আসসালামু আলাইকুম.
আশা করি সবাই ভালো আছেন,আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
আজকে আবারও নতুন একটা টিপস নিয়ে হাজির হলাম
আপনাদের মাঝে আমি আসিফ।

অনেকে ক্রেডিট কার্ড নিতে পছন্দ করেন না, সেটা কি বেশি খরচ হয়ে যাওয়ার ভয়ে?

ক্রেডিট কার্ড নিলে, যেসব সুবিধা পাওয়া যায়,

১। তাৎক্ষণিক ভাবে কোনো প্রয়োজনে, নিজের কাছে নগদ টাকা বা একাউন্টে টাকা না থাকলেও, ক্রেডিট কার্ডের দ্বারা সেই প্রয়োজন মিটিয়ে নেয়া যায়, আটকে থাকে না।

২। নগদ টাকা হাতে বা একাউন্টে না থাকলেও, অনলাইনে, অফলাইনে, কেনাকাটা করতে অসুবিধে হয় না।

৩। কেনাকাটার ক্ষেত্রে, ক্রেডিট কার্ডে ডিসকাউন্ট, ক্যাশ ব্যাক এসব অফার থাকে, ফলে দামের দিক থেকে, কিছুটা সাশ্রয় হয়।

৩। ভ্রমণের ক্ষেত্রে, নগদ টাকা নিয়ে চলাফেরা করার একটা রিস্ক থেকেই যায়, ক্রেডিট কার্ড, সেই রিস্ক কে মিনিমাইজ করে দেয়।

৪। ক্রেডিট কার্ডের খরচের উপরে, reward points জমা হয়। সে reward points দিয়ে নানারকম জিনিষ কেনার অফার থাকে। তবে, ওসব জিনিষ এর দাম একটু বেশীই থাকে। আর দ্বিতীয় অপশন যেটা থাকে, reward points কে চাইলে encash করে, কার্ডের বিল কমানো যায়।

৫। ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করার জন্য একটা billing cycle follow করা হয়।

ধরা যাক, কারো ক্রেডিট কার্ডের লিমিট পাঁচ লাখ টাকা। Bill generation date 15th of each month এবং payment date 2nd of each month।

এবার দেখা গেলো, কেউ কোনো মাসের 16 তারিখে ক্রেডিট কার্ডে চার লাখ টাকা খরচ করলেন। সেক্ষেত্রে, পরবর্তী মাসের 15 তারিখে বিল জেনারেট হবে, তো এখানে এক মাস সময় এবং বিল পেমেন্টের due date, বিল জেনারেট করার পরের মাসের দু তারিখ, অর্থাৎ, আরো প্রায় পনের, ষোলো দিন।

তাহলে, মোটামুটি ভাবে ব্যাপারটা দাঁড়ালো এই যে, ওই চার লাখ টাকার বিল, প্রায় পয়তাল্লিশ দিন পরে পেমেন্ট করতে হচ্ছে, এবং এই 45 days এর জন্য, ওই চার লাখ টাকার উপর কোনো সুদ বা চার্জ দিতে হবে না। অর্থাৎ, the fund can be enjoyed for 45 days without paying any charge or interest।

এই billing cycle, ব্যাংক বিশেষে একটু ভিন্ন রকমের হতে পারে, তবে, খরচ করার দিন থেকে বিল পেমেন্টের তারিখ অবধি, বিলের টাকার জন্য কোনো আলাদা টাকা পয়সা দিতে হবে না।

৬। ক্রেডিট কার্ডের বিল সময়ে পেমেন্ট করার ফলে, সিবিল স্কোর, ইতিবাচক ভাবে প্রভাবিত হয়।

৭। ক্রেডিট কার্ডের বিল, নির্দিষ্ট পরিমাণের উপরে, মাসিক কিস্তিতে পেমেন্ট করা যেতে পারে, সেক্ষেত্রে, সুদ, প্রসেসিং চার্জ, এসব পেমেন্ট করতে হবে।

অসুবিধা,

১। হাতের কাছে নগদ টাকা না থাকলে, হয়তো খরচ করার ব্যাপারে ভাবনা, চিন্তা, করতে হয়, কিন্তু, ক্রেডিট কার্ড থাকলে, সে ভাবনা চিন্তা তেমন গুরুত্ব পায় না।

২। অপ্রয়োজনীয় কেনাকাটার ক্ষেত্রে, ক্রেডিট কার্ড উৎসাহ যোগায়।

৩। ক্রেডিট কার্ড, point of sales এ ক্লোন হয়ে যেতে পারে,

৪। অনলাইন পারচেজ এর ক্ষেত্রে ক্রেডিট কার্ডের তথ্যাদি হ্যাকড হয়ে যেতে পারে,

সুতরাং, কার্ডের সুরক্ষার ব্যাপারটা নিয়ে চিন্তার কারণ থেকেই যায়।

৫। ক্রেডিট কার্ডের বিল সময়মতো পেমেন্ট না করলে, সুদ দিতে হবে এবং এই defaulted payment will adversely affect the CIBIL score।

৬। ক্রেডিট কার্ড নিয়ে ব্যবহার না করলেও, এটার annual fee পেমেন্ট করতে হবে, তবে, অনেক ব্যাংকের ক্ষেত্রে annual fee এর ব্যাপারটা ফ্রী হতে পারে।

অনেকেই ক্রেডিট কার্ড নিতে পছন্দ করেন না, সেটা কী বেশী খরচের কথা ভেবে ?

অনেকটাই তাই,

কারণ, হাতের কাছে থাকলেই, খরচের রাশ টানার লাগামটা আলগা হয়েই পড়ে।

দ্বিতীয়ত: ক্রেডিট কার্ডের মাধ্যমে জালিয়াতি হওয়ার মতো ঘটনার কারণেই, অনেকে নিরুৎসাহী থাকেন।

গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে, ক্রেডিট কার্ড ব্যবহার করার পাশাপাশি, কার্ডের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা।

১। অনলাইনে যে সাইটে transaction করা হচ্ছে, সে সাইটটি নিরাপদ কী না ?

২। পেমেন্ট গেটওয়ে, ট্রাস্টেড কী না ?

৩। কার্ডের তথ্যাদি সাইটে সেভ করে রাখা হচ্ছে কী না। কিছু, কিছু, শপিং সাইট কার্ডের তথ্যাদি (except CVV) সেভ করে রাখে, উদ্দেশ্য যে পরবর্তী তে faster payment করতে সুবিধা হবে, শুধু CVV নম্বরটি দিতে হবে।

তবে, সম্প্রতি সরকারীভাবেই এই সেভ করে রাখার ব্যাপারে নিষেধ করা হয়েছে এবং faster payment এর জন্য tokenisation চালু করার নির্দেশ রয়েছে।

৪। সাইবার ক্যাফে, বা অবিশ্বস্ত জায়গায় লগইন করে transaction করা হয়েছে কী না ?

৫। প্রতারকরা ফোনে ক্রেডিট কার্ডের তথ্যাদি জানতে চেয়ে ফোন করলে, কার্ডের ডিটেইলস divulge করা হচ্ছে কী না ?

এসব ব্যাপারগুলিই গুরত্বপূর্ন।

একজন ব্যবহারকারী সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও, ক্রেডিট কার্ডে জালিয়াতির মতো ঘটনা ঘটে যেতেই পারে,

তবে, সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুসারে, তদন্ত সাপেক্ষে, সেই আর্থিক দায় সংশ্লিষ্ট কার্ড কোম্পানী বহন করবে, provided it is established that there was no deviation on the part of the credit card user in complying with the security measures of CARD।

FreeTipsBD.con

সবাইকে ধন্যবাদ।আজকের মতো এখানেই বিদায় নিলাম,হাজির হবো আরও নিত্য নতুন টিপস নিয়ে আমি আসিফ।
আল্লাহ হাফেজ.

The post ক্রেডিট কার্ড নিলে কী কী সুবিধা পাওয়া যায় এবং কী কী সমস্যা হয় জেনে নিন। appeared first on Trickbd.com.

Howdy Everyone,
Envato Elements, Envato Market বর্তমানে বহুল ব্যবহৃত একটি Site। এই Site এর Premium Subscription ছাড়া File Download এর অনুমতি নেই। আজকে একটা Best Alternative Site Share করব যেখানে Envato Site এর বিশেষ কিছু AE file Download করতে পারবেন ফ্রিতেই কোন Subscription এর ঝামেলা নেই।

( •̀ .̫ •́ )✧ Site Link:- https://aedownload.com/  ||  Privacy & Policy

এই Site এ আপনি যা যা পবেন-
– AE Templates
– Logo Stings
– Openers
– Product Promo
– Video Displays
– Titles
– Elements
– Infographics
– Broadcast Packages
– Final Cut Pro
– Graphic Templates
– Graphics
– Presentation Templates
– Video Templates
– Motion Graphics
– Premiere Pro
– Add-Ons
– Sound Effects
– Music Track

 

এক বিশাল Content সমৃদ্ধ Library বলা যায় এই সাইটটিকে, যা আপনারা Envato এর Alternatives হিসেবে Use করতে পারেন।


File Download এর Process:-

1.প্রথমে আপনার কাঙ্খিত Fileটি Select করুন

 

2.এবার File এর নিচে দেয়া Download Optionটি Press করুন

 

3. একটি Website এ Redirect করা হবে (File Share Hosting Site)

 

4. Simply Captcha Solve করে Get Download Link এ Click করুন

 

5. ব্যস File Download Link Enable হবে।

 

 


Conclusion
এই Site এর Ads Bypass এর জন্য Ads Blocker ব্যবহার করার জন্য Suggestion রইল।

 

Bye 
Contact Me On
Telegram [Discussion Group] [Telekit]

The post এখন থেকে Envato এর সব After Effects File Download করুন ফ্রিতেই [Alternative Site] appeared first on Trickbd.com.

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমি সোহাগ ! আবারো হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !

তাড়াহুড়ো করে পড়বেন না এতে আপনার সময় নষ্ট ছাড়া কিছু হবে না, তাই মনোযোগ দিয়ে পড়ুন হয়তো আপনার কিছু হলেও লাভ হবে।

যখন‌ই আপনি নতুন কোনো স্মার্টফোন কিনেন বা কোনো স্টোরেজ ডিভাইস কিনেন মেমোরি কার্ড, হার্ডডিস্ক, পেনড্রাইভ তো আপনি স্টোরেজের খেয়াল অবশ্যই রাখেন। কেননা আজকালকার সময়ে আমাদের বেশি স্টোরেজ প্রয়োজন বেশি ডেটা স্টোর করার জন্য।

কিন্তু আপনি একটা বিষয় অবশ্যই খেয়াল করেছেন যে, আমরা মার্কেট থেকে যে স্টোরেজ ডিভাইস কিনি, স্মার্টফোন কিনি তো এখানে আমাদের Actual Size দেখানো হয়, বলা হয়-

উদাহরণ হিসেবেঃ

আপনি 16GB সাইজের একটি পেনড্রাইভ অথবা মেমোরি কার্ড কিনেছেন। কিন্তু যখন আপনি সেটা আপনার স্মার্টফোনে ঢোকান বা কম্পিউটার বা ল্যাপটপে কানেক্ট করেন তখন সেটা ১৬ জিবির কম দেখায়। যেমন যদি ১৬ জিবির মেমোরি কার্ড বা পেনড্রাইভ হয় তাহলে সেখানে 14.9GB দেখায়। তো এখানে প্রায় 1.1GB স্টোরেজ উধাও।

তো এরকম কেন হয় ? স্টোরেজ ডিভাইস বানানো কোম্পানিগুলো আমাদেরকে ধোঁকা দিচ্ছে ? এটা আপনার অবশ্যই জেনে রাখা প্রয়োজন! তো জানার জন্য এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ুন আশা করছি আপনার যেসব অজানা সেসব‌ও জানতে পারবেন।

স্টোরেজ ডিভাইসে যে Actual Size দেখানো হয় আমরা তার কম কেন পাই ? এটা জানার আগে আপনাকে প্রথমে এটা জানতে হবে যে Memory Units কি ?

তো আমি আপনাকে সহজ এবং সিম্পল ভাষায় বলি, যে আপনি যখন কোনো স্টোরেজ ডিভাইস কিনেন, স্মার্টফোন কিনেন এবং যখন সেটার ইন্টারনাল স্টোরেজ চেক করেন তো আপনি কিভাবে জানতে পারেন যে এই স্টোরেজ ডিভাইসে, এই ফোনের ইন্টারনাল স্টোরেজে, এই মেমোরি কার্ডে, এই হার্ডডিস্কে, এই পেনড্রাইভে শুধু এতখানি‌ই ডেটা স্টোর করতে পারবেন এর বেশি ডেটা আপনি স্টোর করতে পারবেন না। এসব আপনি জানতে পারেন Memory Units এর মাধ্যমে।

হ্যাঁ ! যতগুলো স্টোরেজ ডিভাইস থাকে, যতগুলো স্মার্টফোনের ইন্টারনাল স্টোরেজ থাকে সেখানে আপনাকে বলা হয় এর যে স্টোরেজ ক্যাপাসিটি আছে সেটা ১৬ জিবি পর্যন্ত, ৩২ জিবি পর্যন্ত, ৮ জিবি পর্যন্ত ইত্যাদি এর থেকে বেশী আপনি ডেটা স্টোর করতে পারবেন না। তো এইসব‌ই আপনি মেমোরি ইউনিটস এর কারণে জানতে পারেন। এখানে আপনার Units of Computer Memory Measurements জেনে রাখা প্রয়োজন।

Units of Computer Memory Measurements

1 Bit = Binary Digit
8 Bites = 1 Byte
1024 Bytes = 1 KB [Kilo Byte]
1024 KB = 1 MB [Mega Byte]
1024 MB = 1 GB [Giga Byte]
1024 GB = 1 TB [Terra Byte]
1024 TB = 1 PB [Peta Byte]
1024 PB = 1 EB [Exa Byte]
1024 EB = 1 ZB [Zetta Byte]
1024 ZB = 1 YB [Yotta Byte]
1024 YB = 1 Bronto Byte

জেনারেলি যতগুলো কম্পিউটার থাকে সেটা মেমোরি কে মেজার করার জন্য নিজস্ব মেমোরি ইউনিটস এর স্ট্যান্ডার্ড কে ফলো করে। এদের কাছে 1GB মানে 1024MB কিন্তু এখানে যতগুলো Manufacturers হয়, যা মেমোরি কার্ড, হার্ড ডিস্ক, পেনড্রাইভ ইত্যাদি স্টোরেজ ডিভাইস তৈরি করে এদের কাছে 1GB মানে 1000MB

নরমালি যদি আমরা কাউকে জিজ্ঞাসা করি যে ভাই, ৮ জিবির মেমোরি কার্ড মানে আপনার কাছে কতখানি ? তখন বেশিরভাগ লোকই বলবে ৮ জিবি মানে ৮ হাজার এমবি, এটাকে হাজারে মাল্টিপ্লাই করে দেয়।

তো এখানেও একই ভাবে যে Manufacturers হয় এদের কাছেও ১ জিবি মানে ১ হাজার এমবি। কিন্তু কম্পিউটার বা ডিভাইসের জন্য ১ জিবি মানে ১০২৪ এমবি। হুম, তো এইখানেই হিসাব ওলোটপালোট !

যার কারণে আপনি মার্কেটে ১৬ জিবির কোনো মেমোরি কার্ড, পেনড্রাইভ, হার্ডডিস্ক ইত্যাদি বলা হয় কিন্তু স্টোরেজ হয় ১৪.৯ জিবি। আসুন ছোট একটি উদাহরণ হিসেবে জানিয়ে দিই।

মনে করুন, একটি মেমোরি কার্ড যার Actual Size হলো 16GB তো এখন কম্পিউটার এবং অন্য ডিভাইস এটাকে কতখানি ধরবে ?

কম্পিউটার এবং অন্য ডিভাইসের জন্য 1GB = 1024MB যদি আমরা 1GB কে Bytes এ কনভার্ট করি তাহলে 1GB = 1073741824 Bytes হবে। ঠিক এভাবেই 16GB কে 16GB = 17,179,869,184 Bytes হিসেবে ধরবে।

কিন্তু Manufacturers এর কাছে 1GB = 1000MB যদি আমরা Manufacturers এর হিসেবে 1GB কে Bytes এ কনভার্ট করি তাহলে 1GB = 1000,000,000 Bytes হবে। ঠিক এভাবেই 16GB কে 16GB = 16,000,000,000 Bytes হিসেবে ধরবে।

এখানেই দেখা যায় দুটোর মধ্যে তফাৎ কতখানি। তো যখন‌ই আপনি মেমোরি কার্ড কে কম্পিউটার বা অন্য ডিভাইসে ইনসার্ট করেন তো এখানে Manufacturers আপনাকে যতখানি স্টোরেজ প্রোভাইড করেছে, যত Bytes এর স্টোরেজ প্রোভাইড করেছে ঠিক ততখানি‌ই বাইটস স্টোরেজ কম্পিউটার এবং অন্য ডিভাইস আপনাকে দেখায়।

এটার একটি খুবই সহজ এবং ছোট হিসাব করলে যা ফলাফল হবে তা হলোঃ ↓↓↓

16GB Storage

Computer/Other Devices

1GB = 1024MB
1GB = 1073741824 Bytes
(1024x1024x1024)
16GB = 17,179,869,184 Bytes

Manufacturers

1GB = 1000MB
1GB = 1000,000,000 Bytes
(1000x1000x1000)
16GB = 16,000,000,000 Bytes

16,000,000,000 Bytes/1073741824 = 14.9 Approx

যার মানে হলো Manufacturers আমাদের আসলে ১৬ জিবির পরিবর্তে ১৪.৯ জিবি স্টোরেজ দিচ্ছে। ঠিক এই কারণেই আমরা কম স্টোরেজ পাই। কারণ এখানে Manufacturers এর হিসেবে 1GB = 1000MB কিন্তু কম্পিউটার এবং অন্য ডিভাইস এটাকে 1GB = 1024MB হিসেবে ধরে।

আর এখানে কম্পিউটার এবং অন্য ডিভাইস তাদের নিজস্ব Memory Units Standards কেই ফলো করবে, না তো Manufacturers এর Memory Units কে। তো এখানে বেশি প্রাধান্য কম্পিউটার এবং অন্য ডিভাইসের মেমোরি ইউনিটস এর।

এছাড়াও আপনি আরেকটা বিষয় খেয়াল করেছেন যে, স্মার্টফোনের যে Actual Internal Storage দেখানে হয় কিন্তু আপনি তার থেকে খুবই কম স্টোরেজ পান।

যেমন, যদি ৩২ জিবির ইন্টারনাল স্টোরেজ দেয় ফোনে তাহলে আপনি ২১ থেকে ২৪ জিবির আশেপাশে ইন্টারনাল স্টোরেজ পান, কারণ এখানে ফোনের ইন্টারনাল স্টোরেজ Installed Apps/Games, Inbuilt Apps, System, Others এর জন্য জায়গা ব্যবহৃত হয়।

তো এই হলো জায়গা কম পাওয়ার কারণ।

আরও পড়ুনঃ এশিয়া কাপ ২০২২ লাইভ

আরও পড়ুনঃ অল্টার কত প্রকার ও কি কি এবং অল্টার এর নাম

এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। 🙂

কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার Facebook I’d


The post কেন Internal Storage এবং Memory Card সহ অন্যান্য Storage Devices এ জায়গা কম পাওয়া যায়? [Important] appeared first on Trickbd.com.

আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন।তো আজকের পোষ্টটি হলো Andriod Update Releted.

তো চলুন শুরু করা যাক।তার আগে সবাই কমেন্ট করে জানাবেন আপনি কোন Andriod Version ব্যবহার করছেন,দিন যতই যাচ্ছে নতুন নতুন আপডেট আর ফিচারস এর সাথে আমরা পরিচিত হচ্ছি, কিন্তু শুধু পরিচয় দিয়েই কি হবে? আগে ব্যবহার করুন তারপর বিশ্বাস করুন।

 

অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম Andriod 13 Update এর জন্য, এই অপেক্ষার দিন শেষ হলো 15 August. আজকে ১৩টি নতুন ফিচারস এর সাথে Andriod 13 এর পরিচয় করিয়ে দিব।আসলে Andriod 12 আর 13  এর মধ্যে এত বেশি বর কোনো চেন বা পার্থক্য নেই।তাও যে কয়েকটি চেঞ্জ আসছে সেগুলো অনেক কার্যকরি আমার থেকে মনে হয়।

 

ফিচারসমূহঃ-

  1. Adriod 13 Easter Egg-

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2. Flashlight Of Remainder:– আপনি যদি ফ্লাশ লাইট অন করে ভুলে যান অফ করতে তাহলে এটি আপনার মোবাইলের হোম স্ক্রিনে একটি নোটিফিকেশন আসবে যা আপনাকে মনে করিয়ে দিবে ফ্লাশ লাইট অফ করার জন্য।

3. Wabes in music playback:- দেখতে কিছুটা কুল লাগে।

4.Qr Code Scaner:– অনেক সময় দেখা যায় কোনো কিছু স্কান করার জন্য আমরা প্লে স্টোর থেকে থার্ড পার্টি Apps ইন্সটেল করে থাকি।কিন্তু Andriod 13 এর মধ্যে আপনি Notification Toggle এর মধ্যে পেয়ে যাবেন যা দিয়ে সবকিছু স্কান করা যাবে।

5. Per-app language settings for apps:– আপনি চাইলে প্রতেকটি Apps এর জন্য আলাদা আলাদা Language ব্যবহার করতে পারবেন।

6. Battery measures:- এটি আপনার ব্যাটাটির জন্য অনেক কার্যকর হবে আশা করি কারণ Background এর মধ্যে যেসব Apps গুলো বেশি ব্যাটারী কনজিউম করছে, সেই সব Apps গুলোর নোটিফিকিশন পেয়ে যাবেন এবং আপনি এক ক্লিকের মাধ্যমে ওইসব apps গুলো অফ করতে পারবেন।

7. UWB Support:–  এটি Andriod এবং Technology দুইদিক দিয়েই নতুন একটি পক্রিয়া যা Ultra-wideband অথবা UWB নামেও বলা যায়।এটির কাজ হলো এটি আপনার হারিয়ে যাওয়া যেকোনো গেজেটকে খুজে পেতে সহায়তা করে ওইসব গেজেট যেগুলোতে UWB সাপোর্ট করে।

8. Third-party Material You icons :- এই ফিচারটি Andriod !2 এর মধ্যেও ছিলো তবে Andriod 12 এর মধ্যে সবগুলো Icon Change হতো না কিন্তু Andriod 13 এর মধ্যে সবগুলো Apps আপনার থিম এর কালারের সাথে মিলে যাবে।

9. Quick Settings Placement API:- এই ফিচারটি Apps ব্যবহারে অনেক শর্টকার্ট করবে।মোবাইলের Apps গুলোকে আপনার কান্ট্রোল সেন্টারে নিয়ে যাবার জন্য আমন্ত্রণ জানাবে।

10. Clipboard improvements:– কোনো Text কবি করার পরে সেটির মধ্যে যদি কোনো মডিফাই বা নতুন কিছু এন্ট্রি অথবা ডিলেট করতে হয় তা করতে পারবেন খুব সহযেই।

11. Gameing:- গেমিং ফিচারে সব আগের মতই থাকছে তবে এই নতুন গেম মোডে আপনার CPU কে Maximam clockspeed provide করবে।যা গেমে খুব ভালো একটি এক্সপেরিয়েন্স দিবে।

12. Predictive back gestures:- 

13. More control over Notification:- অনেক Apps আছে যারা কিছুক্ষন পর পর শুধু বিরক্তিকর নোটিফিকেশন দিয়ে জ্বালায়।এখন থেকে Andriod 13 এর মধ্যে যেকোনো Apps এর মধ্যে ডুকার আগে আপনার থেকে পারমিশন চাইবে নোটিফিকেশনের।

 

ভুলত্রুটি ক্ষমার চোখে দেখবেন।কোনো কিছু না বুঝলে কমেন্ট করে অব্যশই জানাবেন।আজকের মতো আল্লাহ হাফেজ।

 

Facebook: Muhammad Rakibul Islam

WhatsApp: 01821329737

Email: [email protected]

The post Hey Anndriod 13 is Here! ১৩টি নতুন ফিচারস এর সাথে Andriod 13. দেখে নিন কি কি ফিচারস গুলো। appeared first on Trickbd.com.

আসসালামু আলাইকুম
➤ট্রিকবিডিবাসী আশা রাখছি সকলে ভালো আছেন।


╔═══════════════════

ভালো থাকার ত উপায়ও নেই। কারন কম বেশি Free net ত সবাই কোপাইতছেন😅 আমিও কম কোপ দিচ্ছি নাহ।
যাই হোক একটু ছোট ইনফরমেশন দেই- যারা সিকিউরিটি নিয়ে একটু বেশি মাথা ঘামান🫣 তারপর ঠিক করবেন আপনিও ফ্রি নেট কুপ দিবেন কি বাদ দিবেন

╚═══════════════════

তো চলুন কথা না বাড়িয়ে পোস্ট শুরু করা যাক

╔═══════════════════

কিভাবে ফ্রী ইন্টারনেট ইউজ করায় আপনার তথ্য হুমকির মুখে?

╚═══════════════════

🔸

আপনি যে কনফিগ ইউজ করছেন সেটা এক ধরনের প্রক্সি তৈরি করে যার কারণে আপনার সিম অপারেটর মনে করে আপনার সেন্ড করা রিকুয়েস্টটি তাদের ওয়েব পোর্টাল (যেমন: mybl.banglalink.net, robi.com.bd অর্থাৎ যে ওয়েবসাইট গুলো এম্বি ছাড়াই চলে) থেকে সেন্ড করা হচ্ছে। এইটা V2Ray টেকনোলজি দিয়ে করা হয়।

V2Ray is a platform or framework that allows you to run one or more proxies, with various layered proxy protocols, transports, and obfuscation. For example, you could run SOCKS-in-TLS on one port, and VMess-in-QUIC (with the QUIC packets optionally obfuscated) on another port.

🔸 আপনি কনফিগ কানেক্ট করে যখন ╔═══════════════════

youtube.com

╚═══════════════════ এ হিট করেন, সেটা প্রথমে

V2Ray

সার্ভারে সেন্ড হয় দ্যান সেটা অপারেটরের ওয়েব পোর্টালের ছদ্মবেশে অরিজিনাল সার্ভারে সেন্ড হয়। সেম জিনিস রিভার্স হয়ে আপনি রেসপন্স টা রিসিভ করেন। (বিষয়টা আরো জটিল, সহজ কথায় বললাম।)

🔸 খেয়াল করে দেখেন আপনার এবং ইউটিউব এর সার্ভারের মাঝে কিন্তু আরেকটা জিনিস ঢুকে গেছে! এখন আপনার সকল ব্যান্ডউইডথ তার সার্ভারে স্টোর করলেও আপনার কিছু করার নেই। যার V2Ray ইউজ করছেন সে যদি চায় তাহলে অবশ্যই আপনার ডাটা ক্যাঁচ করতে পারবে। যদিও এখানে SSL & TLS থাকে, তারপরেও অনেক ডাটা insecure হয়ে পড়ে।

🔸

অনেকটা সেম ওয়ে তে  ভিপিএন ও কাজ করে, তাই জন্যই ফ্রী ভিপিএন ইউজ করতে নিষেধ করা হয়।

╔═══════════════════

অ্যাপ তো প্লে স্টোরে আছে! হ্যাক হবে কেনো?

╚═══════════════════

ভাই সমস্যাটা অ্যাপ এ না, যে V2Ray প্রোভাইড করছে তার কাছেই সমস্যা। যদিও প্লে ষ্টরেও অনেক ম্যালিসিয়াস অ্যাপ আছে! চোখ বুজে বিশ্বাস করার সুযোগ নেই। তাই! নিজের সেফটি নিজের কাছে। সচেতন করা পর্যন্ত আমাদের দায়িত্ব

Information : Team X 1337

✅
╔═══════════════════

Post Credit ↓

Find ​On TG
@maya_AssistantBot
@likh0n_bot

╚═══════════════════

The post কিভাবে ফ্রী ইন্টারনেট ইউজ করায় আপনার তথ্য হুমকির মুখে? appeared first on Trickbd.com.

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম।

কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে,
সবাই ভালো আছেন


আমিও ভালো আছি, তাই তো আবারও চলে আসলাম
আপনাদের মাঝে নতুন পোস্ট নিয়ে
তো ,বেশি কথা না বলে শুরু করছি।


আমাদের মধ্যে অনেকেই আছেন,
যারা ফটো গ্রফি করতে ভালোবাসেন,


এটা অনেক এ
শখের বসে করে থাকেন, আবার অনেকেই আছেন
যারা, প্রফেশনালি ফটোগ্রাফি করে থাকেন।

তাদের সৃষ্টিশীল কর্ম তারা সকল মানুষ এর
কাছে ফুটিয়ে তুলতে চান, তবে তারা কিছু নির্দিষ্ট প্ল্যাটফর্ম


এর অভাবে সকলের কাছে তাদের সৃষ্টিকর্ম
ফুটিয়ে তুলতে পারে না।

তবে যদি আপনি আপনার

সেই সৃষ্টিকে সকলের মাঝে ফুটিয়ে তুলতে চান

সেই সুযোগ দিচ্ছে আপনাদের সময় টিভি।

সময় টিভি এইবার সারা দেশ এর সকল ফটোগ্রাফারদের নিয়ে

একটি প্রতিযোগিতা এর আয়োজন করেছে,

যদি কেউ প্রথম স্থান অর্জন করতে পারে তার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার!

পুরস্কার হিসেবে কি কি থাকছে:

ইউএস-বাংলা এয়ারলাইনস এর পক্ষ থেকে
ঢাকা থেকে কক্সবাজার রুটে ২ বার বিনামূল্যে ভ্রমণ এর সুযোগ
রিসোর্টে ২ রাত ৩ দিন কাটানোর সুযোগ।

এবং

The Best Shot !

ক্যাটাগরি এর মধ্যে থাকলে সেরা ১০ জন পাবেন একটি
করে আকর্ষনীয় স্মার্টফোন।

প্রতিযোগিতা এর নিয়মগুলো জেনে নিন:

অংশগ্রহণকারীকে বাংলাদেশি নাগরিক হতে হবে,

এটা হতেই হবে, বাংলাদেশী এর বাইরে হলে হবে না

অংশগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে, কোনো প্রকার টাকা
বা, ফি প্রদান করতে হবে না।

ছবি অবশ্যই মোবাইল ফোন ক্যামেরায় ধারণকৃত হতে হবে

কোনো ভাবেই অন্যের ছবি বা,

কপিরাইট করে ছবি দেওয়া যাবে না,

যদি ফেক প্রমাণিত হয় বাতিল করে দেওয়া হবে।
একজন প্রতিযোগী সর্বোচ্চ ৫টি ছবি
এবং সর্বোচ্চ ১০০ এমবি সাবমিট করতে পারবেন,


প্রত্যেক ছবির জন্য বাংলা কিংবা ইংরেজিতে
২০০ শব্দে ছবির বিষয়বস্তু বিবরণ দিতে হবে।

এই প্রতিযোগিতা তে অংশগ্রহণ এর সময় হলো
১১ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত,

এই সময় এর বাইরে কাউকে প্রতিযোগিতায়

অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
লাইফস্টাইল, প্রকৃতি ও ভ্রমণ এই ৩ ক্যাটাগরি
এর মধ্যে ছবি হতে হবে।
২৭ সেপ্টেম্বর ফলাফল প্রকাশিত হবে।

পুরস্কার প্রদান কিভাবে হবে:

সময় টেলিভিশন কর্তৃপক্ষের মাধ্যমে
নির্ধারিত বিজয়ীকে ফোন এর মাধ্যমে জানানো হবে,

বিজয়ীকে যথাসময়ে সাড়া দিতে হবে,
যথাসময়ে যদি সাড়া দিতে ব্যর্থ হন,

তবে ফলাফল বাতিল করা হতে পারে।

(তথ্য সূত্র: সময় টিভি)

তাই নিজের মেধাকে বিকশিত করার সময় এখনি, দেরি না
করে নিজের প্রতিভাকে সবার সামনে উপস্থাপন করুন।

এই লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন সময় থাকতেই।

এখানে ক্লিক করুন

এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ আপনার মূল্যবান সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।


ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। 🙂

আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ এই যে লিংক

আমার ইউটিউব চ্যানেল

The post সময় টিভি এর মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগীতায় অংশগ্রহণ করে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার!! বিস্তারিত পোস্টে appeared first on Trickbd.com.

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই, আশা করি সকলে অনেক ভালো আছে।
বর্তমানে Youtube একটি জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম।  বিনোদন,  শিক্ষা, নিউজ কি নেই এখানে। কিন্তু Youtube এ বিজ্ঞাপন বা Ads এর যন্ত্রণায় অনেকে অতিষ্ঠ।  বর্তমানে YouTube সব খানেই ads দেখানো শুরু করেছে। ভিডিও ক্লিক করার সাথে সাথে Ads চলে আসতেছে।
সেই থেকে পরিত্রাণ এর জন্য আজকে দেখাবো কি ভাবে খুব সহজে Youtube কে Youtube Premium বানাবেন
যা Android,  PC, IPhone সব স্থানে কাজ করবে।
Note: অবশ্যই Android phone থেকে Youtube Premium টা করে নিবেন, তার পর PC,  iphone যেখানে খুশি ব্যবহার করবেন।  কোন সমস্যা হবে না। 
তো আজকের পোস্ট শুরু করা যাক। আশা করি সকলের পোস্ট পড়ার ধৈর্য আছে। তাই পোস্ট ধৈর্য সহকারে পড়বেন আশা করি। এর ফলে আপনার ভুল হওয়ার সম্ভবনা কমে যাবে।

প্রথমে Youtube Premium এর জন্য একটি gmail Account লাগবে। পুরো প্রসেস কমপ্লিট এর জন্য Google Play Store থেকে Kiwi Browser করে ইন্সটল করে নিবেন।  Link Kiwi Browser

Account setup

১. প্রথমে Google Pay এ প্রবেশ করুন।
২. এরপর একাউন্ট তৈরি করুন এ ক্লিক করুন
Note: পুরাতন account এ Premium হবে না। তাই নতুন করে Gmail খুলে নিতে হবে
৩. নাম, ই-মেইল দিয়ে Next দিন
৪. জন্ম তারিখ, লিঙ্গ সিলেক্ট করে Next দিন। Note: ফোন নাম্বার চাইলে দিতে পারেন নাও দিতে পারেন৷

  Payment info and Card setup

১. Account করা হয়ে গেলে নিচের মতো পেজ ওপেন হলে Add a payment method এ ক্লিক করুন-
২. Billing address এ ক্লিক করে Brazil সিলেক্ট করুন

৩. এবার নিচের দিকে Add tax info অপশন আসবে। এখান tax info পাওয়ার জন্য এই লিংক এ প্রবেশ করে tax info ডাউনলোড করুন।  Note: একটি ট্যাক্স ইনফো দিয়ে একটি প্রিমিয়াম নেওয়া যাবে।
৪. ডাউনলোড হওয়ার পর CPF নাম্বার কপি করে Tax information স্থানে বাসান। তারপর CPF এর পাশের বক্স থেকে সাল কপি করে তার নিচের বক্স এ বসান। 
৫. বসানো হয়ে গেলে Verify লিখায় ক্লিক করুন-
৬. এখান Address line 1 এ এই address টি বসান Rua Vinte e Três 998 বা fake brazil address Google সার্চ দিয়ে  box এ বসান।
৭. Box এ Address বসানোর সাথে সাথে কিছু Address সাজেশন দিবে সেখান থেকে আপনার ইচ্ছা মতো একটি সিলেক্ট করুন-
৮. এবার কার্ড নাম্বার add করার পালা। এটা খুব মনোযোগ দিয়ে পড়ার চেস্টা করুন। প্রথমে Nameso Gen প্রবেশ করে এই BIN: 371246877
টি দিয়ে কার্ড মেক করে নোটপ্যাড এর কোথাও সেভ করে রাখুন।
৯. এভার সেভ করা কার্ড নাম্বার থেকে যেকোন একটি Card Number নিয়ে Card Number এর জায়গায় বসান, নিচের মতো,  তারপর Save দিন।

১০. কার্ড add হয়ে গেলে এমন আসবে, এমন আসলে Done দিয়ে ব্রাউজার থেকে বের হয়ে আসবেন। 

Account Add

১. প্রথমে ফোনের সকল পূর্বের gmail রিমুভ করে দিন। 
২. তারপর নতুন account টি লগিন করুন

YouTube Premium Account setup

১. প্রথমে গুগল প্লেস্টর থেকে যে কোন ব্রাজিল সার্ভার VPN ডাউনলোড করে নিন।  বা চাইলে Touch VPN ব্যবহার করতে পারেন। Note: VPN এ অবশ্যই Brazil সার্ভার কানেক্টেড করে নিবেন,  তারপর আমার প্রসেস ফলো করবেন।
২. VPN কানেক্টেড করে YouTube এ প্রবেশ করে Profile এ যান
৩. তারপর Get YouTube Premium এ ক্লিক করুন-
৪. এখন TRY IT FOR FREE তে আসুন
৫. এরপর এমন আসিলে আপনার ইচ্ছামত যে কোন একটি সিলেক্ট করে Confirm দিন-
৬. তারপর নিচের মতো আসলে Subscribe এ ক্লিক করুন-
৭. Email এর পাসওয়ার্ড চাইলে তা দিয়ে ভেরিফাই করুন-
এর পর যদি cvv চায় তাহলে কার্ড add করার সময় যে cvv দিয়েছিলেন সেই ccv দিবেন ৪ ডিজিট এর
৮. এবার দেখুন জাদু,  Payment Successful 😃

বিশ্বাস না হলে নিচের স্কিনশর্ট দেখুন আমার Youtube premium নেয়ার হয়ে গেছে, এখানে দেখুন তার মেয়াদ কবে শেষ হবে।

এটা ১০০% কাজ কবে। কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই কোন সমস্যা হলে ফেসবুক এ জানাবেন FB লিংক
কারো যদি আরো TAX info লাগে তো ইনবক্সে করবেন।
— ধন্যবাদ

The post Youtube Free কে বানিয়ে ফেলুন Youtube Premium মাত্র ৫ মিনিটে ১০০% Working, ব্যবহার করতে পারেন PC, Android, iPhone এ। appeared first on Trickbd.com.

আসসালামু আলাইকুম
কিভাবে কোন অ্যাপস ছাড়াই ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন। তাও আবার জাভা কিংবা এন্ডোয়েড যে কোন মোবাইলে।
আজকের লেখার বিষয়ে এটাই।। একটি সাইটের মাধ্যমে যেকোন ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন। তাও আবার সম্পূর্ণ ইজিভাবে।
তো বেশি কথা না বাড়িয়ে চলুন কাজে।
প্রথমে আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিওর লিংকটি কপি করুন। ু
উদারন হিসেবে আমি এই ভিডিওটিতে গেলাম। লিংক কপি করা শেষ হলে। এখানে ক্লিক করুন।


সাচ বক্সে আপনার ভিডিও লিংক পেস্ট করুন। Search এ ক্লিক।

দেখুন আপনার ভিডিও দেখা যাচ্ছে। একটু নিচে যান।

Generate download link এ ক্লিক করুন।

কোন মোবাইল এর ভিডিও ডাউনলোড করবেন তার সাইজ নিবাচন করুন

3 ডট এ ক্লিক করুন। তারপর Download অপশনে ক্লিক করুন।

ব্যাস আপনার কাজ এবার কিছুক্ষন ওয়েট করুন।
পোষ্ট পড়ার জন্য ধন্যবাদ।
আমার ফেসবুক পেজে ঘুরে আসার অনুরোধ । ISLAMIC

Plz like this post.

thank you

The post এ্যাপস ছাড়া যেভাবে যেকোন মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন। appeared first on Trickbd.com.

আসসালমুআলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম ইউটিউবের পাঁচ পাঁচটি নতুন আপডেট সম্পর্কে যার মাধ্যমে ইউটিউবার দের ইনকাম তো বৃদ্ধি পাবেই তার সাথে ভিউয়ার দের ও থাকছে ব্যাবহার এ সুবিধা। আপডেট গুলো আসলে খুবই অসাধারণ এবং আপনি হয়তো মনে মনে এই ফিচার গুলোই খুঁজছিলেন। তাহলে চলুন দেখে নেই এই ফিচার গুলো দেখতে কেমন ও কতোটা উপকারী আমাদের জন্য।

1. Strike Warning System

আপডেট গুলোর সবার প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে Community Guideline Strike Warning System. এটা যেভাবে কাজ করে সেটা আমি আপনাদের কে জানাচ্ছি, মনে করি আপনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে। আপনার চ্যানেল এ আপনি নিয়মিত ভিডিও আপলোড করছেন এবং ভিউ ও সাবস্ক্রাইব পাচ্ছেন হঠাৎ আপনার কোনো একটি ভিডিও Youtube Community Guideline এর নজরে পড়লো এবং আপনার ভিডিও এর কোনো অংশ তাদের কাছে মনে হলো যে, অংশটি কপিরাইট এর আওতায় পড়ে এবং তৎক্ষণাৎ ইউটিউব আপনাকে Strike দিয়ে দেয়।

কিন্ত না। এমনটা এতদিন ধরে হলেও এখন থেকে নয়। এবার কোনো ভিডিও তে Strike পড়ার মত মনে হলে প্রথমে আপনার ইউটিউব চ্যানেল এ একটি নোটিফিকেশন দিবে। সেই নোটিফিকেশন এ ক্লিক করলে আপনাকে কিছু প্রশ্ন করা হবে। আপনি সেই প্রশ্ন গুলোর উত্তর দিতে পারলে আপনার চ্যানেল এ আর সেই Strike টি আসবেনা।

2. Subscribe Group

ইউটিউব এ আপনি এখন থেকে সাবস্ক্রাইব এর গ্রুপ Create করতে পারবেন। অর্থাৎ আমরা সাধারনত যেই সকল চ্যানেল গুলোতে Subscribe করি সেইসব চ্যানেল এর ভিডিও গুলোর বেশির ভাগই আমরা আমাদের ইউটিউবের প্রথম পেজে অর্থাৎ আমাদের নিউজ ফীড আসলেই দেখতে পাই। এমনকি ইউটিউব এর Notification এও দেখতে পাই। তাছারা ইউটিউব অ্যাপের নিচের দিকে ডান পাশে Subscription নামে একটি অপশন থাকে। যেটিতে ক্লিক করলে আমরা যেসব চ্যানেল গুলোকে সাবস্ক্রাইব করেছি সেইসব চ্যানেল গুলোর একটি বিশাল বড় লিস্ট দেখি। এবং সেগুলো থাকে এলোমেলো অবস্থায় অর্থাৎ আমরা যদি এই বিশাল লিষ্ট থেকে কোনো একটি চ্যানেল খুজে বের করে নিতে চাই তাহলে আমদেরকে বেশি খুজাখুজি করতে হয়।

কিন্ত এখন থেকে আপনাকে আর বেশি খুজাখুজি করতে হবেনা। কারন এখন থেকে এই চ্যানেল লিস্ট এর গ্রুপ Create করতে পারবেন। আর সেই গ্রুপে আপনারা নিদ্দিষ্ট ক্যাটাগরির চ্যানেল এর লিস্ট বানাতে পারবেন। এতে করে আপনাদের কোথায় টেক চ্যানেল, কোথায় মিউজিক চ্যানেল, কোথায় মুভি চ্যানেল, ও কোথায় ফানি ভিডিও চ্যানেল গুলো লিষ্ট করেছেন তা জানতে পারবেন। খুজে বের করা যাবে সহজে।

3. Live Stream Access

এই ফিচার টি সাধারনত যারা ইউটিউবে লাইভ স্ট্রিমিং করে তাদের জন্য। আপনারা যারা ইউটুবার আছেন তাঁরা হয়তো একটি ফিচার এর ব্যাপারে জানেন সেটি হচ্ছে এডিটর ও মডারেটর। অর্থাৎ আপনারা youtubar রা নিশ্চয় আপনার চ্যানেল জন্যে আপনার কোনো ভাই অথবা বন্ধুকে আপনার চ্যানেল এর মডারেটর হিসেবে সিলেক্ট করতে পারেন। যিনি আপনার চ্যানেল কে মডারেট বা পরিচালনা করবে। আবার চাইলে আপনার কোনো বন্ধু বা ভাই কে চ্যানেল এর এডিটর হিসেবে সিলেক্ট করতে পারেন যে কি না আপনার চ্যানেল এর ভিডিও গুলো প্রয়োজনের সাপেক্ষে এডিট ও করতে পারে।

এখন যারা লাইভ স্ট্রিমিং করেন এতদিন তাদের লাইভ স্ট্রিম এ থাকা কোনো ভিডিও এর জন্য কোনো মডারেটর বা এডিটর ব্যাবহার করতে পারতেন না। কিন্ত এখন থেকে আপনি চাইলে আপনার লাইভ স্ট্রিমিং এ থাকা ভিডিও এর জন্যেও একজন কে সিলেক্ট করতে পারবেন মডারেটর হিসেবে। এবং চাইলেও এবং চাইলে সেই লাইভ স্ট্রিমিং এরও এডিটর হিসেবে কাউকে সিলেক্ট করতে পারবেন। এটা সবচেয়ে বেশি সুবিধজনক হচ্ছে যারা লাইভে গেমিং করেন।একদিকে আপনি গেমিং করতে থাকবেন লাইভে অন্য দিকে পৃথিবীকোনো প্রকার এডিট এর প্রয়োজন হলে আপনার এডিটর করে দিবে। এর চেয়ে বেশি সুবিধজনক আর কি হয়।

4. Super Like

Super Like হচ্ছে এমন একটি ফিচার যার মাধ্যমে youtubar রা মনিটাইজেশন ও অ্যাড ছাড়াই ইনকাম করতে পারবে হাজার হাজার টাকা। সেটা কিছুটা এমন যে মনে করেন কোনো youtuber এর একটি ভিডিও আপনার কাছে খুব ভাল লাগল। তো আপনি চাচ্ছেন সেই youtubar কে কিছু টাকা বকশিস দিতে অথবা ডোনেট করতে। তাই ইউটিউবে Super Like এর যেই ফিচার টি চালু হবে সেটির মাধ্যমে আপনি সেই youtuber কে কিছু টাকা ডোনেট করতে পারবেন। এতে করে দেখা গেলো যে একটি ভিডিও তে যদি ১০০ টাকা করে ১ হাজার লোক ডোনেট করে তাহলে সেই ভিডিও তে youtuber এর আর্নিং ১ লক্ষ টাকা তাও আবার কোনো প্রকার অ্যাড ছাড়াই। এখন নিজেই বুঝে এটা কত ভালো একটি প্রসেস হতে যাচ্ছে।

5. Live Stream Business

আমরা বাঙালিরা অনেকেই ফেইসবুক পেইজ এ লাইভ স্ট্রিম করে থাকি প্রডাক্ট সেল করার জন্য। তবে আপনারা হয়তো অনেকেই জানেন না যে China ও Korea তে এক ধরনের Live Stream Business হয়ে থাকে যা আমাদের দেশের মতো নয়। ওদের স্ট্রিমিং টা কিছুটা আলাদা এবং বেশি হেল্পফুল হয়। ওদের স্ট্রিমিং টা কিছুটা এমন হয় যে লাইভ এই আলোচনা হয় এবং বায়ার লাইভেই কোনো প্রডাক্ট অর্ডার দেয়। এবং সেলার ও লাইভ এই সবার সামনেই প্রডাক্ট টি চেক করে প্যাকেজিং করে এবং লাইভে থাকা অবস্থা তেই তারা প্রডাক্ট টি পার্সেল এর জন্য রেডি করে রেখে দেয়।

ইউটিউবেও কিছুটা এমন বিজনেস প্লাটফ্রম হবার চেষ্টায় আছে। ইউটিউবেও প্রডাক্ট আপলোড করা যাবে রেট দেওয়া যাবে। এবং যাঁদের Shopify এর ওয়েবসাইট আছে তাঁরা তাদের ওয়েবসাইট ইউটিউবের সাথে কানেক্ট করলেই অটোমেটিক Shopify এর প্রডাক্ট গুলো ইউটিউব এ আপলোড হয়ে যাবে। এবং ইউটিউব e নিজস্ব পেমেন্ট সিস্টেম অ্যাড করা হবে। আপনি বিকাশ বা ব্যাংক থেকে থেকে YouTube এ টাকা ঢুকাতে পারবেন এবং সেই টাকা দিয়ে ইউটিউব থেকে কিছু কিনতেও পারবেন। শুধু প্রডাক্ট ই নয়, আপনি কোনো কোর্স বা সার্ভিস ও ক্রয় বিক্রয় করতে পারেন।

আমার আজকের পোস্ট টি এই পর্যন্তই রাখছি। আর আমার পোস্ট টি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার আমার ওয়েবসাইট টি ভিজিট করতে ভুলবেন না।
ওয়েবসাইট: https://10itbd.blogspot.com/?m=1

টুইটারেও চাইলে যোগাযোগ করতে পারেন আমি ফেসবুক এর চেয়ে বেশি এক্টিভ থাকি টুইটারে।
টুইটার: 1215maruf

The post ইউটিউবের আপকামিং ৫টি নতুন আপডেট! ইনকাম হবে আগের থেকে তিন গুণ বেশি! appeared first on Trickbd.com.

আমরা অনেকেই ইউটুব ভিডিওর লিংক বন্ধুদের শেয়ার করে থাকি।অনেক সময় আমরা কোনো ভিডিওর একটি অংশ বন্ধুদের দেখাতে চাই কিন্তু তাদেরকে ভিডিওর লিংক দেওয়ার পর অনেকসময় তারা ওই অংশ টি খুঁজে পায় না। তাই আজকে আমরা শিখবো কোনো নির্দিষ্ট অংশ সেলেক্ট করে কিভাবে ভিডিওর লিংক পাঠাবেন বন্ধুদের। 

 

প্রথমে আপনি যেই ভিডিওটি শেয়ার করতে চান সেটি ওপেন করুন

এবার এখানে Clip নামের একটি অপশন খুঁজে পাবেন।সেখানে ট্যাপ করুন।

 

উপরের ছবিতে চিহ্নিত করা স্থানে ট্যাপ করে আপনি যেই অংশটি পাঠাতে চান সেটি Select করুন।

এবার Description যেকোনো কিছু লিখুন

এখন Shere Clip এ ট্যাপ করুন

এখন আপনি এখান থেকে লিংক কপি করতে পারেন।এছাড়া আপনি চাইলে সরাসরি ফেসবুক মেসেঞ্জারে শেয়ার করতে পারেন।

 

আমরা এখন Google Chrome এ Link টি Open করে দেখবো

আমরা যেই অংশটি সেলেক্ট করেছিলাম সেটিই এখানে প্লে হচ্ছে।কেউ চাইলে নিচে Watch Full Video তে ট্যাপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে পারবে।

 

 

 

The post কিভাবে Youtube ভিডিওর কোনো নির্দিষ্ট অংশের লিংক শেয়ার করবেন? appeared first on Trickbd.com.