লিংক কপি করার পর ইন্সটলকৃত অ্যাপটি ওপেন করুন তারপর দেখুন সেটির ডানপাশের একদম নিচের অংশে একটি + (যোগ) চিহ্ন সম্বলিত একটি বাটন রয়েছে সেটিতে ট্যাপ করুন। এখান থেকে Add from url or magnet লেখাটিতে ট্যাপ করুন।

এখন যে ইন্টারফেসটি এসেছে এখানে আপনার কপিকৃত লিংকটি Paste বাটনে ট্যাপ করে পেস্ট করুন এবং Ok বাটনে ট্যাপ করুন।

তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন তারপর মাঝখানের Stream বাটনে ট্যাপ করুন।

Stream বাটনে ট্যাপ করার পর যদি ফাইলটির ভিতরে একাধিক ফাইল থেকে থাকে তাহলে তা এখানে প্রদর্শিত হবে। এখান থেকে আপনাকে শুধু আপনার কাঙ্খিত ভিডিও ফাইল কোনটি সেটি খুঁজে বের করতে হবে। খুঁজে পাওয়ার পর সেটিতে ট্যাপ করুন। (ভিডিও ফাইল সহজে চিনতে আপনি লক্ষ্য করবেন কোনটির শেষে .mkv, .mp4, .mpeg ইত্যাদি ভিডিও ফরমেট রয়েছে।)

এইবার দেখুন একটি ইন্টারফেস এসেছে এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর দেখুন একটি লিংক জেনারেট হয়েছে। এখন আপনি চাইলে লিংকটির উপর ট্যাপ করে লিংকটি কপি করে নিতে পারেন অথবা Play বাটনে ট্যাপ করুন।

প্লে বাটনে ক্লিক করার পর একটি পপআপ চলে আসবে। এখানে আপনাকে VLC প্লেয়ার ব্যবহার করার জন্য রিকমেন্ড করবে। আপনি চাইলে সেটি ইন্সটল করতে পারেন। অন্যথায় আপনি Play বাটনে ট্যাপ করুন। ট্যাপ করার পর আপনার মোবাইলে যে ভিডিও প্লেয়ারটি আছে যেমন MX Player টি ট্যাপ করুন।

আর দেখুন আপনার কাঙ্খিত ভিডিওটি চালু হয়ে গেছে। (উল্লেখ্য আপনি চাইলে উপরোল্লিখিত যে লিংকটি জেনারেট হয়েছে সেটি কপি করে নিয়ে MX Player বা অন্যকোনো প্লেয়ারে প্রবেশ করে Network Stream এ পেস্ট করে ভিডিওটি দেখতে পারেন।

বিঃ দ্রঃ আপনি যখন সরাসরি ভিডিওটি দেখতে থাকবেন তখন কিন্তু উক্ত ভিডিও ফাইলটি ডাউনলোড হতে থাকবে। যা আপনার মেমোরিতে ডাউনলোড হবে। তাই যখনিই আপনার উক্ত ভিডিওটি দেখা শেষ হবে তখনিই সাথে সাথে উক্ত ভিডিওটি রিমুভ করে দিতে পারেন। তানাহলে এটি আপনার মেমোরির স্পেস দখল করে রাখবে। এখন অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে যদি ফাইল ডাউনলোডই হয় তাহলে লাভটা কি। আসলে এখানে আমি আগেই বলেছি যাদের ফাইল ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করার ধৈর্য্য নেই তারাই মূলত এই পদক্ষেপটি গ্রহণ করে ডাউনলোড পর্যন্ত অপেক্ষা না করে সরাসরি দেখতে পারেন। আর অবশ্যই এই পদ্ধতি ওয়াফাই ইউজারদের জন্য পারফেক্ট। আর এই ছিলো মূলত আমার আজকের টপিকের মূল বিষয়বস্তু। এইভাবে এখন থেকে আপনি চাইলে টরেন্ট সাইটের ভিডিও আপনার অ্যান্ড্রয়েড ফোনে সরাসরি দেখতে পারবেন।

আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।

সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন।

The post Android মোবাইলে Torrent Site এর ভিডিও সরাসরি দেখুন। appeared first on Trickbd.com.

আসসালামু আলাইকুম।
আশাকরি প্রত্যেকে ভাল আছেন। ট্রিক বিডিতে অনেকদিন পর আবার চলে আসলাম। কারন ট্রিকবিডি একটা ভালোবাসার জায়গা। যেখানে অনলাইন জ্ঞানার্জনে আগ্রহ জাগিয়ে তুলে। তাই ট্রিকবিডির সাথে থাকুন।

তো যারা অনলাইনে ক্রিকেট খেলা দেখতে চান তাদের জন্য আজ চমৎকার একটি অ্যাপ শেয়ার করব।

এই এপ টি থেকে আপনারা জনপ্রিয় ৬টি ক্রিকেট চ্যানেল কোন প্রকার ঝামেলা ছাড়াই আপনার এন্ড্রয়েড ফোনে দেখতে পারবেন।

এপ টিতে যে ৬টি চ্যানেল রয়েছে-

১. Star Sports 1 HD
২. Star Sports Hindi
৩. SKY Sports
৪. PTV Sports
৫. Ten Sports
৬. Willow Cricket Extra

তো এপ টি কে সরাসরি ডাউনলোড করে নিন।
Download Link

ক্রিকেট এপ টির ইন্টারফেইস ইউজ করা খুবই সহজ তবুও আমি কিছু স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিচ্ছি।

এপটি ইন্সটল হয়ে গেলে ওপেন করুন। উপরের দিকে চ্যানেলের নাম গুলো দেখতে পাবেন সেখানে ক্লিক করলেই প্রতিটা চ্যনেল সাথে সাথে চালু হয়ে যাবে।



কিন্ত আমি বলেছি ৬ টি চ্যানেলের কথা। উপরের তিনটি চ্যানেলের পর পাশে + আইকনে ক্লিক করুন।


এখানে আপনি বাকি ৩ টি চ্যানেল পেয়ে যাবেন।

তবে একটা বিষয় লক্ষ্য রাখবেন এপ টি তে প্রতিটি চ্যানেল পরিবর্তন করার সময় ও স্ক্রিনের যেকোন জায়গায় এড শো করে তাই চেষ্টা করুন কম ক্লিক করতে।

তাহলে উপভোগ করতে থাকুন বিশ্বের জনপ্রিয় ৬ টি ক্রিকেট চ্যানেল একদম ঝামেলাবিহীন।

The post জনপ্রিয় ৬টি ক্রিকেট চ্যানেল দেখুন আপনার মোবাইলে এই অ্যাপটি ব্যবহার করে। appeared first on Trickbd.com.

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

বরাবরের মতো আবারও হাজির হলাম নতুন কিছু নিয়ে । কি টপিক সেটা হয়তো টাইটেল দেখে বুঝতে পারছেন।

Temp-Mail কি?

temp-mail বা temporary mail হচ্ছে এক ধরনের মেইল যেটা কিনা নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করা যায়। এটি অস্থানীয় কখন হাওয়া হয়ে যাবে কেউ জানে না।

টেম্পমেইল কোথায় ব্যবহার হয়?

আমরা সবাই বিভিন্ন ধরনের ওয়েবসাইট ভিজিট করি এবং মাঝে কিছু সাইট ভিজিট করার জন্য মেইল দিয়ে account করতে হয়। তখন আপনি temp-mail ব্যবহার করতে পারেন। এছাড়াও বিভিন্ন কাজে টেম্প মেইল ব্যবহার করা হয়।

কিছু কথা :

আমরা সবাই temp-mail এর জন্য কিছু ওয়েবসাইট ব্যবহার করে থাকি। কিছু ওয়েবসাইট আবার premium আবার অনেক সময় temp-mail দিয়ে account করার access দেয় না। এতে একটু ঝামেলা পড়তে হয়। কিন্তু এই ঝামেলা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেটা আজ শেখাবো।

 

Termux দিয়ে নিজের ইচ্ছে মতো নাম এবং ইচ্ছে মতো ডোমেইন দিয়ে temp -mail তৈরি করুন সাথে সেই temp-mail এর মেসেজ রিসিভ করুন চলুন ট্রিকটা দেখা যাক।

প্রথমতঃ Termux কে আপডেট করে নিবো ।

pkg update -y

Termux কে আপগ্রেড করে নিবো।

pkg upgrade -y

 

 

 

Termux এ nodejs-its package ইনস্টল দিবো।

pkg install nodejs-lts

গিটহাব থেকে টুলসটি ডাউনলোড করবো।

git clone https://github.com/princekrvert/Temp-mail.git

Cd দিয়ে টুলসটি ভিতরে প্রবেশ করবো।

cd Temp-mail

এখন npm install দিবো।

npm install

এখন সব ফাইল গুলোকে পারমিশন দিবো।

chmod +x *

এখন যে নামে temp-mail খুলতে চান সেই নাম দিবেন।

node temp.js (username)

এখান থেকে যেকোন একটা ডোমেইন সিলেক্ট করবেন।

আমাদের temp-mail তৈরি হয়ে গেছে। এখন যদি কোন সাইটে account করেন এবং verify code আসে তাহলে এখানে দেখতে পারবেন সবোর্চ্চ একটা মেসেজ সো করবে। আপনাদের দেখানো জন্য আমি একটা মেইল করবো এই মেইলে ।

দেখতে যাচ্ছেন চলে আসচ্ছে।

এখন যদি আপনি termux ক্লোজ করে দেন আবার যদি সেইম নাম এবং সেইম ডোমেইন নেন তাহলে আগের temp-mail চলে আসবে। আমি জানি না এই মেইল কতদিন পর্যন্ত থাকবে।

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

 

The post Termux দিয়ে কিভাবে ইচ্ছে মতো নাম এবং ডোমেইন দিয়ে Temp-mail Create করবেন এবং কিভাবে Temp-mail এর মেসেজ রিসিভ করবেন । appeared first on Trickbd.com.