নিচে শুধু সেগুলোই দিয়েছি যেগুলো আমি দেখেছি এবং ভালো লেগেছে।
একা একা বোরিং সময় চলাকালীন সময়ে এইসব দেখে মন ফ্রেশ করতে পারেন।


1. Daredevil


এই ওয়েব সিরিজটা আমার সবচেয়ে প্রিয়। হৃদয় ছোয়া। 😇
অনেকেই হয়তো দেখেছেন। ডেয়ারডেভিল মুলত মারভেল কমিক্স এর একটি চরিত্র বা সুপার হিরো যে অন্ধ কিন্তু অন্যান্য সেন্স অতি বেশি যে সে স্বাভাবিক মানুষ চোখে যা দেখতে পায় না সে তা দেখতে পায় ( আই মীন অনুভব করা, শুকতে পারা, শুনতে পারা বা যাই বলেন)। যেমন একটি ১০ তালা বিল্ডিং এর ছাদ থেকেই বলে দিতে পারে যে মেইন গেটে কেউ আছে কিনা, তার গায়ে কী পারফিউম লাগানো। এমনকি আশে পাশের মানুষের হৃদপিন্ডের আওয়াজও শুনতে পারে তাই বুঝতে পারে কে কোথা দিয়ে আসছে বা কে সত্য মিথ্যা বলছে।
সুপার হিরো বলেই ভাববেননা যে এটা অন্যান্য সুপারহিরো মুভি বা টিভি শো এর মতো। এটা পুরো আলাদা। এই ওয়েবসিরিজ এর প্রত্যেকটা এপিসোড আপনাকে মুগ্ধ করবে।
আমাদের নায়ক কোনো সুপার ভিলেন এর সাথে লড়াই করে না এই সিরিজে, মাফিয়া বা সাধারণ ভিলেনদের সাথেই লড়াই করে। কিন্তু প্রত্যেকটা ফাইট সীন আপনাকে মুগ্ধ করবে। পুরো সিরিজের এক মিনিটও স্কীপ করতে মন চাইবে না।
আমাদের নায়ক প্রত্যেক ফাইটে মারে, মার খায়। পুরো রক্তাক্ত হয়ে মাঝে মাঝে রাস্তাঘাটে পড়ে থাকে, মাঝে মাঝে অনেক কষ্টে বাড়ি ফেরে, মাঝে মাঝে কেউ তুলে হাসপাতালে নিয়ে যায়। একদম বাস্তব জীবনে আমরা মারামারি করলে যেমনটা হবে, তেমন।

যাইহোক, প্লট টা বলি।
আমাদের নায়ক ছোট বেলায় এক এক্সিডেন্টে কেমিক্যাল চোখে ঢুকে অন্ধ হয়ে যায়। সেভাবেই নতুন ভাবে বড় হয়ে ওঠে নায়ক। অন্ধ হিসেবে। বড় হয়ে উকিল হয়। সে আর তার বন্ধু মিলে ল-ফার্ম খোলে। কিন্তু নায়ক যে ডেয়ারডেভিল তা কেউ জানে না, এমনকি তার বেস্ট ফ্রেন্ডও না। এভাবেই স্টোরি প্রোগ্রেস করে।
যা যা পাবেনঃ ভালোবাসা, রোমান্স, ওকালতি, একশন, থ্রিলার

Total 3 Seasons and 13 Episodes per Season

MEGA Download link: English + Hindi


2. Lucifer


এটার সম্পর্কে কম-বেশি সবার ধারণা আছে আশা করি। হয়তো কোনো মিম ভিডিও, মুভি ক্লিপ শো, টিকটক, ইউটিউব শর্টস বা কোথাও না কোথাও এর কোনো না কোনো সিন দেখেই থাকবেন।
যাইহোক, আমাদের নায়ক লুছিফার মুলত নরকের রাজা বা খুলে বললে নরকে যাওয়া ব্যক্তিদের যে শাস্তি দেয় সে। কিন্তু নায়ক সেখানে না থেকে পৃথিবীতে এসে বিলাসী জীবন কাটাচ্ছে।
আর নায়িকা হলো একজন পুলিশ অফিসার যে নায়কের সাথে পরিচিত হয় এক কেসের ইনভেস্টিগেশন করতে গিয়ে। কিন্তু নায়কের কথা শুনে আর দশটা মানুষের মতো সেও নায়ককে অবিশ্বাস করে। কিন্তু নায়ক সেটা প্রমাণের চেস্টাও করে না যে সে আসলেই ডেভিল। সে নায়িকা কে কেস সলভ করতে সাহায্য করে। এভাবেই স্টোরি প্রগ্রেস করতে থাকে।
আমার কাছে খুব ভালো লাগে এই সিরিজটি কিন্তু আপনি যদি একবার স্পয়লার দেখে ফেলেন তাহলে এই সিরিজটা আপনার কাছে একেবারেই দেখার ইচ্ছা জাগবে না। তাই আমি বলবো যে আপনি ইউটিউবে বা অন্য কোথাও স্পয়লার না দেখে শুরু থেকেই সিরিজটি দেখুন, মজা পাবেন।
এই সিরিজ বেশ বড়, আমার ই শেষ হয়নি। ৪র্থ সিজনে আমি। 😅
যা যা পাবেনঃ ভালোবাসা, রোমান্স, একশন, ফিকশন, থ্রিলার

Total 6 Seasons
Season 1: 13 Episodes
Season 2: 18 Episodes
Season 3: 26 Episodes
Season 4: 10 Episodes
Season 5: 16 Episodes(8+8)
Season 6: 10 Episodes

Download link: MEGA
Season 1-4 = English + Hindi
Season 5 i = English + Hindi [BoaBD]
Season 5 ii = English + Hindi
Season 6 = English + Hindi


3. Breaking Bad


আমাদের নায়ক বিবাহিত মিডেল এজ একজন রসায়ন শিক্ষক। কিন্তু কলেজ হতে পাওয়া বেতন দিয়ে তার সংসার আর দশটা সংসারের মতো চলে না। তাই সে পার্ট টাইম জবও করে সেটা দিয়েও তার চলে না। তার বন্ধু রা সবাই বেশ ভালো আর্নিং করে।
এভাবে নায়ক ডিপ্রেশনে পরে এবং আয় করার অন্য উপায় খোজে। একদিন নায়কের এক ছাত্রের ক্রিমিনাল ফেস দেখে ফেলে এবং জানতে পারে যে সে ড্রাগ তৈরী করে এবং তা বিক্রি করে ভালো উপার্জন করে। তাই নায়কও সেখানে যোগ দেয়। সে রসায়ন শিক্ষক তাই সে এতো পিওর ড্রাগ বানায় যে সেটার জন্য আগের চেয়েও ভালো দাম ও চাহিদা পায়। এটা নিয়ে মাফিয়া, পুলিশ বিভিন্ন স্ট্রেস্ফুল সিচুয়েশন দিবে আপনাকে এই সিরিজ।
যা যা পাবেনঃ রোমান্স, একশন, সাইন্স, থ্রিলার

MEGA link-
Season 1: English
Season 2: English
Season 3: English
Season 4: English
Season 5: English


4. Suits


আমাদের নায়ক একটা সুপার জিনিয়াস ছেলে। সে যাই পড়ে তা আর ভুলে না কখনো। কিন্তু তার পরিবার বলতে শুধু তার দাদী। আর তিনি কোনো কর্ম করেন না। নায়ক তাই হাইয়ার এডুকেশন চালাতে পারেনি। আবার তাকে কেউ চাকরীতেও নেয় না ডিগ্রী নেই বলে। কোনো উপায় না পেয়ে তার বন্ধুর সাথে ড্রাগ ডেলিভারি শুরু করে। পাশাপাশি আরেকটা কাজ করে, সেটা হলো অন্যের হয়ে এক্সাম দেয়। অনেকেই খ্যাত কলেজে ভর্তি হতে চায়, কিন্তু পারেনা বলে নায়ক কে ভাড়া করে তার হয়ে পরীক্ষা দিতে। এভাবেই নায়ক উপার্জন করে।
একদিন হঠাৎ ড্রাগ ডেলিভারি করতে গিয়ে এক ল-ফার্মে ঢুকে পরে সে এবং সেখানে এক উচ্চ মানের উকিল (২য় নায়ক), যে খুব এরোগ্যান্ট, সে তার সহকর্মী নির্বাচনের জন্য ইন্টারভিউ নিচ্ছিল। সেখানেই পরিচয় হয় দুই জনের। নায়কের বই এর জ্ঞান ঐ উকিল এর চেয়েও বেশি থাকে যে উকিল মুগ্ধ হতে বাদ্ধ হয় নায়কের ব্রিলিয়ান্সি দেখে। তারপর তাকে সে হায়ার করে। কিন্তু ২য় নায়ক বাদে ল-ফার্মের কেউ জানে না যে তার কোনো ডিগ্রী নেই। এভাবেই স্টোরি প্রগ্রেস করে।
আমি মাত্র ৩ সিজন দেখেছি। ৯টা সিজনের ই লিংক দিয়ে দিলাম।
যা যা পাবেনঃ ভালোবাসা, রোমান্স, ওকালতি, থ্রিলার

MEGA link S1-9: English


5. Money Heist


এটা এক অত্যন্ত জনপ্রিয় সিরিজ। আপনি যদি ওয়েব সিরিজ জগতের পুরাতন ফ্যান হয়ে থাকেন, তাহলে আমি নিশ্চিত এটা আপনি দেখেছেন। না দেখে থাকলে পোস্ট আর পড়ার দরকার নেই, এখনি দেখুন। এটা দেখা লাগবেই। 😅
নাম দেখেই বুঝছেন, এই কাহিনী মুলত চুরি-ডাকাতি করা নিয়ে। চুরি ও ডাকাতি একসাথে ঘটে এই মুভিতে এবং এতো সুন্দর ভাবে স্টোরি প্রগ্রেস করে যে আপনাকে সীট থেকে উঠতে দিবে না।
দেশের ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি করার জন্য প্রফেসর (মুল প্রোটাগনিস্ট) তাদের প্ল্যান অনুযায়ী। একটা টিম গঠন করে তাদের নিয়ে যারা সবাই ক্রাইমে জড়িত বা দরিদ্রতা নিয়ে বিরক্ত।
এটাই প্লট, এর বেশি যাই বলবোনে সেটাই স্পয়লার হয়ে যাবে। কারণ এর প্রতিটা সীন ই ভালো লাগবে আপনার।
ধাপে ধাপে আপনি সারপ্রাইজ পাবেন।
এই সিরিজ দেখে আপনি প্রফেসর চরিত্রের ফ্যান হতে বাধ্য হবেন। আর বার্লিন, আর টোকিও, আর…. থাম, ভাই। সবার পারফরমেন্স ই অসাধারণ।
যা যা পাবেনঃ ভালোবাসা, রোমান্স, একশন, রাজনীতি, থ্রিলার

MEGA link-
Season 1-4: Spanish + Hindi
Season 5 p1: English + Hindi
Season 5 p2: English + Hindi


6. The Good Doctor


অটিজম সম্পর্কে জানেন আশা করি। যাদের অটিজম থাকে তাদের অটিস্টিক বলে।
আমাদের এই সিরিজের নায়কও অটিস্টিক কিন্তু তার বিশেষত্ব হলো তার ফটোগ্রাফিক মেমরি৷ তার ব্রেন খুব শার্প হওয়ায় সে তার ডাক্তার হবার স্বপ্ন পূরণ করে সার্জন হয়। একজন অটিস্টিকও একজন পারফেক্ট সার্জন হতে পারে সেটা প্রমাণ করাই যেন এই সিরিজের কাজ। তো আমাদের নায়ক এর ডাক্তার জীবনের নিত্য নতুন সমস্যা, তার বিভিন্ন সমাধান, ভালোবাসা, সিদ্ধান্ত এসব নিয়ে গড়ে উঠেছে অসাধারণ এই সিরিজটি।
প্রতিটি পর্বই নতুন নতুন রোগ, রোগী দেখা যাবে। আপনার যদি বায়োলজিক্যাল জ্ঞান কমও থাকে, তবুও এই সিরিজ দেখে মনে হবে না যে মাথার উপর দিয়ে গেল। বরং প্রতি পর্বে আশ্চর্যজনক সব চিকিৎসা দেখতে যে এতো ভালো লাগতে পারে তা আমি আগে জানতাম না।
পাশাপাশি নায়কের নিত্য জীবন, নতুন কিছু শেখা, সমাজের সাথে নিজেকে মানিয়ে নেয়া, ভালোবাসা, বন্ধুত্ব সব কিছু পারফেক্ট। এই সিরিজ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, ডাক্তারি বিষয় না, আমাদের নিজেদের জীবন সম্পর্কে অনেক কিছু শেখার আছে। দেখুন মজা লাগবে।
যা যা পাবেনঃ ভালোবাসা, রোমান্স, লাইফ এক্সপ্লোরেশন

এখানে প্রতিটা পর্বের ডাউনলোড লিংক আলাদা আলাদা, ফোল্ডার আকারে নেই৷ তাই MLWBD লিংক দিয়েছি, স্ক্রিপ্ট দিয়ে স্কিপ করে নিয়েন।
আর নাহয় নিচ থেকে অনলাইন দেখুন, এটাই রেকমেন্ড করি।

Download Link:
Mlwbd Songlyric Link S1-3: English
Mlwbd Songlyric Link S4: English
Mlwbd Songlyric Link S5: English

Online watch link: English [Recomended]


7. Lupin


নায়ক যখন ছোট ছিল তখন তার বাবা র উপর একটি দামী নেকলেস চুরির অভিযোগে ফাসি দেয়া হয়, কিন্তু চোর ছিল তার বাবার সহকারী। অনাথ নায়কের সেটার প্রতিশোধ নিতেই এই ওয়েব সিরিজের কাহিনী। সে আরসেন লুপিন চরিত্রের খুব ভালো ভক্ত, নিজেকে তার মতোই ইনভালনারেবল করে গড়ে তোলে এবং সেই নেকলেস সে চুরি করতে সকল প্রস্তুতি। লুপিন দ্য ভদ্রচোর 😅
লুপিন চরিত্র সম্পর্কে বলি- আর্সেন লুপিন হলেন একজন কাল্পনিক ভদ্রলোক চোর এবং ছদ্মবেশে মাস্টার যিনি 1905 সালে ফরাসি লেখক মরিস লেব্লাঙ্ক দ্বারা তৈরি করেছিলেন।
আমাদের নায়ক এই সিরিজে Arsène Lupin, Gentleman-Thief বইটি পড়ে এই চরিত্র ধারণ করে। তাই সিরিজের নাম লুপিন দিয়েছে।
পুরোটা সিম্পল প্লট, কিন্তু জার্নি টা মজাদার, বিভিন্ন ধাপে আসা রিস্ক, মস্তিষ্কের ব্যবহার, আর অপ্রত্যাসিত টুইস্ট সবকিছুর দারুণ মিক্স।
যা যা পাবেনঃ হিস্টরি, ভালোবাসা, মিস্ট্রী

Downloads via BoaBD:
Season 1 p1: Hindi + English
Season 1 p2: Hindi + English

*আপনাদের কে সাজেস্ট করবো ব্রাউজার দিয়ে MEGA থেকে ডাউনলোড না করে App ব্যবহার করুন। এতে সুবিধা হলো আপনি নরমাল নেট স্পীডেও অনলাইন দেখতে পারবেন।

আজ এ পর্যন্তই।

গুড নাইট।

The post [WEB-Series] আমার পছন্দের ৭টি ওয়েবসিরিজ যা আপনাকে বোর করবে না [with Download Link] appeared first on Trickbd.com.

বিনোদন জগতের সাথে যারা জড়িত আশা করি তাদেরকে আর নতুন করে The Lord of the Rings এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই, বড় পর্দায় এটি বেশ জনপ্রিয়। এই সিরিজের তিনটি মুভি ক্রমান্বয়ে ২০০১, ২০০২ ও ২০০৩ সালে মুক্তি পায়। মুক্তি পাওয়ার পর এগুলো এতটাই জনপ্রিয় হয় যে এগুলো তৈরি করার ব্যায়ের তুলনায় ১০ গুণ বেশি আয় করে থাকে। এই মুভিগুলো প্রকাশ হওয়ার প্রায় ১৯ বছর পর এখন এগুলোর উপর নতুন করে ওয়েব সিরিজ তৈরি হয়েছে বা হচ্ছে। আর এই ওয়েব সিরিজ নিয়েই মূলত আমার আজকের এই টপিক।

আশা করি উপরোল্লিখিত তিনটি মুভি এর আগে দেখেছেন তাদেরকে আর বলে বুঝাতে হবে না যে এটি কোন ধরনের মুভি। যারা ঐ মুভিগুলো দেখেছেন তারা নিঃসন্দেহে এখন এটির উপর প্রকাশিত নতুন ওয়েব সিরিজ দেখতে বসে যাবেন। জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম অ্যামাজন এটি নতুন করে নতুন স্টোরির উপর ভিত্তি করে তৈরি করেছে। তারা ঘোষণা দিয়েছে এটি প্রায় ৫টি সিজন আকারে আলাদা আলাদা প্রকাশ করবে। এখন সিজন-০১ চলতেছে। এখন পর্যন্ত প্রায় দুইটি এপিসোড প্রকাশিত হয়েছে। আর দুইটি সিরিজের কাজ দেখে আমি খুবই বিস্মিত। একটি ওয়েব সিরিজ হিসেবে যে এইরকম কাজ করবে তা অকল্পনীয়। আপনি নিজে বিষয়টা দেখলে বুঝতে পারবেন।

The Rings of Power এর সংক্ষিপ্ত বিবরণঃ

নাম: The Lord of the Rings: The Rings of Power
অরিজিন: যুক্তরাষ্ট্র
ধরন: অ্যাডভেঞ্চার, নাটক, ফ্যান্টাসি
ভাষা: ইংরেজি ও হিন্দি সহ আরও অনেক ভাষা
মুক্তি: ০২ সেপ্টেম্বর ২০২২
ক্যাটাগরি: ওয়েব সিরিজ

The Rings of Power এর সিজন-০১ এর কাহিনী সংক্ষেপঃ

The Rings of Power এর প্রথম সিজনের A Shadow of the Past নাম রাখা হয়েছে। এখানে ডার্ক লর্ড মরগোথ পরাজিত হওয়ার পর, এলফ ফিনরড তার ভৃত্য সৌরনকে খুঁজতে গিয়ে মারা যায়। ফিনরোডের বোন গ্যালাড্রিয়েল অনুসন্ধান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ফোরডওয়েথের উত্তরের বর্জ্যভূমিতে একটি পরিত্যক্ত দুর্গ খুঁজে পান যা যেখানে সৌরনের চিহ্ন পাওয়া যায়। গ্যালাড্রিয়েল ও তার সঙ্গীরা এলভেনের রাজধানী লিন্ডনে ফিরে যান, বাদশাহ গিল-গ্যালাড মরগোথের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শেষ করার ঘোষণা দেন। তিনি গ্যালাড্রিয়েল এবং তার বাহিনীকে ভ্যালিনোরে যাত্রা করার জন্য সম্মান জানান। এদিকে তারা আবিষ্কার করে যে হর্ডেন শহরটি ধ্বংস হয়ে গেছে এবং সেখানে ব্রনউইনের ছেলে থিও সৌরনের চিহ্ন বহনকারী একটি ভাঙা তরোয়াল খুঁজে পায় তারা। ভ্যালিনোরের কাছে গ্যালাড্রিয়েল জাহাজ থেকে সান্ডারিং সাগরে ঝাঁপ দিয়ে সৌরনের সন্ধান করতে থাকেন। একই সময়ে দুটি কৌতূহলী হারফুট, নরি ব্র্যান্ডিফুট এবং পপি প্রাউডফেলো একটি উল্কা গর্তের ভিতরে একটি অদ্ভুত মানুষ আবিষ্কার করেন। আর এইভাবেই একে একে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে প্রথম সিজনের কাহিনীর শেষপ্রান্তে গিয়ে পৌছায়।









The Lord of the Rings: The Rings of Power এর সম্পর্কে জানার পর আশা করি আপনাদের এখন দেখার ইচ্ছে জেগেছে। তো আপনার যদি এই সিরিজটি দেখার ইচ্ছে হয়ে থাকে তাহলে এর হিন্দি ভার্সনের ডাউনলোড করতে এই https://tutorialbd71.blogspot.com/2022/09/the-rings-of-power-web-series-hindi-dubbing-dowanload-link-and-bangla-review.html লিংকে ক্লিক করুন।

The Lord of the Rings: The Rings of Power নিয়ে কিছু কথাঃ

The Lord of the Rings: The Rings of Power এটি একটি ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজটি তৈরি করতেছে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম অ্যামাজন। এটি তৈরির প্রক্রিয়া শুরু হয়েছিল আরো চার বছর আগে। এটি জে.আর.আর টলকিন এর মহাকাব্যের গল্পের উপর সিরিজ আকারে তৈরি করা হচ্ছে। হাজার বছর আগের ম পৃথিবীর বিভিন্ন ধরনের বসতি বিশেষ করে মধ্য পৃথিবীর দ্বিতীয় যুগটাকে তুলে ধরা হয়েছে। এটি প্রথমে দেখা শুরু করলে আপনি ধরতেই পারবেন না এটি কোন দিকে এগোচ্ছে। অর্থাৎ আগের মুভিগুলোর কাহিনীর সাথে মিলাতে পারবেন না। কারণ আগের মুভিগুলোতে কিছু কমন ক্যারেক্টার রয়েছে যেগুলোর সাথে আমরা পরিচিত। তবে গল্প যে গতিতে এগোচ্ছে আশা করা যায় সামনে অনেক নতুন নতুন ক্যারেক্টার বা চরিত্র যোগ হবে। তাই এর পুরো বিষয় বুঝতে হলে একে একে পুরো সিরিজ দেখতে হবে। পুরো সিরিজটি হিন্দি ভার্সনে দেখেত নিচের ডাউনলোড লিংক থেকে পর্ব আকারে ডাউনলোড করে নিন এবং উপভোগে করতে থাকুন।

আর এই ছিলো আমার আজকের টপিকের উপর তৈরি করা রিভিউ। যদিও রিভিউটি তেমন সুন্দরভাবে তুলে ধরতে পারিনি। কারণ এখন পর্যন্ত মাত্র এটির দুইটি এপিসোড প্রকাশিত হয়েছে। তাই যদি নিজে সবগুলি এপিসোড দেখতে পারতাম তাহলে হয়তো নিজের মতো করে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম। বিভিন্ন সাইটের উপর ভিত্তি করে মূলত রিভিউটি তৈরি করেছি। দেখতে থাকুন আশা করি আস্তে আস্তে পুরো বিষয়টি বুঝতে পারবেন।

আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।

সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন।

The post জনপ্রিয় The Lord of the Rings এর নতুন ওয়েব সিরিজ The Rings of Power এর সিজন-০১ হিন্দি ভাষায়। appeared first on Trickbd.com.

আসসালামুয়ালাইকুম প্রিয় TrickBD এর সকল সদস্যগণ

কেমন আছেন সবাই, আশা করি

আল্লাহর রহমতে ভালো আছেন।

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, তাই তো চলে আসলাম

নতুন এক পোস্ট নিয়ে, আজকের পোস্ট এর বিষয় বস্তু

হলো, বর্তমানে রিলিজ প্রাপ্ত English সিনেমা “Fall”

Ata ২০২২ সালে রিলিজ হয়📛

সিনেমা এর ধরন হলো দুর্ধর্ষ কর মুহূর্ত

রোমাঞ্চকর, এবং একশন থ্রিলার ধাঁচের

যা, একজন সিনেমা প্রেমী এর জন্য অবশ্যই দেখা উচিত😇😇

💘💘সিনেমা এর গল্প টা তাহলে জেনে আশা যাক💘💘

সিনেমা তে দেখা যায় , তিনজন বন্ধু সব সময় অ্যাডভেঞ্চার

পছন্দ করে, সব সময় দুঃসাহসিক অভিযান করে থাকে

তারা এইরকম অভিযান করতে করতে

অভ্যস্ত হয়ে গিয়েছে,, এক প্রকার নেশা এর মত হয়ে গেছে ওদের

একবার তারা একটা অভিযান এ তিন জন যায়, তাদের একজন

খুব বাজে ভাবে ৪০ তলা ভবনের থেকে পড়ে গিয়ে নিহত হয়😔😔

তারা বাকি ২ জন খুব বেশি ভেঙে পড়েছে কিছুতেই তারা

তাদের বন্ধুর মৃত্যু মেনে নিতে পারছে না,

তারা এই শোক কাটাতে আরেকটা অভিযান এ যায়, যেখানে

প্রায় ২০০০ ফুট উচু একটা টাওয়ার এ চড়ার চেষ্টা করে তারা,

এরপর তারা কি সেই টাওয়ার এ উঠতে পেরেছিল, বা তারা

কি তাদের বন্ধুর মত মারা গিয়েছিল

নাকি বেচেঁ ফিরতে পেরেছিল,

জানতে হলে সিনেমা টি দেখতে হবে।

এই সিনেমা তে অনেক সাহসিকতার এবং

অ্যাডভেঞ্চার রয়েছে,, যারা রহস্য রোমাঞ্চকর সিনেমা

পছন্দ করে তাদের জন্য বলা যায়

এই সিনেমা অনেক বেশি ভালো লাগবে।

সিনেমা টা আমার কোনো অংশে খারাপ লাগে নাই,

আশা করি আপনাদের সময় ভালো কাটবে সিনেমা টা দেখে,

আপনাদের দেখার জন্য

ডাউনলোড লিংক শেয়ার করে দিলাম

চাইলে দেখতে পারবেন,

এই যে লিংক,,

ডাউনলোড করতে ক্লিক করুন

তো বন্ধুরা এই ছিল বিস্তারিত, ধন্যবাদ সবাইকে

আমার পোস্টটি পড়ার জন্য।

দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে

আপনাদের মাঝে, ততক্ষণ সাথেই থাকবেন TrickBD এর

(বি. দ্রঃ আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ,,)

এই যে লিংক,,

আমার ইউটিউব চ্যানেল

আরও পড়ুনঃ Ps cc 2019 for Android

আরও পড়ুনঃ টাইগার মুরগির ঔষধের তালিকা | টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা

The post বর্তমান সময়ের জনপ্রিয় Fall movie এর লিংক নিয়ে নিন🔥🔥 appeared first on Trickbd.com.

আমরা কম বা বেশি অনেকেই Marvel এর মুভি দেখতে পছন্দ করে৷ আমি Marvel এর অনেক বড় একটা ফ্যান। আপনারা যারা নতুন Marvel এর মুভি দেখা শুরু করেন তারা অনেকেই জানেনা কোথায় থেকে দেখা শুরু করবে। অনেকেই শুরুতে সরাসরি End-Game লাফ দিয়ে চলে যান যার ফলে সবকিছু বুঝতে না পেরে মজা পাইনা।

এই পর্বে আমি শুধু Marvel এর সব মুভির রিলিজ ডেট অনুসারে ডাউনলোড লিংক দিবো৷ আর পরের পর্বে Marvel এর সব সিরিজ গুলা শেয়ার করবো।

✯ ━━━━━━ PHASE – 1 ━━━━━━ ✯

Movie Name : Iron Man (2008)

IMDB Ratings : 7.9 /10 – 1M

Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : The Incredible Hulk(2008)
IMDB Ratings : 6.6 /10 – 488k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Iron Man 2 (2010)
IMDB Ratings : 6.9 /10 – 808k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Thor (2011)
IMDB Ratings : 7 /10 – 839k
Genres : Action, Adventure, Sci-Fi, Fantasy
Language : Hindi & English
Download Link

Movie Name : Captain America: The First Avenger (2011)
IMDB Ratings : 6.9 /10 – 835k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : The Avengers (2012)
IMDB Ratings : 8.0 /10 – 1.4M
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link
༺━━━━━━━━━━━━━༻

✯ ━━━━━━ PHASE – 2 ━━━━━━ ✯

Movie Name : Iron Man 3 (2013)
IMDB Ratings : 7.1 /10 – 840k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Thor: The Dark World (2013)
IMDB Ratings : 6.8 /10 – 675k
Genres : Action, Adventure, Sci-Fi, Fantasy
Language : Hindi & English
Download Link

Movie Name : Captain America: The Winter Soldier (2014)

Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Guardians Of the Galaxy Vol.1 (2014)
IMDB Ratings : 8 /10 – 1.2M
Genres : Action, Adventure, Sci-Fi, Comedy
Language : Hindi & English
Download Link

Movie Name : Avengers: Age of Ultron (2015)
IMDB Ratings : 7.3 /10 – 851k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Ant-Man (2015)
IMDB Ratings : 7.3 /10 – 657k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

༺━━━━━━━━━━━━━༻
✯ ━━━━━━ PHASE – 3 ━━━━━━ ✯
Movie Name : Captain America: Civil War (2016)
IMDB Ratings : 7.8 /10 – 774k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Doctor Strange (2016)
IMDB Ratings : 7.5 /10 – 730k
Genres : Action, Adventure, Sci-Fi, Fantasy
Language : Hindi & English
Download Link

Movie Name : Guardians Of The Galaxy Vol.2 (2017) Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link 

Movie Name : Spider-Man: Homecoming (2017)
IMDB Ratings : 7.4 /10 – 645k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Thor: Ragnarok (2017)
IMDB Ratings : 7.9 /10 – 735k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Black Panther (2018)
IMDB Ratings : 7.3 /10 – 745k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Avengers: Infinity War (2018)
IMDB Ratings : 8.4 /10 – 1.1M
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Antman and the Wasp (2018)
IMDB Ratings : 7 /10 – 393k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Captain Marvel (2019)
IMDB Ratings : 6.8 /10 – 550k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Avengers: Endgame (2019)
IMDB Ratings : 8.4 /10 – 1.1M
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Spider-Man: Far From home (2019)
IMDB Ratings : 7.4 /10 – 480k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

༺━━━━━━━━━━━━━༻
✯ ━━━━━━ PHASE – 4 ━━━━━━ ✯
Movie Name : Black Widow (2021)
IMDB Ratings : 6.7 /10 – 367k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Shang-Chi and the Legend of the Ten Rings (2021)
IMDB Ratings : 7.4 /10 – 370k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Eternals (2021)
IMDB Ratings : 6.3 /10 – 330k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Spider-Man : No Way Home
IMDB Ratings : 8.3 /10 – 718k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Doctor Strange in the Multiverse of Madness
IMDB Ratings : 7 /10 – 379k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Thor: Love and Thunder (2022)
IMDB Ratings : 6.7 /10 – 176k
Genres : Action, Adventure, Comedy
Language : ENGLISH & Hindi
Download Link

♦Coming Soon…

➼ Black Panther 2
➼ Captain Marvel 2
➼ Ant-Man 3 (TBA)
➼ Black Panther 2 (TBA)
➼ Blade (TBA)
➼ Captain Marvel 2 (TBA)
➼ Guardians of the Galaxy 3 (TBA)
➼ Fantastic Four (TBA)
➼ Untitled Mutants movie (TBA)


লেটেস্ট মুভি সহ যেকোনো মুভির ডাউনলোড লিংক এর জন্য ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন৷


The post রিলিজ ডেট অনুসারে Marvel এর সকল মুভির ডাউনলোড লিংক appeared first on Trickbd.com.

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।


গত ১৫ সেপ্টেম্বর চরকি অ্যাপ এ নির্মাতা রায়হান রাফি এর নতুন একটি ওয়েবসিরিজ “নিঃশ্বাস” মুক্তি পেয়েছে, রিলিজের কিছুক্ষণ এর মধ্যে ঝড়ের মতো তুমুল আলোচনায় চলে এসেছে।

কি আছে এই ওয়েব সিরিজে যে, মানুষ এর এত বেশি আকর্শন:

আমরা প্রায় সকলেই জানি, রায়হান রাফি একজন গুণী নির্মাতা যা তার কাজ এর মাধ্যমেই প্রকাশ পায় যেমন কিছুদিন আগেই তার পরান সিনেমা নিয়ে তুলনামূলক ভাবে ব্যাপক জনপ্রিয়তা পান রায়হান রাফি। এইবার তিনি নিঃশ্বাস ওয়েব সিরিজ এর মাধ্যমে সেই জনপ্রিয়তা কে আরো বাড়িয়ে তুললেন।

কি আছে এই নিঃশ্বাস ওয়েব সিরিজে:

এই সিরিজে আমরা নার্স চরিত্রে দেখতে পায় তাসনিয়া ফারিন
তিনি নার্স নীপা এর চরিত্রে অভিনয় করেছেন। মূলত এই ওয়েব সিরিজটি একটি হাসপাতাল কেন্দ্রীক। যেখানে দেখা যায় একজন বাবা তার মেয়ের জন্য অপেক্ষায় আছেন, একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে আছেন দীর্ঘ অপেক্ষা নিয়ে, দেখা যায় তাদের প্রায় সকলের অবস্থায় অনেক করুন।


তাদেরকে দেখে মনে হচ্ছিল নার্স মানে তাসনিয়া ফারিন তাদের কে খুশির সংবাদ দিবেন যা শুনে তাদের সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের আপন জন এর কাছে চলে যাবেন, কিন্তু যদি এমন হয় এই নার্স নীপা তাদের সমস্ত খুশিকে এক নিমেষে শেষ করে দিবে তখন কি হবে?

মূলত এই হাসপাতাল এ দেখা যায় যে কয়েকজন মানুষ এর বেচেঁ থাকার লড়াই চলছে ডাক্তার রাও চেষ্টা করছেন তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে। কিন্তু সমস্ত ঘটনা মুহূর্তেই পরিবর্তন ঘটে যায়
অতর্কিত ভাবে, কিছু মুখোষধারি হামলাকারী এসে হাসপাতালে অসংখ্য গোলাগুলি করে, এবং বিধ্বংসী হামলা চালিয়ে যায়

সবাই যখন এই অবস্থায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এই ধ্বংসযজ্ঞ এর থেকে একজন রুখে দাঁড়ায়, এবং শত্রুর মোকাবেলা করতে থাকে, একদম শ্বাসহৃদ্ধকর পরিস্থিতি হয়ে দাড়ায়।
তারা কি পারবে এই তীব্র ধ্বংস যজ্ঞের হাত থেকে নিজেদের রক্ষা করতে নাকি শত্রুর কাছে পরাজিত হবে । দেখতে হলে চরকি তে দেখতে হবে রায়হান রাফি এর নিঃশ্বাস ওয়েব সিরিজ

এক প্রকার অসম্ভব থ্রিলার আর সাসপেন্সন এ ভরপুর এই নিঃশ্বাস ওয়েব সিরিজ। যা আপনার সময় টা নষ্ট করবে না।
তাই, দেরি না করে চরকি অ্যাপ এ এখনি দেখে ফেলুন রায়হান রাফি এর “নিঃশ্বাস”

বি .দ্রঃ বাংলাদেশী সিনেমা, ওয়েব সিরিজ এর পাইরেসি করা সম্পূর্ন বেআইনি। যা কপিরাইট আইন লঙ্ঘন করে, সুতরাং লিংক দেওয়া সম্ভব না। আপনারা ৫০ টাকা খরচ করে চরকি অ্যাপ এ দেখুন কারণ আপনারা যদি হেল্প না করেন তাহলে বাংলাদেশী কোনো সিনেমা বা সিরিজ ঘুরে দাঁড়াতে পারবে না, তাই আসুন সবাই লিংক না খুজে চরকি অ্যাপ এ দেখি এই জনপ্রিয় সিরিজ টি

ধন্যবাদ জানাই সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য। যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ,,

এই যে লিংক,,

আমার ইউটিউব চ্যানেল

The post কেমন ছিল চরকি এর নিঃশ্বাস ওয়েবসিরিজ!! appeared first on Trickbd.com.

Intro

আসসালামু আলাইকুম। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনার সঙ্গে আমার দেখা সবচেয়ে ভালো দুটা রোমান্স এনিমে সম্পর্কে কথা বলব। আশা করি আপনাদের ও ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

 

(ভয়েস টাইপিং করা হয়েছে যদি কোন বানান ভুল হয়ে যায় , ক্ষমার দৃষ্টিতে দেখবেন)

 

(পর্যাপ্ত পরিমাণে স্ক্রিনশট পোস্টের শেষে দেওয়া আছে)

 

 

এনিমে ক্যাটাগরি : রোমান্স ⤵

আমি যদি বলি সবচেয়ে ভালো রোমান্স এনিমে সিরিজ‌ এই দুটি তাহলে ভুল হবে। আপনি বলতে পারেন আমার দেখা সবচেয়ে ভালো রোমান্স এনিমে সিরিজ এই দুটা। কারন এখনো অনেক এনিমি আছে যা আমি দেখিনি। যদি আপনি গুগলে সার্চ করেন সবচেয়ে ভালো রোমান্স এনিমে সিরিজ, আপনার কাছে অনেক বড় একটা লিস্ট দিয়ে দিবে। যা আপনার মন মত নাও হতে পারে।

 

এইজন্য আমি বাছাই করে আপনাদের সামনে তিনটা রোমান্স এনিমে সিরিজ নিয়ে আসলাম।

আমার দেখা সবচেয়ে ভালো রোমান্স ক্যাটাগরির ‌এনিমে সিরিজ এই দুটা বাদ দিয়ে আরও একটা আছে। এটা আমি লিস্টের অন্তর্ভুক্ত করেনি কারণ এটা অনেক এডাল্ট । আর এডাল্ট কোন কিছু ট্রিকবিডিতে শেয়ার করার পারমিশন নেই। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মেইন পোস্ট শুরু করা যাক।

 

⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵

Attention please

আমি সিরিজ গুলোর কাহিনীও তুলে ধরব, কোন এপিসোড বা ভিডিও এর ক্ষেত্রে আপনি যদি আগেই এর মূল কাহিনী জেনে থাকেন, তাহলে আপনার ভিডিওটি ভালো না লাগতে পারে,

তাই আমি সাজেস্ট করব এনিমি সিরিজ গুলো এর কাহিনী না পড়তে।

 

⤴⤴⤴⤴⤴⤴⤴⤴⤴⤴⤴

 

 

  • 1. Shikimori’s not jast a quite

 

বিবরণী :

এই সিরিজটির একটি সিজন আছে। নিচে সিরিজটির বর্ণনা দেওয়া হল।

 

Type: TV

Studio: Doga Kobo

Date aired: Apr 10, 2022 to Jul 10, 2022

Broadcast: Sundays at 02:00 JST

Status: Completed

Genre: Comedy, Martial Arts, Romance, School, Shounen, Slice of Life, Iyashikei

Country: Japan

Scores: 6.96 by 140,703 reviews

Premiered: Spring 2022

Duration: 23 min

(সংগ্রহকৃত)

 

 

 

কাহিনী:———

 

এই এনিমেশন সিরিজটিতে Yuu Izumi হাই স্কুলে পড়েন। এবং তার সাথে একের পর এক দুর্ঘটনা হয়ে যায়। পরিস্থিতি যতই স্বাভাবিক হোক না কেন যদি কোন দুর্ঘটনা হয় সেটা তার সাথেই ঘটবে। তিনি মনে করেন এটা তার ভাগ্যের দোষ। এটা কেউ পরিবর্তন করতে পারবে না। কিন্তু মিচন শিকিমোরির আসার পর সবকিছু পাল্টে গেছে। তার যেকোনো সমস্যায় সে বাধা হয়ে দাঁড়ায়, এবং তাকে উদ্ধার করে আনে। সে মিচন শিকিমোরির ভরসা তে সে স্কুলের দ্বিতীয় ইয়ারে ওঠে। যেন সে মিচন শিকিমোরির এর সাথে আরো বেশি সময় কাটাতে পারে।মিচন শিকিমোরি অনেক স্মার্ট এবং খেলাধুলার কাজকর্মে পারদর্শী। তাই ক্লাসের অনেক জনপ্রিয় মিচন শিকিমোরি। অপরদিকে Yuu Izumi একজন সাধারণ স্টুডেন্ট। যে সব সময় অনেক ধস্তাধস্তির মধ্য দিয়ে যায়। মিচন শিকিমোরি তাকে প্রত্যেক দুর্ঘটনা থেকে রক্ষা করে। এবং একটুও ব্যথা পেতে দেয় না, সে যত বড়ই দুর্ঘটনা হোক না কেন।মিচন শিকিমোরি “Yuu Izumi”‌ এর জীবনে আসার পর থেকে তার জীবনটা পাল্টে যায়। এবং সে অনেক ভালো অনুভব করতে থাকে। তার দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারতো কারণ , মিচন শিকিমোরি যখন ছোট ছিলেন তখন তার ভাইয়ের সঙ্গে ক্যারাতে শিখতেন। এবং বড় হয়ে ক্যারাতে বাদ দিয়ে হাইস্কুলে ভর্তি হন। এটাই ছিল এই সিরিজের মূল কাহিনী।

 

 

 

 

2. TONIKAWA: OVER THE MOON FOR YOU (Tonikaku kawai)

 

বিবরণী : এটির একটি সিজন আছে। নিচের সিরিজটির বর্ণনা দেওয়া হলো

 

Type: TV

Studio: Seven Arcs

Date aired: Oct 03, 2020 to Dec 19, 2020

Broadcast: Saturdays at 01:05 JST

Status: Completed

Genre: Comedy, Romance, Shounen, Slice of Life, Iyashikei

Country: Japan

Scores: 7.91 by 348,598 reviews

Premiered: Fall 2020

Duration: 23 min

(সংগ্রহকৃত)

 

 

 

কাহিনী:——-

এখানে মূল যে ক্যারেক্টারটি দেখতে পাই তা হচ্ছে “নাসা ইউজাকি” তার নামের প্রথমে নাসা থাকার কারণে তাকে সবাই ঠাট্টা করে। কারণ নাসা সংস্থাটি মহাকাশ নিয়ে‌ গবেষণা করে । কার ভাগ্যে কখন কিভাবে কেউ বলতে পারেনা, আমরা দেখি ইউজাকি নাসা রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছিল। এবং রাস্তার বিপরীত পার্শ্বে অনেক সুন্দর একটি মেয়ে ছিল। সে তখন সেটা দেখছিল। এবং সেটা দেখতে দেখতে হঠাৎ সে একটা ট্রাকের নিচে পড়ে যায়।

তখন মেয়েটি তাকে বাঁচাতে ঝাঁপ দেয়। তখন মেয়ে দিও অনেক চোট পায়। এবং ছেলেটি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকি। তখন মেয়েটির প্রথম ছেলেদের সঙ্গে কথা বলে। এবং ট্রাক ওয়ালাকে বলে একটি অ্যাম্বুলেন্স ডেকে আনতে। আর তখন মেয়েটি চাঁদের আলো বরাবর সোজা চলে যায়।নাসা ইউজাকি তার রক্তাক্ত শরীর নিয়ে মেয়েটির পেছনে যায়। তখন সে মেয়েটিকে দেখতে পায় । এবং সেখানে যায়, নাসা ইউজাকি তাকে বন্ধু হওয়ার প্রস্তাব দেয়। তখন মেয়েটি বলে শুধুমাত্র বিয়ে করলেই তার বন্ধু হবে। এবং তার পরের তিন বছর মেয়েটিকে আর কোনো খুঁজে পাওয়া যায় না। এবং তারপরে হঠাৎ এসে বিয়ে করে এবং একসঙ্গে থাকতে শুরু করে। এখানে তাদের দাম্পত্য জীবনের কাহিনী তুলে ধরা হয়েছে। এই ছিল এই অ্যানিমেশন সেজটির এর মূল কাহিনী। পুরোটা বল্লে পোস্টটা অনেক বড় হয়ে যাবে। তাই আর বড় করতেছিনা আমি।

 

 

 

ডাউনলোড করার নিয়ম: 

 

আপনারা যারা এনিমে ফ্যান তারা সবাই জানে কিভাবে ডাউনলোড করতে হয়। তবুও আমি নিচে লিঙ্ক দিচ্ছি। আপনাদের সুবিধার্থে জাপানিজ এবং ইংলিশ ডাব দুটার লিংক দিচ্ছি।

 

 

 

1 shikimori

 

জাপানিজ: (subspace) Click here to Download

ইংলিশ ডাব:(gogoanime) Click here to watch and download

 

YouTube : (see)(এই প্লেলিস্টে সব এপিসোডেই আছে, সাথে অতিরিক্ত কিছু আছে, থাম্বেল এ এপিসোড নাম্বার দেওয়া আছে, সেটা ফলো করে দেখতে পারেন।) Click here to watch and download in YouTube

 

 

 

 

2 tonikaku

 

জাপানিজ:( animekaizoku)(অ্যাড ব্লক ইউজ না করলে অনেক অ্যাড থাকতে পারে। এখানে .zip আকারে বারোটা ep একসঙ্গে (batch) এবং আলাদা আলাদা করে দেওয়া আছে।)

Click here to Download

ইংলিশ ডাব: (gogoanime)

Click here to watch and download

 

Bangla Subtitles : Bangla Subtitles by subscene

( Subtitle যদি ভিডিওর সঙ্গে না মেলে তাহলে একটু সামনে এবং পিছনে করে ঠিক করে নিবেন।)

 

Screenshot

(স্কিনশট গুলো গুগল বা কোন ধরনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হয়নি। এটা সরাসরি ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে)

 

Shikimori:

 

  • Gt



 

 

Tonikaku kawai:

 

 

 

তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোন পোস্ট, সে পর্যন্ত ট্রিকবিডি এর সাথেই থাকুন, যদি আরও এনিমে সংক্রান্ত পোস্ট চান তাহলে কমেন্ট করতে পারেন।

 

ধন্যবাদ

The post আমার দেখা 2 টা best romance anime series.(Full details) appeared first on Trickbd.com.

এই এনিম নিয়ে ফুল পোস্ট করা হয়নি, তাই করলাম এবং একটি পরিপূর্ণ পোস্ট বানানোর চেস্টা করেছি। এখানে আজ আমি নারুটো ও এর ইউনিভার্স, সিরিজ এর রিভিউ ও সাথে ওয়াচ অর্ডার ও ডাউনলোড লিংক দিবো।

নারুটোঃ
নারুটো খুবই বিখ্যাত এক মাঙ্গা সিরিজ যেটা জাপানিজ লেখক ও চিত্রকর মাসাশি কিশিমটো (Masashi Kishimoto) দ্বারা লেখা ও চিত্রিত হয়েছে। এই সিরিজ দুই ভাগে বিভক্ত- প্রথম ভাগে নারুটোর ১৩ বছর বয়স এর পুর্ব পর্যন্ত কাহিনী নিয়ে এবং দ্বিতীয় ভাগে নারুটোর ১৫ বছর বয়সের ও পরের কাহিনী নিয়ে।
এই মাঙ্গা কে থেকে এনিম এডাপশন ডিরেক্ট করেছেন হায়াতো ডাটে (Hayato Date) এবং পাইরট (Pierrot) স্টুডিও। আরো অনেকের নাম আছে, সব লিখতে বসলে ট্রিকবিডি উইকিপিডিয়া হয়ে যাবে। 😅

প্লট ও ইউনিভার্সঃ
প্রত্যেক সুপারন্যাচারাল (কাল্পনিক বা অবাস্তব) গল্পের জগত কে আলাদা এক ইউনিভার্সে বসানো হয়, কারণ সেটার সাইন্স ও পরিবেশ আলাদা হয়। নারুটো যে ইউনিভার্সে বসানো হয়েছে, সেই ইউনিভার্সে মানুষকে জাতি ভেদে আলাদা করা হয়, আর জাতি ভেদ করা হয় তাদের বিভিন্ন ক্ষমতা ভেদে। প্রত্যেকের চাক্রা(chakra) আছে, যেটাকে অক্সিলিয়ারি এনার্জি বলা যেতে পারে যেটা মানব দেহে অবস্থান করে। আর জাতির ভেদাভেদ আছে বলেই যুদ্ধ আছে। আর শান্তি অর্জন করাই সকল জাতির উদ্দেশ্য। কিন্তু একেক জনের কাছে একেক ভাবে সংজ্ঞায়িত হয়েছে শান্তি, ফলে এই যুদ্ধ। এভাবেই যুগের পর যুগ চলে আসছে যুদ্ধে, আর এর মধ্যে আবার একদল লোক রয়েছে যারা ক্ষমতা লোভী।

মুল চরিত্রঃ
আমাদের এ গল্পের মুল নায়ক অবশ্যই নারুটো। সে কনোহা ভিলেজ এর বাসিন্দা এবং সে ছোটবেলাতেই তার মা-বাবা হারিয়েছে। আর নারুটো যখন শিশু ছিল তখন নারুটোর শরীরের মধ্যে একটা হিংস্র দানব নয় লেজবিশিষ্ট শেয়াল কে বন্দি করে রাখা হয়, কারণ সেটা গ্রাম ধ্বংস করে দিতে পারতো। আর ঐ প্রসেসে ততকালীন হকাগে(Hokage- গ্রাম প্রধান কে হকাগে বলা হয়) এর মৃত্যু হয়। এজন্য গ্রামের সকলে নারুটো কে ভয় পায়, নারুটোকে ঘৃণা করে, তাদের মতে নারুটোর জন্যই ঐ গ্রাম প্রধানের মৃত্যু হয়েছে। তার সাথে কেউ মেশে না, বন্ধু হতে চায় না। আবার পাশাপাশি নারুটোর কয়েকজন শুভাকাঙ্ক্ষীও আছে।

আমার রিভিউঃ
নিঞ্জা স্কুল ও তাদের মধ্যে আমাদের নারুটোর এতো হিংস্র প্রানীকে নিজের মধ্যে নিয়ে বেড়ে ওঠা, বন্ধু বানানোর চেস্টা, তার ক্রাশকে পটানোর বিরামহীন চেস্টা, মাঝে মাঝে অবাক করে দেয়ার মতো নারুটোর বুদ্ধিমত্তার প্রভাব ও মাঝেমাঝে তার খুব বড় বোকামি, এর মাঝে কমেডি ও স্যাডনেস এর এক দারুণ কম্বিনেশন আছে, যেটার ফলে এক পর্ব দেখলে আরো দেখতে মন চাইবে। এপিসোড শেষ হওয়ার দিকে আপনাকে অনেক সাসপেন্স দিবে দিবে যে পরের পর্ব দেখার আগ্রহ বাড়বে। কিছু কিছু পর্ব আপনাকে ভীত করে তুলবে, একই সাথে তৃপ্তি দিবে।
তবে একেবারে ফ্ল-লেস বলবো না। এমন কিছু সময় আসবে যখন আপনার কাছে বোরিং লাগবে। কিন্তু, একটু বিরতি নিলে দেখবেন আবার আপনার দেখার আগ্রহ আসবে।

স্পয়লার ছাড়া কথা রিভিউ দেয়ার মজা নাই। 😐 তাই আর লিখলাম না।

জানি অনেকের কাছে এডিক্টিভ হতে পারে। তাই বলে এতো গুলো এপিসোড ও মুভি – সব একদিনে শেষ করার কথা ভাববেন না (এটা সম্ভব নয়, তবুও কথার কথা বললাম)।

ফিলার এপিসোড কী?
– ফিলার এপিসোড গুলো সেই সকল এপিসোড, যে গুলো মূল কাহিনীতে কোনো প্রভাব ফেলে না। অর্থাৎ, আপনি যদি ফিলার এপিসোড বাদ দিয়ে দেখেন, তাহলে মুল যে গল্প সেটার থেকে গুরুত্বপূর্ণ কোনোকিছু বাদ পড়বে না।
তবে আমি সেগুলো বাদ দিয়ে দেখার রেকমেন্ড করছিনা। বরং ফিলার এপিসোডও অনেক মজার হয়, বিনোদন পাওয়া যায় বা প্রিয় ক্যারেক্টারকে আরো বেশি স্ক্রীনপ্লে তে দেখা যায়, যা তৃপ্তিকর। তবে ফিলার এপিসোড সেগুলোকেই বিশেষ করে মার্ক করা হয়, যা অনেকসময় আমাদের বোর করে দেয়।
আর যেগুলো “Worth-watching” ফিলার এপিসোড লেখা, সেগুলোও বাদ দিলে সমস্যা নেই, কিন্তু সেগুলো দেখা উচিৎ। সেগুলো দেখে বোর হবেন না, এইটুকু শিওর দিতে পারি।

তো, নিচে আমি Watch Order দিলাম। নারুটো সিরিজ ও মুভিগুলো এই ধাপে ধাপে দেখলে দেখে মজা পাবেন এবং পুরো কাহিনীর কোনো অংশই বাদ পড়বে না।
[এগুলো আমার বানানো না, ফোরাম থেকে কালেক্ট করা]



1. “Naruto” episodes 1-101

Link:

Google Drive



2. “Naruto The Movie: Ninja Clash in the Land of Snow”

Link:

Youtube



3. “Naruto” episodes 102-160

Link:

Google Drive



4. “Naruto The Movie: Legend of the Stone of Gelel”

Link:

GoGoAnime



5.”Naruto” episodes 161-196

Link:

Google Drive



6. “Naruto The Movie: Guardians of the Crescent Moon Kingdom”

Link:

GoGoAnime



7. “Naruto” episode 197-220

Link:

Google Drive

Filler episodes: 7, 9, 14-16, 18-21, 23-24, 27-30, 37-41, 43-47, 49, 52-60, 63, 66, 69-72, 74, 83, 98, 100, 112-114, 126-127, 130-131, 141-142, 220

Worth-watching filler episodes: 26, 97, 101-106, 136-140, 143-219

এটা শেষ হলো নারুটোর প্রথম পর্ব। এবার ২য় পর্ব অর্থাৎ নারুটো শিপ্পুডেন।



1. “Naruto Shippuden” episodes 1-23

Link:

Google Drive



2. “Naruto Shippuden the Movie”

Link:

Youtube



3. “Naruto Shippuden” episodes 23-70

Link:

Google Drive



4. “Naruto Shippuden the Movie: Bonds”

Link:

GoGoAnime



5. “Naruto Shippuden” episodes 70 – 121

Link:

Google Drive



6. “Naruto Shippuden the Movie: Inheritors of the Will of Fire”

Link:

Youtube



7. “Naruto Shippuden” episodes 121-169

Link:

Google Drive



8. “Naruto Shippuden the Movie: The Lost Tower”

Link:

Youtube



9. “Naruto Shippuden” episodes 169-221

Link:

Google Drive



10. “Naruto Shippuden the Movie: Blood Prison”

Link:

Youtube



11. “Naruto Shippuden” episodes 221-271

Link:

Google Drive



12. “Naruto Shippuden the Movie: Road to Ninja”

Link:

Youtube



13. “Naruto Shippuden” episodes 271 – 493

Link:

MEGA



14. “The Last: Naruto the Movie”

Link:

Youtube



15. “Naruto Shippuden” episodes 493 – 500

Link:

MEGA

Filler episodes: 1-19, 24-25, 45, 49-50, 54, 56, 71, 89-90, 112, 115, 127-128, 213, 254, 296, 324, 327-328, 330-331, 338, 346, 362, 385-386, 415, 419, 426, 451-458, 460-462, 469, 471-472, 478-479

Worth-watching filler episodes: 57-70, 91-111, 144-151, 170-171, 176-196, 223-242, 257-260, 271, 279-281, 284-295, 303-320, 347-361, 376-377, 388-390, 394-413, 416-417, 422-423, 427-450, 464-468, 480-483

এপর্যন্ত ই।

আশা করি নতুন যারা দেখা শুরু করছেন, তাদের কাজে লাগবে।

আর যারা শুরু করেন নি, এখন ই শুরু করুন দেখা। 🙂

The post Naruto সম্পূর্ণ সিরিজ ও মুভি গুলো দেখার সঠিক অর্ডার ও ডাউনলোড লিংক (English-Dub) appeared first on Trickbd.com.

আস্সালামুআলাইুম…
হ্যালো বন্ধুরা !
আমি ছাদিকুর রহমান,কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের সাইটের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ! আর আশা করব আমাদের প্রতিতে পোস্ট আপনাদের কাছে ভাল লাগবে?

আপনারা যারা ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার আছেন অথবা ব্লগিং করতে ইচ্ছুক তাদের জন্য Tweethost.Com দিচ্ছে কম দামে দারুন হোস্টিং অফার 🔥

১ বছরের জন্য 👎

👉 মাত্র ৫৫০ টাকায় ২ জিবি ওয়েব হোস্টিং সাথে ১ টি .XYZ ডোমেইন একদম ফ্রি।

✅ ২ জিবি হোস্টিং প্যাক এ যা থাকছে
🔘 2 GB NVMe SSD Web Hosting
🔘 Unlimited Bandwith/Month
🔘 Free .𝗫𝗬𝗭 Domain
🔘 Host 2 Website
🔘 Unlimited Unlimited Webmail
🔘 Unlimited Sub Domain
🔘 5 Databases
🔘 Lifetime Free SSL
🔘 LiteSpeed Web Server
🔘 One Click Installer (Softaculous)
🔘 SitePad Website Builder
🔘 Control Panel: cPanel

✅ ডোমেইন ফিচার
১) পেমেন্ট কম্পিলিট হবার পর ইনস্টান্ট একটিভ হবে।
২) ফুল কন্ট্রোল প্যানেল যার মাধ্যমে যেকোনো সময় ডোমেইন নেমসার্ভার/হুইজ ইনফো চেন্জ করতে পারবেন।
৩) এবং আপনি চাইলে যেকোনো সময় আপনার ডোমেইনটি অন্য কম্পানিতে ট্রান্সফার করতে পারবেন।

অর্ডার করতে ভিজিট করুন,
২ জিবি হোস্টিং প্যাকেজ

আমি একটি অর্ডার করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন –
প্রথমে এই লিংক এ যানTweet Host

তারপরে বাটনে ক্লিক করে দিন।

তারপরে Continue বাটনে ক্লিক করে দিন।

এবার এরকম একটা পেজ আসবে ওখানে ক্লিক করুন এবং Annually করে দিন।

এবং কন্টিনিউ করে দিন।

এখন সবগুলো মার্ক দিয়ে Continue করুন

এখন চেক আউট করুন

ব্যাস কাজ শেষ ।

এবার Complete Order এ ক্লিক করে invoice এ দেয়া নাম্বারে পেমেন্ট করার ৫ মিনিট – ১ ঘন্টার ভিতর আপনার ডোমেইন হোস্টিং একটিভ করে দেওয়া হবে। এবং সাথে সম্পূর্ন প্যনেল পাবেন।

পেইমেন্ট করার আগে

এবং পেইমেন্ট করে কল করার ৫ মিনিট পরে Full active


5GB NVMe SSD Web Hosting = ৮২০ টাকা/প্রথম বছর
10GB NVMe SSD Web Hosting = ১২৯৯ টাকা/ প্রথম বছর

কিছু কথা:-

TweetHost.Com অনেক বিশ্বস্ত একটা ডোমেইন হোস্টিং প্রোভাইডর। তারা প্রায় 1 বছর যাবত ডোমেইন এবং হোস্টিং সার্ভিস প্রদান করতেছে। আপনি চাইলে তাদের অন্য সার্ভিসগুলোও ব্যবহার করতে পারেন!
তারা সবসময় সাপোর্ট টিকেট এবং তাদের ফেজবুক পেজের মাধ্যমে লাইভ চ্যাটে কাস্টমারদের সহযোগিতা করে থাকেন।

বি: দ্র: এখানে কোন কম্পানিকে নিয়ে প্রোমোশন পোস্ট করা হয়নি । আমি তাদের 5 টি সার্ভিস টি ইউজ করেছি, তাদের সার্ভিস যথেষ্ট ভালো । তাই আপনারকে অফার টি সম্পর্কে জানানোর জন্য এই পোস্ট ।।

তো এই ছিলো আজকের পোস্ট ঘরে থাকুন সুস্থ থাকুন।
ধন্যবাদ

The post ২ জিবি হোস্টিং কিনেই পেয়ে যান ফ্রি .XYZ ডোমেইন , কম দামে সেরা হোস্টিং প্যাকেজ 🔥🔥 appeared first on Trickbd.com.

আজকে আমরা শিখব কিভাবে Javascript এর Array এর মধ্যে নতুন  Element Add করবেন।

 

প্রথমেই কথা বলা যাক, Array এর মধ্যে কেন নতুন Element Add করা প্রয়োজন?

Array এর মধ্যে সাধারণত আমরা অনেকগুলো Data একসাথে Store করতে পারি।উদাহরণস্বরূপ কোনো স্কুলের স্টুডেন্ট এর মার্ক বা কোনো কোম্পানির প্রোডাক্ট লিস্ট।মনে করুন, আপনি একটি Function বানালেন যেই Function টি call করার মাধ্যমে পুরোনো Array তে নতুন Element Add করবেন।ধরুন, আপনি চান আপনার কোম্পানি তে কোনো নতুন প্রোডাক্ট অ্যাড করবেন এই Function টি Call করার মাধ্যমে।সেক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে।এছাড়াও আরও অনেক কাজেই Array তে নতুন Element Add করার প্রয়োজন হয়।

কিভাবে Add করবেন নতুন Element?

প্রথমেই আমরা একটি Array বানিয়ে নিয়েছি এবং তা প্রিন্ট করেছি।

Console এ Array টি প্রিন্ট করার পর দেখতে পাচ্ছেন ওই কয়েকটি সংখ্যাই আছে যেগুলো Array তে ছিলো।

এখন আমরা Array তে নতুন সংখ্যা যোগ করেছি।এটা করতে use করতে হবে push method।প্রথমে আপনার Array এর নাম লিখে সেখানে push method use করে আপনার নতুন Element টি pass করলেই সেটি Array তে Add হয়ে যাবে।যেমন:

{{array name}}.push({{new element}});

এখন আমরা নতুন Array টি প্রিন্ট করেছি।

এখন দেখুন Array তে নতুন Element Add হয়ে গেছে।

 

আজকের Tutorial এই পর্যন্তই।আসা করি ভালো লাগবে।

 

 

 

The post কিভাবে Javascript Array এর মধ্যে নতুন Element Add করবেন? appeared first on Trickbd.com.

আসসালামু আলাইকুম
এর আগে দেখিয়েছিলাম
কিভাবে আপনার সাইটের জন্য ফ্রি ডমেইন নিবেন
আজকে বলবো আপনার ওয়েবসাইটের জন্য ফ্রিতে আনলিমিটেড হোস্টিং নেওয়ার সবচাইতে উপযোগী সাইট কোনটি?
হুম আজকে এরকম একটি সাইটের নাম বলবো যেই সাইটে সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড হোস্টিং নিতে পারবেন।
যেখানে রয়েছে সকল ধরনের সুবিধা।
ফ্রি আনলিমিটেড সাভ ডোমেইন।
ইজি কন্ট্রোল প্যানেল।
ইজি ওয়ার্ড প্রেস ইন্সটল।
ইত্যাদি আরো অনেক রকমের সুবিধা।
কি কি সুবিধা পাচ্ছেন নিচের স্ক্রিনশট দেখেই বুঝা যাবেন

তো বন্ধুরা, যাদের আনলিমিটেড হোস্টিং এর প্রয়োজন। তারা এই সাইটটি থেকে আনলিমিটেড পোস্ট সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন।
প্রথমে এখানে
clickকরুন। নিচের স্ক্রিনশট এর মত প্রথমে আপনার জিমেইল তারপর আপনার পাসওয়ার্ড। পাসওয়ার্ডটি সর্বনিম্ন ৬ অক্ষরের হতে হবে। তারপর নিচের টিক ক্লিক করুন

google ক্যাপচ পূরণ করতে পারলে গুগল ক্যাপচা পূরণ করুন।
দেখুন জিমেইল ভেরিফাইয়ের কথা বলছে । অর্থাৎ তারা আপনাকে একটি gmail ভেরিফাই লিংক দিয়েছে আপনার জিমেইলে।
দেখুন জিমেইলে একটি ভেরিফাই লিংক এসেছে ভেরিফাই লিংকে ক্লিক করুন ।

রেজিস্টার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন পোস্টিং নেওয়ার পালা।

ভেরিফাই লিংকে ক্লিক করার পর নিচের স্ক্রিনশট এর মত দেখবেন। Create new এ ক্লিক করুন।
প্রথমে একটি নাম দিন । মনে রাখবেন এখানে যেই নামটি দিবেন সেই নামেই আপনাকে এই সাইটের ডোমেইন রেজিস্টার করতে হবে। আর আপনি যদি আগে ডমেন রেজিস্টার করে রাখেন তাহলে ডোমাইনের নামে এখানে নাম দিন।
তারপর নিচের স্ক্রিনশটের মত সিলেক্ট করুন
এবং free domain সিলেক্ট এবং টিক চিহ্নে ক্লিক করুন।

ব্যাস হোস্টিং রেজিস্টার্ড হয়ে গেছে।
নিচের স্ক্রিনশট দেখুন।

আজ এই পর্যন্তই পরবর্তী পোস্টে আশা করি আরো প্রয়োজনে একটি টিপস নিয়ে আসব।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

The post [🔥 🔥 🔥 🔥]ফ্রি আনলিমিটেড হোস্টিং নেওয়ার সবচাইতে সেরা সাইট। appeared first on Trickbd.com.