আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।

গেমস নিয়ে এ পর্যন্ত অনেকগুলো পোস্টই আমি করেছি। আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। বিভিন্ন Categories এর গেমস নিয়ে আমি পোস্ট করেছি।

তাই ভাবলাম এবারে ভালো কিছু Shooting Games নিয়ে পোস্ট করা যাক। এখানে কিছু গেম সম্পর্কে হয়তোবা আপনি জেনে থাকবেন। আবার কিছু গেমস সম্পর্কে আপনার কোনো ধারনাও থাকবে না। আবার সবগুলো গেমই আপনি জেনে থাকতে পারেন অথবা না-ও জানতে পারেন।

যারা জানেন না বরাবরের মতোই আমি তাদের জন্যেই লিখি। তাই কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

এই পোস্টটি অবশ্যই যারা Shooting + Sniping Type Games পছন্দ করেন তাদের জন্যেই করা। সবগুলো গেমের Concept কিন্তু একই। কিন্তু ভিন্নতা আছে এদের স্টোরিলাইন, গেমপ্লে, গ্রাফিক্স ইত্যাদিতে।

তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক।

13) Game Name : Sniper Honor

Game Developer : 707 INTERACTIVE : Fun Epic Casual Games

Game Size : 98 MB

Required OS : 5.0+

Game Type : Offline

Game Released Date : January 18, 2019

Game Version : 1.9.1

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ১ লক্ষ ১০ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.1 ★।

গেমটিতে আপনি শুরুতেই একটি স্টোরিমোড দেখতে পারবেন। গেমটি খেলতে যাওয়ার সময় আপনি একটি Tamil অথবা Bollywood মুভির feel পাবেন 😆😂

কারন গেমটিতে এত দূর থেকে Sniper Shooting করে যে আপনাকে এমনই Feel দিবে। গেমটিতে Sniper Gun গুলোকে অনেক বেশি Zoom করা যায়।

১০ বিল্ডিং দূরের ঘরের ভিতর পর্যন্ত Zoom করে আপনাকে দেখাবে যা আমার কাছে বেশ মজার লেগেছে। গেমটির গ্রাফিক্সও বেশ ভালো। আপনি গেমটিতে Slow Motion Shot ও করতে পারবেন।

এখানে Rifle, Shotgun, Pistols এর অনেক ভালো Collection দেখতে পারবেন। গেমটিতে প্রত্যেকটি লেভেলে আলাদা আলাদা লোকেশন এবং Target/Characters দেখতে পারবেন।

গেমটি সম্পূর্ণ অফলাইন এবং এত কম সাইজের ভিতরে গেমটি আপনাকে অনেক কিছুই অফার করছে। আমি সাজেস্ট করবো গেমটির Mod version ডাউনলোড করে খেলতে।

এখানে Zombie Shooting Action ও দেখতে পারবেন। গেমটির আরো অনেক ফিচার আছে। আপনি নিজে খেললেই বুঝতে পারবেন।

গেমটির কিছু স্ক্রিনশটসঃ

 

12) Game Name : Sniper Shooting Offline Games (developer এর নাম দেখে নিবেন)

Game Developer : GAMEXIS

Game Size : 44 MB

Required OS : 4.4+

Game Type : Offline

Game Released Date : April 9, 2019

Game Version : 12.2

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ৫ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ২ লক্ষ ১৬ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.0 ★।

গেমটি অনেক কম সময়েই অনেক বেশি ডাউনলোড ক্রস করতে পেরেছে। ২০১৯ সালের গেম হিসেবে এত কম সাইজের ভিতরে আপনি অনেক ভালো একটি গেম পাচ্ছেন।

গেমটির গ্রাফিক্স আমার কাছে বেশ ভালো লেগেছে বিশেষ করে এত কম সাইজের ভিতরে এত সুন্দর গ্রাফিক্স খুব কমই দেখা যায়।

গেমটির Characters + Guns + Skins + Shooting Effects + Animation + Control + Gameplay সবকিছুই আমার কাছে অনেক ভালো লেগেছে।

আমি অবশ্যই সাজেস্ট করবো গেমটির Mod version download করে খেলার জন্য। কারন গেমটিতে আপনি অনেক Upgrades পাবেন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

11) Game Name : Pure Sniper

Game Developer : Miniclip.com

Game Size : 104 MB

Required OS : 5.1+

Game Type : Offline

Game Released Date : November 15, 2021

Game Version : 500124

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

প্লে-স্টোরে গেমটি ডাউনলোড হয়েছে ৫০ লক্ষাধিকবারেরও বেশি এবং গেমটি রিভিউ করা হয়েছে ২ লক্ষ ২৭ হাজার+ বার আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★।

100 MB এর ভিতর আপনি অনেক ভালো গ্রাফিক্স + গেমপ্লে পাচ্ছেন। গেমটির Characters + Guns + Skins + Shooting Effects + Animation + Control + Gameplay সবকিছুই আমার কাছে অনেক ভালো লেগেছে।

গেমটিতে আপনি Slow Motion এ Shoot করতে পারবেন। গেমটিতে আপনি বিভিন্ন ধরনের Guns, Pistols, Bullets, Grenades পেয়ে যাবেন।

গেমটিতে আপনি বিভিন্ন ধরনের Location + Characters পেয়ে যাবেন। গেমটির Gun shooting control বেশ Smooth। গেমটিতে আপনি ৪০০ এরও অধিক Mission পেয়ে যাবেন।

গেমটি রেগুলার আপডেট করে নতুন নতুন Missions, Events, Guns ইত্যাদি নিয়ে আসা হচ্ছে।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

10) Game Name : Sniper Legacy

Game Developer : T-Bully

Game Size : 96 MB

Required OS : 4.1+

Game Type : Offline

Game Released Date : April 15, 2019

Game Version : 1.07.7

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

এটি একটি ভিন্ন ধরনের গেম। আগের Sniper গেমগুলোর মতো Same Concept এ তৈরি হলেও গেমটির মূল Concept অন্যান্য গুলোর থেকে একটু ভিন্ন।

এখানে আপনি Jurassic World এর Adventure এর স্বাদ পাবেন। আপনাকে বিভিন্ন ধরনের Dinosaurs দেরকে Shoot করে Game টিতে Mission Complete করতে হবে।

গেমটিতে আপনি T-Rex থেকে শুরু করে বিভিন্ন ধরনের Dinosaur গুলো দেখতে পারবেন। মজার ব্যাপার হলো আপনি যদি কোনো হিংস্র Dinosaur যেমন T-Rex কে Shoot করেন তখন সেটি আপনার দিকে তেড়ে আসবে।

কিছুটা বাস্তবিক Feel দেয়। অন্যান্য গেমগুলোর থেকে এই গেমটা বেশি মজার + Addictive। Mod version টি অবশ্যই ডাউনলোড করে খেলবেন। কেননা এখানে বিভিন্ন ধরনের Guns, Skins, Upgrades আছে।

গেমটিতে আপনি Story Mode ও পাবেন। আরো একটি কথা তো বলাই হয়নি। গেমটিতে আপনি X-Ray Vision পাবেন। সেটির মাধ্যমে Dinosaur এর ভিতরের Lungs, Liver, Heart ইত্যাদি দেখতে পারবেন আর সে জায়গায় Shoot করতে পারবেন।

বাকীগুলো যদি ভালো না লাগে তবে এই গেমটি অবশ্যই খেলে দেখবেন। আমার কাছে অসাধারন লেগেছে গেমটি।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

09) Game Name : Sniper Strike

Game Developer : Mobile Gaming Studios, LTD

Game Size : 131 MB

Required OS : 5.0+

Game Type : Offline

Game Released Date : November 27, 2017

Game Version : 500111

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৫ লক্ষ ৩০ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.3 ★।

গেমটির গ্রাফিক্স এক কথায় অসাধারন। গেমটিতে কোনো Detail এর কোনো ঘাটতি নেই। সমুদ্রের উত্তাল ঢেউ থেকে শুরু করে Slow Motion, Explosion, Enemy Running প্রত্যেকটা Detail ই অনেক সুন্দর ভাবে গেমটিতে দেওয়া আছে।

বাকীগুলোর থেকে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই গেমটি আমার। কেননা 100 MB এর ভিতরে এর চেয়ে ভালো Sniping Game আমি পাইনি। এখানে সবকিছুই আমাকে Gameloft এর Modern Combat Series এর Feel দিয়েছে।

গেমটি Guns Collection + Graphics + Control + Gameplay + Skin + Character + Slow Motion সব দিক দিয়েই অসাধারন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

08) Game Name : Sniper Fury

Game Developer : Gameloft

Game Size : 34 MB (ভেতর থেকে 1 GB+ Data Download হবে)

Required OS : 5.0+

Game Type : Online/Offline

Game Released Date : December 2, 2015

Game Version : 6.2.2a

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

Gameloft এর গেম মানেই ভিন্ন কিছু। তাই না? অনেক পুরোনো একটি গেম। গেমটির ভালো মন্দ দুটি দিকই রয়েছে। সবকিছু নিয়েই আলোচনা করবো। ধৈর্য্য থাকলে পড়ুন। না হলে স্ক্রিনশট তো আছেই।

গেমটির সবচেয়ে ভালো দিক হলো এর কন্ট্রোল। হ্যাঁ, এখানে আপনি Smoothly Control করতে পারবেন আপনার Sniper Gun। তবে গেমটির যে দুটি জিনিস আমার কাছে ভালো লাগেনি সেগুলো হচ্ছে এর Graphics + Gameplay।

Helio G35 Processor এও এই গেমটি Lag দিচ্ছিলো এবং এর গ্রাফিক্স আমার কাছে একটুও ভালো লাগেনি। আমি জানি Helio G35 কোনো গেমিং প্রসেসর না। তবে আমি প্রচুর গেম খেলেছি এই প্রসেসর দিয়ে।

তাই আমি জানি কোন গেম কেমন পারফর্ম করবে। আমার ধারনা আছে। তবে এই গেমটি একটুও ভালো পারফর্ম করতে পারেনি। গেমটির গ্রাফিক্সও আহামরি কিছু না।

আর গেমপ্লে তে লেগের দেখা পেয়েছি মোটামোটি। তবে চালিয়ে নেওয়ার মতো। কিন্তু আরো একটা বিষয় আমার কাছে ভালো লাগেনি সেটি হচ্ছে এই গেমের শুরুতে 1 GB+ Data Download হয়।

গেমটিতে আমি 1 gb+ data download হওয়ার কোনো মানেই দেখিনি। যেখানে অন্যান্য গেমে 100-500 mb এর ভিতরেই অনেক ভালো ভালো জিনিস Offer করে সেখানে এই গেমে Special কিছুই নেই।

গেমটি গত ফেব্রুয়ারী মাসে লাস্ট আপডেট করা হয়। Gameloft এর মতো এতো ভালো কোম্পানিগুলোও যদি এমন গেম বানায় যেখানে মনে হয় কোনো Noob developer গেম বানিয়েছে প্রথমবারের মতো।

তবুও কি ২০২২ সালে এসেও যদি এমন কিছু দেখতে হয় তবে সেটা কোম্পানির উপর খারাপ ইমপ্রেশন পড়বে এটাই স্বাভাবিক।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ৫ কোটিবারেরও বেশিবার এবং রিভিউ করা হয়েছে ১০ লক্ষাধিকবারেরও বেশি এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 3.8 ★ যা আমার কাছে স্বাভাবিকই মনে হয়েছে।

এর চেয়েও ভালো গেম এখন পাওয়া যায় অনেক কম সাইজে। কেউ যদি গেমটি খেলে দেখতে চান তবে খেলে দেখতে পারেন আমি নিচে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখে নিবেন।

তাহলে কেন আমি লিস্টে রেখেছি গেমটাকে? আপনি প্লে-স্টোরে গেলে দেখতে পারবেন বেশিরভাগ রিভিউতেই গেমটির গ্রাফিক্স নিয়ে প্রশংসা করা হয়েছে। হয়তোবা আমারই ভালো লাগেনি। তাই ভাবলাম আপনাদের মতামতের উপর গুরুত্ব দিতে।

এখন আপনি চাইলে খেলতে পারেন। Playstore এ অনেক বেশি ডাউনলোড হয়েছে এবং জনপ্রিয় হওয়ায় sniper games এর ভিতরে top rank করে। তাই গেমটি এড না করে থাকতে পারলাম না।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

07) Game Name : AWP Mode : Online Sniper Action

Game Developer : Azur interactive games limited

Game Size : 400 MB

Required OS : 5.0+

Game Released Date : November 20, 2019

Game Version : 1.8.0

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

আগের গেমটি থেকে এই গেমটিকে আমার কাছে অনেক ভালো লেগেছে। Azur Interactive কোম্পানি অনেক ভালো ভালো গেমস Offer করছে।

যেমনঃ Modern Strike Online, Infinity OPS, Pixel’s Unknown Battlegrounds, World War Heroes, KUBOOM 3D সহ মোট ৩৬টি গেম তাদের Playstore এ এখন পর্যন্ত Available আছে।

বেশিরভাগ গেমই বেশ জনপ্রিয় এবং well developed। এই গেমটির ক্ষেত্রেও তাই। গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ১ লক্ষ ২৬ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.4 ★।

গেমটির গ্রাফিক্স + কন্ট্রোল + গেমপ্লে আমার কাছে বেশ ভালোই লেগেছে। এখানে বিভিন্ন ধরনের Map & Location আছে। সাথে Cool Skins, Upgrades, Weapons, Armor, Character সবকিছুই পেয়ে যাবেন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ


06) Game Name : Sniper 3D

Game Developer : Fun Games For Free

Game Size : 136 MB

Required OS : 4.4+

Game Type : Offline

Game Released Date : November 13, 2014

Game Version : 3.45.3

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

শুরুতেই বলে দিই এই গেমটি প্লে-স্টোরে ৫০ কোটিবারেরও বেশি ডাউনলোড হওয়ার মাইলফলক ক্রস করে ফেলেছে। গেমটি প্লে-স্টোরে রিভিউ করা হয়েছে ১ কোটি ৫০ লক্ষবারেরও বেশি এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★।

গেমটির গ্রাফিক্স আপনাকে মুগ্ধ করবেই। কেননা Simple এর ভিতরে অনেক সুন্দর গ্রাফিক্স, কন্ট্রোল ও গেমপ্লে এই গেমটি অফার করে। এছাড়াও নতুন নতুন যেসব Sniping Games তৈরি করে পাবলিশ করা হচ্ছে সেগুলো এই গেমের Basic Concept এর উপরই Based করে বানানো হচ্ছে।

এই গেমটির জনপ্রিয়তাই প্রমান করে একটি গেম সুন্দরভাবে ডেভেলপ করা হলে মানুষ সেটা পছন্দ করবেই আর গেমের কোম্পানির নামই যে সবকিছু নয় সেটাও এই গেম প্রমান করে।

যাই হোক, গেমটি আপনি mod version খেললে বেশি মজা পাবেন। এই গেমটিতে প্রত্যেকটি Mission এর জন্য আলাদা আলাদা Characters + Location আপনি দেখতে পাবেন।

একটি ভালো Sniping Game এ যে যেসব গুনাবলি থাকা উচিত তা সবই আপনি পাবেন এখানে। গেমটি নিয়মিত আপডেট করা হচ্ছে এবং নতুন নতুন অনেক কিছুই এড করা হচ্ছে।

গেমটির কন্ট্রোল + গেমপ্লে আপনাকে মুগ্ধ করবে। কারন যেকোনো ডিভাইসেই আপনি স্মুথলি গেমটিকে Enjoy করতে পারবেন।

গেমটিতে আপনি ১৫০ টিরও বেশি Sniper Rifles এবং অন্যান্য Weapons পেয়ে যাবেন। এখানে মোট ৬টি আলাদা আলাদা গেমমোড হয় অনেক কিছুই পেয়ে যাবেন।

এখানে আপনি Slow Motion Effect সহ অনেক ধরনের ফিচারই দেখতে পাবেন। Gun Skin + Character Design গুলো অনেক সুন্দরভাবে করা হয়েছে গেমটিতে।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

05) Game Name : Hitman Sniper

Game Developer : SQUARE ENIX LTD

Game Size : 637 MB

Required OS : 4.1+

Game Type : Offline

Game Released Date : Jun 3, 2015

Game Version : 1.7.193827

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

এই গেমটি সম্পর্কে হয়তোবা অনেকেই জানেন। গেমটি Mobile Gamer দের কাছে বেশ জনপ্রিয় একটি গেম।

প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৮ লক্ষ ৮৯ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.3 ★।

গেমটিতে আপনি 16 টি Unique Guns, 150 টি Missions + 10 টি ভিন্ন ভিন্ন Contracts, Zombie Killing সহ প্রচুর Gameplay modes পেয়ে যাবেন যা আপনাকে একটুও বোরিং Feel করাবে না।

গেমটির গ্রাফিক্স অন্যান্য গেমের তুলনায় এক কথায় অসাধারন। গেমটির গেমপ্লে + কন্ট্রোলও অনেক ভালো। প্রায় যেকোনো ডিভাইসেই অনায়াসেই স্মুথলি গেমটি খেলতে পারবেন।

আপনার একটি High End Android Device যে থাকতে হবে এমনটা না। আমি গেমটি অনেক পুরোনো ডিভাইসেও খেলে দেখেছি। অনেক ভালোভাবেই গেমটি খেলা যায়।

আমি সাজেস্ট করবো গেমটির Mod version খেলতে। তা না হলে গেমটির আসল মজা উপভোগ করতে পারবেন না। কারন গেমটিতে অনেক Upgrades আছে যা unlimited money না হলে কিনতে পারবেন না।

প্রত্যেক মিশনেই আপনার আপগ্রেডস এর প্রয়োজন পড়বে। তাই mod ছাড়া খেলতে ভুলবেন না যেনো। আমি mod version পাওয়ার ৩ টি সাইটের নাম বলে দিয়েছি।

আমি Rexdl থেকে ডাউনলোড করেছি। সেখানে ভিন্ন ধরনের mod পেয়েছি। এখানে আপনি গেমে ঢুকলে মনে হবে mod টা কাজ করেনি।

তবে আসলে বিষয়টা এমন না। এখানে Mod ঠিকই আছে। mod টা আসলে একটু ভিন্নভাবে কাজ করে যা একটু মজারও। আপনি যতবারই money spend বা খরচ করবেন ততবারই আপনাকে সমপরিমান টাকা এড করে দিবে গেমটিতে।

এভাবে আপনি কখনোই টাকার অভাবে পড়বেন না গেমটিতে। মোডটি আসলেই খুব মজার। এমন mod অনেক গেমেই পাওয়া যায়। অনেকে হয়তোবা এটা নিয়ে জানেন না। যারা জানেন না তাদের জন্যেই জানিয়ে রাখলাম।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

04) Game Name : Lonewolf

Game Developer : FDG Entertainment GmbH & Co.KG

Game Size : 66 MB

Required OS : 5.0+

Game Type : Offline

Game Released Date : February 05, 2016

Game Version : 1.2.90

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

গেমটিতে শুরু থেকে শেষ পর্যন্ত যে সুন্দর একটি স্টোরিলাইন আছে তাতে আপনাকে একের পর এক টুইস্ট ও রোমাঞ্চকর অনুভূতি প্রদান করবে।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড হয়েছে মোট ১ কোটি বারেরও বেশি। গেমটির প্লে-স্টোরে রিভিউ সংখ্যা ৪ লক্ষ ৮৬ হাজার ছাড়িয়েছে। গেমটির রেটিং দাড়িয়েছে 4.6 ★।

রেটিং দেখেই হয়তোবা বুঝে গিয়েছেন গেমটি কতটা ভালো। আমার দেখা One of the best sniper game। এখানে Sound Effects + Soundtrack সবকিছু এত সূক্ষ্ম ও সুন্দরভাবে দেওয়া আছে যে আপনাকে মুগ্ধ করতে বাধ্য।

গেমটিতে ২০ টির উপর Weapons আছে যেগুলো আপনি Upgrade & Collect করতে পারবেন। তবে Mod version ব্যবহার করলে একবারেই সবকিছু কিনে ফেলতে পারবেন। কোনো সমস্যা হবে না।

গেমটিতে আরো আছেঃ

✔ ৫ ঘন্টার উপরে খেলার মতো Story Mode

✔ ৩০ টি Mission

✔ হাতে আকা Cutscenes

✔ ২০ টিরও বেশি Weapons

✔ Realistic Weapon Sound and Recoil যা আপনাকে বাস্তবিকভাবে বন্দুকের গুলির আওয়াজের স্বাদ দিবে।

✔ ১ ডজন Mini-games

✔ অনেকগুলো shooting Ranges প্র‍্যাকটিস করার জন্যে।

✔ Trophy Room যাতে 40 টিরও বেশি Trophy আছে।

যেহেতু গেমটির সাইজ খুবই কম তাই আপনাকে তেমন High Level এর মোবাইল লাগবে না। গেমটি আপনি যেকোনো মোবাইলেই আরামে খেলতে পারবেন।

আমি অবশ্যই গেমটি Recommend করবো বিশেষ করে গেমটির স্টোরিমোড এর কারনে। আপনাকে প্রত্যেক Mission এ টুইস্ট দিবে। আপনি যতই Level Up করবেন এবং নতুন নতুন Missions Unlock করা শুরু করবেন ততই আপনার Difficulty Level Hard হতে থাকবে।

অসাধারন একটি গেম। সকলের জন্যেই Recommended থাকবে কারন এত কম সাইজের ভিতরে এমন Masterpiece খুব একটা পাওয়া যায় না।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

03) Game Name : V4

Game Developer : NEXON Company

Game Size : 97 MB (ভিতর থেকে 3 GB+ Data Download হবে)

Required OS : 5.0+

Game Version : 1.30.422908

Game Released Date : July 22,2020

Game Link : Playstore

NEXON Company কে তো আপনারা চিনেনই। যারা Darkness Rises গেমটি খেলেছেন তারা অবশ্যই এই কোম্পানিকে চিনে থাকবেন।

কারন NEXON Company টিই Darkness Rises গেমটিকে তৈরি করেছে। এই কথাটা বলার কারন আস্তে আস্তে বুঝে যাবেন যদি পোস্টটি মনোযোগ দিয়ে পড়েন।

শুরুতেই বলে দিই গেমটির গ্রাফিক্স আপনাকে নিরাশ করবে না। MMORPG হিসেবে গেমটি আপনাকে একটি Normal Rpg গেমেরই স্বাদ দিবে। তবে এখানে আপনি অনেক Details পাবেন।

NEXON Company আর Darkness Rises দুটির কথা Mention করার কারন হলো এই গেমের Playstore এর Rating।

গেমটিকে প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১০ লক্ষাধিকবারেরও বেশি এবং গেমটিকে রিভিউ করা হয়েছে ৬৪ হাজার+ বার। কিন্তু গেমটির রেটিং Playstore এ দেখতে পাবেন 3.3 ★।

তাহলে এতো বাজে রেটিংওয়ালা গেম কেন সাজেস্ট করলাম? গেমটি তৈরি করেছে NEXON Company। আপনারা যারা Darkness Rises Game টি খেলেছেন তারা অবশ্যই জানেন গেমটির গ্রাফিক্স ও গেমপ্লে কতটা ভালো।

কোম্পানির নাম মেনশন করলাম এই কারনে যে আপনারা দ্বিধায় পড়ে যাবেন না যে আমি যেকোনো একটা Random Game Pick করে পোস্ট লিখে ফেলেছি। আবার NEXON Company এর গেম বলেই যে গেমটা ভালো হবে তাও না।

কিন্তু গেমটির রেটিং আমার কাছে অনেক কম বলেই মনে হয়েছে। গেমটি At least 4 ★ Deserve করে। কেন এই কথা বলছি?

শুরুতেই বলি Character Customization এর কথা। গেমটির Character Customization অনেক ভালো RPG Game হওয়ায়। গেমটিতে আপনি অনেক কিছুই করতে পারবেন। Character থেকে শুরু করে প্রচুর Tweaks Change করতে পারবেন।

এখানে অনেক বড় Open World Map আছে Travel করার মতো। আপনি যদি প্লে-স্টোরে এখন গিয়ে গেমটির রিভিউ দেখেন Average এর হিসাবে তখন দেখতে পাবেন এর 5-4 ★ Rating ই বেশি। আর রিভিউ গুলো পড়লেই বুঝতে পারবেন গেমটি আসলে যতটা Deserve করে ততটা পাচ্ছে না।

তাই এই গেমটিকে লিস্টে রেখেছি। এখানে অনেক ধরনের Options পাবেন খেলার জন্যে যার কারনে এখানে Details এর পরিমান বেশি হওয়ায় আপনি কিছুটা অগোছালো Screen দেখতে পারেন।

তবে সেগুলো Change করতে পারবেন সমস্যা নেই। অনেক কিছু থাকায় আর অগোছালো Screen থাকায় গেমটি অনেকের কাছেই ভালো লাগেনি।

তবে গেমটির গ্রাফিক্স + কন্ট্রোল + গেমপ্লে সবকিছুই ভালো। এতে কোনো সন্দেহ নেই। তাই গেমটি সাজেস্ট করবো তাদেরকে যারা সবকিছুই Try করে দেখতে চান। মানে এক জায়গায় বসে থাকেন না।

আপনার যদি wifi থাকে তবে গেমটিকে একবার Try করে দেখতে পারেন। data user রা এত mb খরচ করে ডাউনলোড করে পরে ভালো না লাগলে আমাকে আবার গালি দিয়েন না 😅🙏

আমার কাছে ভালোই লেগেছে। তাই আমি লিস্টে এড করেছি। যদিও এর চেয়েও ভালো ভালো গেম আছে Rpg section এ তবুও একটু ভিন্ন কিছু try করলে ক্ষতি কি?

এছাড়াও এটি একটি নতুন গেম যা ২০২০ সালে রিলিজ করা হয়। তাই গেমটিতে অনেক কিছুই এড করা বাকী। তবুও যা দেওয়া আছে তা যথেষ্ট হবে বলে মনে হয়েছে আমার কাছে।

ডেভেলপাররা রেগুলার গেমটিকে আপডেট করছে। তাই ভবিষ্যতে ভালো করবে বলে আশা করা যায়।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেয়ে দিচ্ছিঃ

02) Game Name : Kritika : The White Knights

Game Developer : Com2uS Holdings Corporation

Game Size : 95 MB (ভিতর থেকে আরো Data Download হবে)

Required OS : 5.0+

Game Released Date : May 29, 2014

Game Version : 4.20.2

Game Link : Playstore

এটি একটি Competitive Multiplayer Action-RPG Game। গেমটি সম্পর্কে হয়তোবা অনেকেই জানেন। যারা জানেন না তারা জেনে নিতে পারেন।

গেমটি অনেক পুরোনো ২০১৪ সালে রিলিজ করা হয়। গেমটি এখন পর্যন্ত প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং রিভিউ করা হয়েছে ৮ লক্ষ ৮৭ হাজার+ বার এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.3 ★।

এই গেমটির রেটিং অনুযায়ী গেমটি আমার কাছে পারফেক্টই মনে হয়েছে। এই গেমে আপনি অনেক মজা পাবেন। কারন এখানে Control + Gameplay এক কথায় অসাধারন। গেমটির গ্রাফিক্সও খুবই ভালো।

এখানে আপনি অবশ্যই Story Mode পাবেন। RPG Games গুলো বেশিরভাগই Story Mode ই হয়। এখানেও আপনি Story mode এ খেলতে পারবেন অন্যান্যগুলোর মতোই।

গেমটিতে বিভিন্ন ধরনের Characters + Skills + Upgrades + Weapons ইত্যাদি নিয়ে খেলতে পারবেন এবং সেগুলো Upgrade + Customize করতে পারবেন।

এখানে Colour দেখতে পাবেন ব্যাপক পরিমানে। কারন গেমটিকে এভাবেই ডিজাইন করা হয়েছে। এটি একটি Hack & Slash Game হওয়ায় আপনি Attack করে অনেক মজা পাবেন। আশা করছি গেমটি ভালো লাগবে।

গেমটিতে প্রচুর Features আছে। সবগুলোই দিয়ে দিলাম। নতুন নতুন ফিচার আরো এড করা হচ্ছে। তাই গেমটি Must Try করে দেখবেন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

01) Game Name : Black Desert Mobile

Game Developer : PEARL ABYSS

Game Size : 90 MB (ভিতর থেকে আরো Data Downlaod হবে)

Required OS : 5.0+

Game Type : Online

Game Released Date : December 9, 2019

Game Version : 2.5.12

Game Link : Playstore

এটি RPG GAME LOVER দের কাছে অনেক জনপ্রিয় একটি গেম। এখানে প্রশংসনীয় অনেক ব্যাপারই আছে।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৪ লক্ষ ১১ হাজার+ আর সেই রেটিং অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 3.8 ★ যা এই গেম Deserve করে না।

এই গেমটি Atleast 4.3 ★ বা 4.5 ★ Deserve করে। এই গেমটিতে যে গ্রাফিক্স আছে তা আপনাকে অবাক করে দিবে। Android গেমেও যে এত সুন্দর গ্রাফিক্স পাওয়া যায় তা এই গেম না খেললে বুঝতেই পারবেন না।

এই গেমটিতে প্রত্যেকটি Character
কে এতটা সুন্দরভাবে Design করা হয়েছে যে এর প্রশংসা না করে থাকতে পারছি না। এখানে প্রতিটা Character এরই প্রচুর Customization Option আছে।

আর এতো Realistic Animation Graphics আমি খুব কম গেমেই দেখেছি। গেমটি রেগুলার আপডেট করা হচ্ছে এবং নতুন নতুন ফিচার এড করা হচ্ছে।

গেমটিতে ১৫০টি দেশের Player রয়েছে। এখানে Unique 13 টি Character আছে। সচরাচর আমরা ৩-৫ টি ক্যারেক্টার দেখতে পাই বেশিরভাগ গেমেই। তবে এখানে ক্যারেক্টার ডিজাইন এর উপর ভিত্তি করে গেমটির রেটিং ৪.৫ ★ দেওয়ার যোগ্য।

গেমটির কন্ট্রোল ও গেমপ্লে খুবই স্মুথ পাবেন যদি আপনার কাছে একটি ভালো ডিভাইস থাকে। যত ভালো ডিভাইস তত ভালো গ্রাফিক্স + গেমপ্লে তে গেমটি খেলতে পারবেন।

Adventure + Action + RPG + Multiplayer + Single Player সবকিছু নিয়েই গেমটিকে তৈরি করা হয়েছে। one of the best mmorpg games on mobile একে বলাই যায়।

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

অবশেষে বলবো পোস্টটি লম্বা হয়ে গেলে দূঃখিত। আমার খেলা সবচেয়ে ভালো Sniper + Shooting Games গুলোকে একত্রে একসাথে করার চেষ্টা করেছি।

আশা করছি গেমগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।

দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো পোস্টে।
ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
THIS IS 4HS4N
LOGGING OUT….

The post ১৩ টি Unique + Best Android Shooting Type Games! appeared first on Trickbd.com.

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।

অনেক দিন ধরে Gaming Related কোনো পোস্ট করা হয়না। তাই আপনাদের মাঝে আবারো চলে এলাম ১২ টি অসাধারন মনোমুগ্ধকর Games নিয়ে।

এই গেমগুলোর ভেতরে বাংলাদেশে বানানো হয়েছে এমন কিছু Games ও রয়েছে। যারা গেমগুলো সম্পর্কে জানেন না তারা এই গেমগুলো খেলে দেখতে পারেন। খুবই Underrated গেমগুলো।

তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

12) Game Name : Mukti Camp

Game Developer : Mindfisher Games, Inc

Game Size : 102 MB

Game Version : 2.10bd

Game Link : Playstore

Game Released Date : December 15, 2017

Required OS : Android 4.1 and Up

যারা Clash Of Clans গেমটি খেলেছেন তাদের কাছে এই গেমটি ভালো লাগবে বলে আশা করছি। এই গেমটি তৈরি করা হয়েছে ১৯৭১ সালের বাংলাদেশের ইতিহাসকে ঘিরে।

এই গেমটির মাধ্যমে আপনারা ১৯৭১ সালের মুক্তিবাহিনীদের যুদ্ধ সম্পর্কে খুব সুন্দর ধারনা পাবেন। ১৯৭১ সালের যুদ্ধ চলাকালীন বাংলাদেশ মুক্তিবাহিনীরা কিভাবে তাদের ক্যাম্প বানিয়েছিলো, কিভাবে গেরিলাদের প্রশিক্ষন দিয়েছিল, কিভাবে শত্রুদের ক্যাম্পগুলো ধ্বংস করেছিল সবকিছু নিয়েই সুস্পষ্ট ধারনা আপনারা পাবেন এই গেমটি খেলার মাধ্যমে।

গেমটিতে আপনি আপনার Base বানিয়ে মুক্তিবাহিনীদের ট্রেইন করবেন এবং আপনার Base কে upgrade করার মাধ্যমে আরো শক্তিশালী করে তুলবেন এবং শত্রুপক্ষের Base এ Attack করবেন। এভাবেই আপনি গেমটিকে খেলবেন।

গেমটিতে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ঘিরে ৩০ টি লেভেল, ৩০ টি Customizable ক্যারেক্টার, ১৫ টি ভিন্ন ধরনের Buildings, ২০ ধরনের অস্ত্র ও tools। গেমটিতে Multiplayer mode আসবে শিঘ্রই (ডেভেলপাররা জানিয়েছেন)।

গেমটি Playstore এ Launch করা হয়েছিল ১৫ ডিসেম্বর, ২০১৭ সালে। এখন পর্যন্ত গেমটি ৫ লক্ষাধিক ডাউনলোড করা হয়েছে। গেমটির সাইজ 97 Mb। গেমটি নিয়মিত আপডেট করা হচ্ছে ও ভবিষ্যতে আরো ডেভেলপ করা হবে বলে আশা করছি।

আমার মনে আছে যখন এই গেমটি Release হয়, তখন অনেক সাড়া ফেলেছিল। যারা Strategic Type Games পছন্দ করেন তারা অবশ্যই এই গেমটিকে খেলে দেখবেন আশা করি।

গেমটির কিছু স্ক্রিনশটসঃ

11) Game Name : Bus Simulator Bangladesh

Game Developer : Ghost Interactive

Game Size : 238 MB

Game Version : 0.199

Game Link : Playstore

Game Released Date : August 27, 2021

Game Type : Offline, Simulation, Vehicle, Single Player

Required OS : Android 5.1 and Up

আমাদের দেশে Simulatior Games ভালোবাসে এমন অনেক মানুষ আছে। আমি এ কথা কেন বলছি? আপনারা ফেসবুকের বিভিন্ন বাংলাদেশি গেমিং গ্রুপগুলোতে গেলেই বুঝতে পারবেন।

যাই হোক, যারা সিমুলেটর গেমসগুলো ভালোবাসেন তারা বাংলাদেশে তৈরি এই গেমটি খেলে দেখতে পারেন। এখানে বাস থেকে শুরু করে আশেপাশের জায়গাসহ, দোকানপাট বিল্ডিং যা আছে সবকিছু বাংলাদেশের চিরপরিচিত দৃশ্য ও প্রেক্ষাপট নিয়ে তৈরি।

আপনারা বাসের নাম থেকে শুরু করে দোকানের নাম পর্যন্ত সবকিছুই বাংলা ভাষায় দেখতে পাবেন। আমি জানি আপনারা অন্যান্য দেশের সিমুলেটর গেমসগুলো খেলেছেন। কিন্তু একবার হলেও এই গেমটি খেলে দেখুন। ডেভেলপাররা অনেক কষ্ট করেই গেমটি বানিয়েছে আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্যে।

গেমটি Playstore এ Publish করে হয়েছিল ২৭ আগস্ট ২০২১ সালে। যেহেতু নতুন গেম তাই Bugs যে নেই এ কথা বলা যাবে না। সেগুলো আস্তে আস্তে ঠিক করা হচ্ছে। ডেভেলপাররা আশা করি গেমটিকে ভালোভাবে Optimize করবে ভবিষ্যতে।

গেমটির সাইজ 153 Mb। গেমটি এ পর্যন্ত ১ লক্ষাধিক বারেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে। শুধু বাংলাদেশ নয় বড় বড় ভারতীয় ও অন্য দেশের ইউটিউবাররাও এই গেমটি নিয়ে অনেক Hype তৈরি করেছিল গেমটির Release হওয়ার পূর্বে।

অধীর আগ্রহে এই গেমটির অপেক্ষায় অনেক গেমারসই বসেছিল। যে Expectations ছিল সেটা fulfill হয়েছে কি না সেটা নিয়ে কিছুই বলবো না। শুধু এটা বলবো, দেশীয় ডেভেলপারদের তৈরি গেম। আমাদের উচিত একটু হলেও সাপোর্ট করা। তবেই তো ভবিষ্যতে আরো ভালো ভালো গেমস তৈরি করতে তারা উৎসাহ পাবে।

গেমটির কিছু স্ক্রিনশটসঃ

 

10) Game Name : Meena

Game Developer : UNICEF Bangladesh

Game Size : 32.01 MB

Game Version : 15.3

Game Link : Playstore

Game Released Date : December 10, 2016

Game Type : Offline, Action, Adventure, Platformer, Casual, Single Player, Stylized

Required OS : Android 4.1 and Up

এ গেমটি নিয়ে জানে না এমন মানুষ খুব কমই আছে। 2D Game হিসেবে অনেক ভালোভাবেই গেমটিকে তৈরি করা হয়েছে। বাংলাদেশী কার্টুন মীনার কথা জানে না এমন বাংলাদেশীও কমই পাওয়া যাবে মনে হয়।

তবে ভবিষ্যতে এই কার্টুনের কথা ভুলে যাবে এমন লোকের সংখ্যা পাওয়া যাবে অবশ্যই। কেননা বিদেশী কার্টুনের প্রভাবে দেশীয় মানুষেরা দেশীয় কার্টুনের কথা ভুলে যেতে বলেছে। কার্টুনের কথা বাদই দিলাম।

বিদেশী সংস্কৃতি থেকে শুরু করে সবকিছুই এ দেশের মানুষেরা এমনভাবে কপি করা শুরু করেছে যে ভবিষ্যতের বাংলাদেশী বাঙ্গালীদের কথা নিয়ে চিন্তা হওয়াটাই স্বাভাবিক।

যাই হোক, এটি একটি 2D Running Game। গেমটি Playstore এ Launch হয়েছিল ১০ ডিসেম্বর ২০১৬ সালে। গেমটি এ পর্যন্ত ১০ লক্ষাধিক বারেরও বেশি ডাউনলোড করা হয়েছে। গেমটির সাইজ 27 Mb।

এত কম সাইজের মধ্যেও গেমটিকে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আমি মনে করি বাচ্চাদের জন্য এ গেমটি পারফেক্ট। বাচ্চাদেরকে এমন ধরনের গেমসগুলো খেলতে দেওয়া উচিত যেখানে কোনো Violence নেই।

বর্তমান সমাজের বাচ্চারা যেভাবে Violence Games খেলতে খেলতে Violence প্রেমী হয়ে যাচ্ছে ভবিষ্যতে যে কি হবে তা বলা মুশকিল। বাচ্চা বলতে আমি ১০ বছর বয়সী কোনো মানুষকে বোঝাইনি। আর কিছু বলবো না। বাকীটা তো আপনারা জানেনই। তবুও

গেমটির কিছু স্ক্রিনশটস দিয়ে দিচ্ছিঃ

09) Game Name : Meena Game 2

Game Developer : UNICEF Bangladesh

Game Size : 222 MB

Game Version : 3.2.0

Game Link : Playstore

Game Released Date : December 17, 2020

Game Type : Offline, Adventure, Simulation, Single Player, Stylized

Required OS : Android 4.1 and Up

যারা পূর্বের Meena Game টি খেলেছেন তাদের কাছে এই গেমটি ভালো লাগবে বলে আশা করছি। এটি একটি 3D Game। আপনি আপনার গেমের ক্যারেক্টারকে ইচ্ছামতো যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবেন।

গেমটিতে অনেকগুলো মিশন আছে যা আপনাকে এক এক করে Complete করতে হবে। গেমটির ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। কেননা গেমটি বাংলাদেশের সাধারন গ্রামীন সমাজকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলে যা দেখে আপনার মন শান্ত হয়ে যাবে।

বাংলাদেশের গ্রামীন চিত্র এই গেমের মাধ্যমে ডেভেলপাররা অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যার কারনে অন্যান্য গেমগুলোর তুলনায় এই গেমটির Graphics আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।

গেমটি Playstore এ Launch করা হয়েছিল ১৭ ডিসেম্বর ২০২০ সালে। গেমটি ১ লক্ষাধিকবারেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে। গেমটির সাইজ 179 Mb। গেমটি সাইজ অনুযায়ী ঠিকই আছে বলে আমার মনে হয়েছে।

কেন মনে হয়েছে তা এই গেমের Graphics ও Gameplay দেখেই বুঝতে পারবেন। গেমটি নিয়মিত Update করা হচ্ছে ও নতুন নতুন Levels & Features যুক্ত করা হচ্ছে। আশা করছি যারা এই গেমটি সম্পর্কে জানেন না তারা এই গেমটি খেলে দেখবেন।

গেমটির কিছু স্ক্রিনশটসঃ

 

08) Game Name : Heroes of 71

Game Developer : Mindfisher Games Inc

Game Size : 69 MB

Game Version : 1.72

Game Link : Playstore

Game Released Date : December 15, 2015

Game Type : Offline, Shooting, Action, Single Player, Stylized

Required OS : Android 4.0.3 and Up

এই গেমটি সম্পর্কেও জানে না এমন বাংলাদেশী গেমার খুব কমই পাওয়া যাবে। আবার বর্তমানে অন্যান্য বিদেশী গেমস এর কারনে অনেকেই এসব গেমস সম্পর্কে জানে না তাই আমার পোস্টটি লিখা।

Freefire,Pubg,Fortnite এর যুগে বেশিরভাগ মানুষই এসব গেমস খেলতে চাইবে না এটাই স্বাভাবিক। কিন্তু তবুও আমাদের দেশেও যে ভালো গেমস তৈরি করা হয়েছে এবং ভবিষ্যতে তৈরি হতে পারে সে বিষয়টিই সবার সামনে তুলে ধরার জন্যে এই পোস্টটি করা।

সুযোগ পেলে আমাদের দেশের ডেভেলপাররাও ভালো ভালো গেমস তৈরি করতে পারে এটা বোঝানোই এই পোস্টটি করার মূল উদ্দেশ্য। এই গেমটিও তার প্রমান।

গেমটি তৈরি করা হয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে নিয়ে। এটি একটি 3D Shooting Game। এটি একটি অনেক পুরাতন গেম। গেমটি Playstore এ Release করা হয়েছিল ২০১৫ সালের ১৫ই ডিসেম্বরে।

গেমটি Last Update করা হয় ২০১৭ সালের ৩ অক্টোবরে। গেমটি যেকোনো Android Phone এ Smoothly Run করে। গেমটি Playstore এ ১০ লক্ষাধিক বারেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে। গেমটির সাইজ 66 Mb। গেমটিতে আপনারা মোট ৩ টি ক্যারেক্টার নিয়ে খেলতে পারবেন।

গেমটির Graphics খুব ভালো। তৎকালীন পাকিস্তানী মুক্তিবাহিনীর বিপক্ষে আপনাকে লড়াই করতে হবে এই গেমটির মাধ্যমে। গেমটিতে অনেক সুন্দর Storyline দেওয়া আছে যা আপনাকে গেমটি খেলতে আরো মজা দিবে। মোটকথা হলো, এত পুরোনো হয়েও গেমটি বর্তমানেও অনেক গেমসের সাথে টক্কর দিতে পারবে।

যদি গেমটিকে আরো ডেভেলপ করা হতো তবে বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো গেমগুলোর মধ্যে এটি হতো। এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত একটি মতামত। বাকী সবকিছু আপনারা স্ক্রিনশটের মাধ্যমেই দেখে নিনঃ

 

07) Game Name : Ninja Tobu

Game Developer : CerebralFix

Game Size : 77 MB

Required OS : 5.1+

Game Type : Offline

Game Released Date : October 4, 2016

Game Version : 1.8.7

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

এটি একটি Platformer Type Ninja Action-Adventure Game যেখানে আপনাকে Swipe করে ও বিভিন্ন Gesture এর মাধ্যমে উপরে উঠতে হবে।

আপনি যতই উপরে যাবেন ততই Enemy, Traps ইত্যাদির সম্মুখীন হবেন। গেমটি আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও গেমটি আসলে কিছুটা হলেও কঠিন আছে।

আপনি ইচ্ছা করলে এর Mod version টিও ডাউনলোড করে খেলতে পারবেন। গেমটিতে Slow Motion ও আছে। এখানে বিভিন্ন Game Modes আছে।

আপনি Mission Type অথবা Endless Type সহ আরো নানান ধরনের Game Mode এ খেলতে পারবেন গেমটি।

প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১০ লক্ষাধিকবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৪০ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★।

গেমটির গ্রাফিক্স ৭৭ MB অনুযায়ী একদম পারফেক্টই মনে হয়েছে আমার কাছে। কেননা এখানে আপনি দিন ও রাতসহ নানান ধরনের লোকেশন পাবেন।

সাথে Enemy Movement সহ বিভিন্ন ধরনের Traps যেগুলো নিজে নিজে Move করে এগুলো আপনাকে খেলতে অনেক মজা দিবে।

যারা কম সাইজের ভিতরে এই ধরনের গেম পছন্দ করেন তারা গেমটি অবশ্যই ডাউনলোড করে দেখতে পারেন। নিরাশ হবেন না আশা করছি।

এখানে অনেকগুলো Ninja Character পাবেন নিয়ে খেলার জন্যে। গেমটির কন্ট্রোল + গেমপ্লে সবকিছুই আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনি যেকোনো মোবাইলেই অনায়াসেই গেমটি খেলতে পারবেন কোনো ল্যাগ বা সমস্যা ছাড়াই।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

06) Game Name : Hungry Dragon

Game Developer : Ubisoft Entertainment

Game Size : 139 MB (ভিতর থেকে Extra কিছু Data Download হবে Skins, Locations এগুলোর জন্যে। বেশি না Almost 200 MB এর মতো)

Required OS : 4.4+

Game Type : Offline

Game Released Date : August 29, 2018

Game Version : 4.0

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

শুরুতেই বলে রাখি গেমটির Mod version ডাউনলোড করে না খেললে এর মজা উপভোগ করতে পারবেন না।

Ubisoft Entertainment আমার One of the most favourite gaming company। ছোটবেলা থেকেই Gameloft এর সাথে সাথে তাদেরও প্রচুর গেমস খেলে বড় হয়েছি। তাদের প্রতিটা গেমেরই গ্রাফিক্স + অপটিমাইজেশন অনেক ভালো হয়।

এই গেমটি একটি Action + Arcade + Adventure Type Game। গেমটিতে আপনি Dragon কে কন্ট্রোল করবেন এবং বিভিন্ন কীটপতঙ্গ থেকে শুরু করে মানুষসহ বিভিন্ন প্রানীকে খেয়ে Dragon কে বাচিয়ে রাখবেন।

এখানে আপনি বড় থেকে ছোট প্রচুর Dragons পেয়ে যাবেন নিয়ে খেলার মতো। সাথে ছোট Dragon এর বাচ্চা নিয়েও খেলতে পারবেন।

এছাড়াও গেমটিতে অনেক Special Attacks, Skills সহ অনেক ধরনের Power Ups দেখতে পারবেন। সেগুলো নিয়ে খেলতে তো পারবেনই তার সাথে সেগুলো Upgrade ও করতে পারবেন।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৩ লক্ষ ৩১ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.1 ★।

গেমটি At least 4.5 ★ রেটিং পাওয়ার যোগ্য। গেমটিতে লোকেশন এর কোনো অভাব হবে না। এটি একটি Open world Game। এখানে আপনি প্রচুর জায়গা পাবেন ঘুরাঘুরি করার মতো।

আর এখানে প্রচুর প্রানী দেখতে পারবেন। গেমটির মিউজিক ও সাউন্ড এফেক্টস গুলোও খুব ভালো। অনেকেই হয়তোবা বলতে পারেন যে গেমটি যদি Mod version download করেই খেলি তাহলে লাভটা কি? মজাটা পাবো কোথায়?

তাদের জন্যে বলবো এটি একটি open world type game হওয়ায় এখানে অনেক কিছুই আপনি পেয়ে যাবেন explore করার মতো। আর এখানে enemy, traps সহ এত কিছু আছে যে আপনি সারাদিনে খেলে শেষ করতে পারবেন না।

Ingame Screenshots :

 

05) Game Name : Hungry Shark World

Game Developer : Ubisoft Entertainment

Game Size : 133 MB

Required OS : 5.0+

Game Type : Offline

Game Released Date : May 4, 2016

Game Version : 4.7.0

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

Ubisoft Entertainment এর আরো একটি Masterpiece এই গেমটি। পূর্বের গেমটির মতোই একই কনসেপ্ট এর উপর Based করে বানানো হয়েছে এই গেমটিকে।

কিন্তু এই গেমটিতে পূর্বের গেমটির থেকেও আরো অনেক কিছুই বেশি পাবেন। যেমনঃ গেমটিতে আপনি ৩৮ টির মতো Shark এর Species দেখতে পারবেন আর সেগুলো নিয়ে খেলতে পারবেন।

যেহেতু এটিও একটি Open World Game তাই এখানে আপনি প্রচুর Location পাবেন Explore করার মতো।

গেমটিতে আপনি Pacific Islands, frozen Arctic Ocean, exotic Arabian Sea আর এখন South China Sea ও দেখতে পারবেন। আরো নতুন নতুন লোকেশন এড করা হবে।

গেমটি রেগুলারলি আপডেট করা হচ্ছে এবং নতুন নতুন অনেক কিছুই যুক্ত করা হচ্ছে। গেমটিতে আপনি 3D Graphics এর অনেক সুন্দর ব্যবহার দেখতে পারবেন।

গেমটিতে আপনি ১০০টিরও বেশি ভিন্ন ধরনের Creatures পাবেন যেগুলো আপনার Shark Character খেয়ে বেচে থাকবে যেখানে আপনি Whales, submarines সহ অনেক কিছুই দেখতে পাবেন।

আমি অবশ্যই সাজেস্ট করবো গেমটি Mod version download করে খেলার জন্যে। কারন এখানে কেনার মতো ও আপগ্রেড করার মতো অনেক কিছুই আছে।

mod version না খেললে আসল মজা পাবেননা। গেমটি open world হওয়ায় এখানে দেখার মতো অনেক কিছুই আছে। গেমটির মিউজিক ও সাউন্ড এফেক্টসও অসাধারন।

গেমটি প্লে-স্টোরে Highest ১০ কোটিবারেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে আর গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ২০ লক্ষাধিকেরও বেশি। আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★।

রেটিং দেখে Judge করবেন না। গেমপ্লে অসাধারন। আপনাকে হতাশ করবে না।

গেমটির কিছু স্ক্রিনশট নিচে দেওয়া হলোঃ

04) Game Name : Once Upon A Tower

Game Developer : Pomelo Games

Game Size : 54 MB

Required OS : 5.0+

Game Type : Offline

Game Released Date : September 20, 2017

Game Version : 42

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

এই গেমটির কন্সেপ্ট একটু ভিন্ন। এখানে আপনি গেমের শুরুতেই একটি Dragon ও বিভিন্ন Character দেখতে পারবেন।

গেমের শুরুতেই Story mode play হবে। যেখানে ভিন্ন একটি কন্সেপ্ট দেখায় যা আমাদের পড়ে ও শুনে আসা রাজা রানীর কাহিনী এর সম্পূর্ণ বিপরীত।

এখানে আপনাকে একজন Princess কে Tower থেকে বাচিয়ে মুক্ত করতে হবে কারন তার Knight/Prince Dragon এর হাতে শুরুতেই মারা যায় বাচাতে আসার সময় 😆

গেমটির Funny Concept টা আমাকে হাসিয়েছে। মানে ভেবে দেখুন আমাদের সচরাচর শুনে আসা কাহিনীর সম্পুর্ন বিপরীত গল্প এখানে।

Princess নিজেই নিজেকে বাচায়। কার হাত থেকে? Tower ও Dragon এর হাত থেকে। কিভাবে?

গেমটিতে আপনাকে একটি মেয়ে ক্যারেক্টার এবং একটি Hammer দেওয়া হবে। আপনাকে সেই Hammer দিয়ে Tower এর নিচের দিকে বিভিন্ন Guards, Traps, Enemies ইত্যাদিকে মেরে মেরে Mission Complete করতে হবে।

গেমের গ্রাফিক্স + গেমপ্লে + কন্ট্রোল + কন্সেপ্ট সবকিছুই আমার কাছে বেশ ভালোই লেগেছে। কেননা একটু ভিন্ন কিছুর স্বাদ পেলে মাঝে মাঝে মন্দ হয় না।

গেমটিতে অনেক Upgrades পাবেন।তাই mod version download করে খেলার জন্যে সাজেশন রইলো।

গেমটির কিছু স্ক্রিনশট নিচে দেওয়া হলোঃ

 

03) Game Name : Hungry Shark Revolution

Game Developer : Ubisoft Entertainment

Game Size : 121 MB

Required OS : 4.4+

Game Type : Offline

Game Released Date : February 22, 2013

Game Version : 9.2.0

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

অনেকেই হয়তোবা ভাবতে পারেন একবার তো Hungry Shark Game দিলামই। আবার কেন দিচ্ছি? আসলে এই গেমটি পূর্বের গেম থেকে একেবারেই ভিন্ন।

একই Concept এর উপর Based করে তৈরি করা হলেও গেমটি আগেরটি থেকেও বেশি জনপ্রিয়।

কিভাবে বলছি? গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১০ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৭০ লক্ষাধিকবারেরও বেশি আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★।

গেমটির রিভিউ সংখ্যা দেখে হয়তোবা বুঝতেই পারছেন গেমটি কতটা জনপ্রিয়। এই গেমটির গ্রাফিক্স আগেরটির থেকে আরো ভালো।

এটিও একটি Open world action-adventure type game যেখানে আপনাকে একটি ক্ষুধার্থ হাঙরের ক্ষুধা মিটাতে হবে এবং তাকে বাচিয়ে রাখতে হবে সমুদ্রের বিভিন্ন প্রানীকে খেয়ে।

এই গেমটি আগের গেমটির থেকেও অনেক আগে রিলিজ করা হয়েছে। এই গেমটির সফলতা দেখে ডেভেলপাররা আরো দুইটি গেম তৈরি করেছে।

গেমটির গ্রাফিক্স অনেক সুন্দর। অবশ্যই আপনি 3D Graphics এর দেখা পাবেন। তার সাথে অনেক Smooth control + amazing gameplay তো সাথে থাকছেই।

অবশ্যই সাজেস্ট করবো এর Mod version টি download করে খেলার জন্যে। কারন এখানে প্রচুর upgrades আছে। আর এখানে shark পাবেন প্রচুর buy & equip করার জন্যে।

গেমটির কিছু স্ক্রিনশট নিচে দেওয়া হলোঃ

02) Game Name : Nood Climbers

Game Developer : Noodlecake

Game Size : 106 MB

Required OS : 5.0+

Game Type : Offline

Game Released Date : October 8, 2019

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )

Noodlecake একটি অসাধারন গেম ডেভেলপমেন্ট কোম্পানি। তারা অনেক সুন্দর সুন্দর গেম বানায়। তারা সহজের চেয়ে কঠিন গেমগুলো বেশি বানায়।

তাদের প্রত্যেকটি গেমের গ্রাফিক্সই খুব ভালো। তবে এই গেমটি গ্রাফিক্স এর দিক থেকে সেরা না হলেও Gameplay ও Difficulty এর দিক থেকে অনেক গেমকেই টক্কর দিতে সক্ষম।

এটি আমার খেলা one of the most hardest brain game। গেমটি খেলে প্রচন্ড মজা পেয়েছি। আসলে গেমটিতে আপনি একটি ক্যারেক্টার পাবেন আর সাথে কিছু বড় বড় dot পাবেন।

ক্যারেক্টারের দুই হাত ও দুই পা আপনাকে সেই ডট গুলোর সাথে লাগিয়ে উপরে বা আশে পাশে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কালো ডটের মধ্যে দেখিয়ে দেওয়া পজিশনে রাখতে হবে।

যারা getting over it গেমটি খেলেছেন তারা গেমটি কতটা hard & frustrating। একই স্টুডিও এই গেমটিকেও তৈরি করেছে। তারা সহজের চেয়ে কঠিন গেম তৈরি করতে বেশি পছন্দ করে।

এই পোস্টে আমি আরো কঠিন গেম দিবো। যদি আপনাদের এই ধরনের কঠিন গেমস খেলতে ভালো লাগে তবে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ পরের পোস্টে এমন গেমস দিতে।

যাই হোক, এই গেমটি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ব্রেইনকে ট্রেইন করানো। এই গেমটি আপনাকে নতুন করে চিন্তা করতে শিখাবে। তার সাথে আপনার ব্রেইনকে মাল্টিটাস্কিং এ সহায়তা করবে।

আপনি যখন নিজেই গেমটি খেলতে থাকবেন তখনই আস্তে আস্তে বুঝে যাবেন। প্লে-স্টোরে গেমটি ৫০ হাজার বারের মতো ডাউনলোড করা হয়েছে।

গেমটির কিছু স্ক্রিনশট নিচে দেওয়া হলোঃ

01) Game Name : Swordigo

Game Developer : Touch Foo

Game Size : 52 MB

Required OS : 4.1+

Game Type : Offline

Game Released Date : February 27, 2014

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )

Adventure Games এর কথা বলছি আর Swordigo এর কথা বলবো না তা কি করে হয়। প্লে-স্টোরের খুবই জনপ্রিয় একটি গেম এটি।

হয়তোবা অনেকেই এই গেমটি সম্পর্কে জানেন। আবার অনেকেই হয়তোবা জানেন না। যারা জানেন না তারা জেনে নিন। কারন এত কম সাইজের ভিতরে এত সুন্দর গেম খুব কমই পাবেন।

এটি একটি Action + Adventure + Casual Type Offline Game যেখানে আপনি Storymode এর সাথে Sword Fighting, Magic ইত্যাদি দেখতে পাবেন।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১০ মিলিয়ন বা ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৭ লক্ষ ৬৩ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.1 ★।

তবে কিছুদিন আগেও এর রেটিং 4.7 ★ ছিলো। হয়তোবা কোনো নতুন আপডেটের কারনে গেমটির রেটিং কমে যায়। তবে চিন্তার কোনো কারন নেই। প্লে-স্টোরে রেটিং হাফ ডাউন করেই। এটা নতুন কিছু না।

যাই হোক, গেমটিতে আপনি শুরুতেই একটি স্টোরিমোড দেখতে পারবেন। আর সেই স্টোরিমোডেই নানা ধরনের মিশন পাবেন গেমটিতে এগিয়ে যাওয়ার মতো।

একের পর এক সেই সব Mission Complete করে আপনাকে গেমটিতে এগিয়ে যেতে হবে। এটি একটি Open world 2D Game যেখানে আপনি যেখানে ইচ্ছা যেতে পারবেন। একের অধিক Mission নিয়ে একসাথে খেলতে পারবেন।

আমি অবশ্যই সাজেস্ট করবো গেমটির Mod version download করে খেলার জন্যে। তা না হলে মজা পাবেন না। কারন গেমটিতে প্রচুর Upgrades রয়েছে।

পদে পদেই আপনি বিভিন্ন ধরনের Health, Attack, Heal, Magic ইত্যাদি বিভিন্ন ধরনের Upgrades এর সম্মূখীন হবেন এবং সেগুলো আপনার বাধ্যতামূলক লাগবেই।

গেমটির কিছু স্ক্রিনশট নিচে দেওয়া হলোঃ

 

অবশেষে বলবো, প্রত্যেকটি গেম সম্পর্কেই বেশিরভাগ মানুষেই জানেন। তবুও যারা জানে না তাদের জন্যেই মূলত পোস্টটি লিখা। বাংলাদেশে অনেক ভালো ভালো ডেভেলপার আছে। এটা আমি মানি। কিন্তু সুযোগের অভাবে অনেকেই অনেক কিছুই করতে পারে না। এ দেশে ট্যালেন্টের অভাব নেই। শুধু অভাব উৎসাহ ও সুযোগের।

যাই হোক, এ পোস্টটিতে যদি নেগেটিভ কমেন্ট আসে তবে আমি বুঝবো আমার কথাই সত্যি যে বাংলাদেশের মানুষেরা ট্যালেন্টের কদর করতে জানে না। আমি আবারো বলছি, এই পোস্টটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের এটা জানানো যে বাংলাদেশেও ভালো ভালো গেমস আছে। ভবিষ্যতে আমরা আরো গেমস পাবো বলে আশা করছি।

আরো একটি কথা। কেউ আবার ভুল করে এটা ভেবে বসবেন না যেন সবগুলো গেমই বাংলাদেশের ডেভেলপারদের দ্বারা তৈরি। কিছু গেমস দেশীয় ডেভেলপারদের মাধ্যমে বানানো হয়েছে আর বাকীগুলো অন্যদেশের।

যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো পোস্টে।
ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….

The post ১২টি মনোমুগ্ধকর অসাধারণ Android Games (সাথে থাকছে বাংলাদেশে তৈরি ভিন্ন Concept এর কিছু Games) appeared first on Trickbd.com.

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।

Gameloft এর Masterpiece Level এর Android এর জন্যে প্রচুর Games রয়েছে। আমার খেলা সবচেয়ে ভালো Games গুলোর List এই Post এ পাবেন।

Gameloft আগের মতো Games না বানালেও Gameloft এর অসাধারন প্রচুর Games রয়েছে যা অনেকেই এখনো খেলে দেখেননি। এই গেমগুলো যারা জানেন না তারা অবশ্যই Try করে দেখুন।

তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক।

 

13) Game Name : Spiderman : Unlimited

Game Developer : Gameloft

Game Size : Around 1 GB

Required OS : 4.0+

Game Version : 4.6.0c

Game Link : Pdalife

https://pdalife.com/spiderman-unlimited-android-a10834.html

MARVEL এর Spiderman Fans রা সাড়া দিন। আপনি কি Subway Surfers গেমটি খেলেছেন? তবে আপনার কাছে এই গেমটি ভালো লাগবেই।

এই গেমটি Subway Surfers, Temple Run এর মতো একই Concept এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তবে এই গেমটির গ্রাফিক্স অনেক High।

তাই আপনাকে একটি ভালো মোবাইল লাগবে যাতে ভালো Processor আছে। না হলে গেমটি আপনি ভালোভাবে খেলতে পারবেন না।

আপনাকে গেম থেকে বের করে দিবে। এটা গেমের কোনো Bug না। অনেকেই হয়তোবা গেমটি Install করে পরে বলতে পারেন যে গেমটি চলছে না।

আসলে এখানে সমস্যাটা লিংক বা Apk বা Obb এর না। সমস্যাটা আপনার মোবাইলের। যাই হোক, বিষয়টা ক্লিয়ার করার ছিল তাই ক্লিয়ার করে দিলাম।

আশা করছি এ নিয়ে কোনো সমস্যা হবে না। এবার আসি এর Storyline এ। Marvel সবসময়ই তাদের গেমে ভালো Storyline দিবেই। আর সেটা যদি হয় Spiderman Character এর তবে তো কোনো কথাই নেই।

এখানে আপনি Green Goblin, Venom এর মতো Supervillain দেরকে দেখতে পাবেন। প্রত্যেকের য
জন্যে আলাদা আলাদা Storyline ও আছে।

এখানে আপনি Nonstop Fighting Action এর সাথে Web slinging ও করতে পারবেন। আর বিভিন্ন ধরনের Upgrades তো আছেই।

গেমটির কন্ট্রোলও বেশ Smooth যদি আপনার ডিভাইস ভালো হয় তবে। গ্রাফিক্স এবং Animation সব দিক দিয়েই বেশ ভালো একটি গেম।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

 

12) Game Name : Iron Man 3

Game Developer : Gameloft

Game Size : 800 MB+

Required OS : 2.3+

Game Released Date : 20 August, 2017

Game Version : 1.6.9G

Game Link : Pdalife

https://pdalife.com/iron-man-3-android-a4109.html

Iron Man বা Tony Stark এর ফ্যান কতজন আছেন এখানে? Marvel এর সবচেয়ে Favourite Character আমার।

Android এ Iron Man এর Solo তেমন ভালো কোনো গেম নেই একমাত্র এই গেমটি ছাড়া। এখানে আপনি Iron Man এর Suits, Upgrades সবই পাবেন।

আমি Money Mod এর লিংক দিয়েছি। এখান থেকে আপনি দুটি সুবিধা পাবেন। (১) গেমটির লেটেস্ট ভার্সন পাবেন। (২) গেমটিতে Upgrades এর পিছনে Unlimited Money খরচ করার জন্য পেয়ে যাবেন।

Iron Man 3 Movie টির উপরই Based করে এই গেমটিকে বানানো হয়েছে। তাই এখানে Iron Man 3 এর Storyline ই পাবেন।

গেমটির গ্রাফিক্স খুবই ভালো। গেমটি খেলতে হলে আপনাকে High end mobile device ব্যবহার করতে হবে না। একটি মোটামোটি ভালো ডিভাইস হলেই গেমটি খেলতে পারবেন Smoothly।

গেমটিতে আছে ১৮ টি Costumes, ৪ Super Villain, New York/Malibu/China Locations আরো অনেক কিছু।

গেমটির কন্ট্রোলও বেশ ভালো। ২০১৭ সালের গেম অনুযায়ী গেমটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। এখানে আপনি Decent Storyline, Great Graphics, Good Control সবই পেয়ে যাচ্ছেন।

Iron man fans দেরকে এই গেমটি আমি অবশ্যই সাজেস্ট করবো বিশেষ করে যারা এই গেমটি সম্পর্কে জানতেন না বা খেলে দেখেননি।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

11) Game Name : Thor : The Dark World

Game Developer : Gameloft

Game Size : 800 MB+

Required OS : 2.3+

Game Released Date : October 22, 2015

Game Version : 1.2.2a

Game Link : Pdalife

https://pdalife.com/tor-2-oficialnaya-igra-android-a6688.html

Marvel এর Thor Character টিকে কে না ভালোবাসে? আপনিও যদি একজন Thor Fan হয়ে থাকেন তবে এই গেমটি আপনারই জন্যে।

এখানে Thor এর বিভিন্ন Hammer সহ বিভিন্ন Skills, Upgrades, Powers, Teleportation, Magic, Healing, Warriors ইত্যাদি পেয়ে যাবেন।

গেমটি একটি RPG Action Game। এখানে আপনি একটি Decent Storyline পেয়ে যাবেন। আর হ্যাঁ, যারা Loki এর Fan আছেন তাদের জন্যেও এই গেমটি।

কারন এখানে আপনি Loki এর Character + powers সবই পেয়ে যাবেন। এই গেমটি আপনি প্লে-স্টোরে পাবেন না। গেমটি যেহেতু অনেক পুরোনো (২০১৫ সালে রিলিজ হওয়া) তাই এই গেমটি প্লে-স্টোর থেকে রিমুভ করে দেওয়া হয়েছে।

Gameloft এর বেশিরভাগ পুরোনো ভালো ভালো গেমই প্লেস্টোরে আপনি পাবেন না। তারা রিমুভ করে দিয়েছে। এই গেমগুলোর আর কোনো আপডেট আসবে না জীবনেও।

লেটেস্ট ভার্সনটিরই লিংক আমি দিয়েছি। তাই গ্রাফিক্স কন্ট্রোল এগুলো নিয়ে অভিযোগ করেও লাভ নেই। আর তাছাড়া গেমটিতে যে খারাপ গ্রাফিক্স আছে এমনটা কিন্তু না।

২০১৫ সালের গেম অনুযায়ী বেশ ভালো গ্রাফিক্সই আপনি পেয়ে যাচ্ছেন। আর কন্ট্রোলও মোটামোটি ভালোই। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আপনাকে তেমন কোনো High End Device ব্যবহার করতে হবে না গেমটি খেলতে।

যেকোনো ডিভাইসেই অনায়াসেই ভালোভাবেই গেমটি Smoothly কোনো Lag বা Hang করা ছাড়াই খেলতে পারবেন।

গেমটিতে প্রচুর পরিমানে Powers এর ব্যবহার রয়েছে। তাই আশা করছি যারা এ ধরনের গেমস পছন্দ করেন তাদের কাছে ভালোই লাগবে গেমটি।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

10) Game Name : GT Racing 2 : The Real Car Experience

Game Developer : Gameloft

Game Size : 1.19 GB

Required OS : 4.1+

Game Link : Playstore

https://play.google.com/store/apps/details?id=com.gameloft.android.ANMP.GloftRAHM

 

এটি একটি অনেক পুরোনো গেম (২০১৩ সালে রিলিজ হওয়া) সত্তেও গেমটির গ্রাফিক্স অনেক ভালো। বর্তমানে অনেক ভালো ভালো গেমকে পিছনে ফেলার সামর্থ্য রাখে। গেমটি প্লে-স্টোরে ১ কোটি বারেরও বেশি ডাউনলোড হয়েছে এবং গেমটির রিভিউ ১০ লক্ষাধিক বারেরও বেশি ক্রস করেছে আর তার সাথে গেমটির রেটিং দেওয়া আছে 4.1 ★।

যদিও রেটিং একটু কম অন্যগুলোর তুলনায়, তবুও আমার কাছে গেমটির গেমপ্লে ও গ্রাফিক্স এর দিক থেকে বাকীগুলোর থেকে একটু বেশি Stable মনে হয়েছে। গেমটির নামের মতোই আপনাকে প্রায় সত্যিকারের গাড়ি চালানোর অনুভুতি দিবে।

অনেকেই বলতে পারে যেঃ পিসি গেমগুলো এগুলোর কাছে কিছুই না। হ্যাঁ, আমি মানি। কিন্তু আপনিই বলুন এখানে কার কি করার আছে? Game developer রা নিয়মিত মোবাইল গেমগুলো ভালো করার চেষ্টা করছে।

পিসির সাথে মোবাইল গেমস এর তুলনা হয় না। তাই এ বিষয় নিয়ে তর্কে আসতে চাই না। যাই হোক, গেমটিতে আপনি Mercedes-Benz, Ferrari, Dodge, Nissan, Audi, Ford সহ বিভিন্ন ধরনের মোট ৩০ টিরও বেশি গাড়ির কালেকশন দেখতে পাবেন।

গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ

09) Game Name : Asphalt Nitro 2

Game Link : apkmody

https://apkmody.io/games/asphalt-nitro-2

আমি Mod version টির লিংক দিচ্ছি যেখানে আপনি Unlimited money পাবেন। যারা asphalt 9 গেমটি খেলেছেন বা গেমটির নাম শুনেছেন তাদেরকে বলছি এই গেমটি asphalt 9 এর lite version।

তবে এই গেমটির গ্রাফিক্স এর কোনো তুলনাই হয় না। এত কম এম্বির ভিতরে Gameloft যে কিভাবে এত ভালো ভালো গেম Develop করে তা আমি আজও বুঝে উঠতে পারলাম না। Gameloft এর আরো অনেক গেমস আছে অল্প সাইজের ভিতরে।

আপনারা চাইলে আমি সেটা নিয়ে আলাদা একটি পোস্ট লিখতে পারি। যাই হোক, গেমটির গ্রাফিক্স, কন্ট্রোল, সাউন্ড, Car Collection, সব দিক দিয়েই অন্যান্য রেসিং গেমগুলোকে টক্কর দিতে পারে।

যাদের মোবাইলে Space কম কিংবা মোবাইলের Processor ভালো না তারাও এই গেমটি অনায়াসেই Smoothly Run করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। Asphalt 9 এর alternative হিসেবে খেলতে পারেন এই গেমট। খুবই ভালো একটি গেম।

গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ

08) Game Name : Blitz Brigade

Game Developer : Gameloft

Game Size : 50 MB (ভিতর থেকে 800+ MB এর Data ডাউনলোড হবে)

Required OS : 4.1+

Game Link : Playstore

https://play.google.com/store/apps/details?id=com.gameloft.android.ANMP.GloftINHM

হয়তোবা অনেকেই এই গেমটির নাম শুনেছেন। গেমটি প্লে-স্টোরে ডাউনলোড হয়েছে মোট ১ কোটি বারেরও বেশিবার। গেমটির রিভিউ রয়েছে ১০ লক্ষাধিক বারেরও বেশি। গেমটির রেটিং 3.2 ★। এখন অনেকেই বলতে পারেন যে এত কম রেটিং এর গেম কেন সাজেস্ট করে লিস্টে রেখেছি। আসলে এত কম রেটিং দেওয়ার কারন কি এটাই দেখার জন্যে গেমটি ইন্সটল করেছিলাম। কিছুক্ষন খেলে দেখার পর আমার কাছে এটা অস্পষ্ট হয়ে গেলো যে গেমটির রেটিং কেন এত কম।

কেন বলছি এ কথা? গেমটি আপনি নিজেই ইন্সটল করে দেখলে বুঝতে পারবেন। গেমটির গ্রাফিক্স খুবই ভালো। Gameloft কখনোই তাদের গেমগুলোতে ডিটেইলস এর ঘাটতি রাখে না। কন্ট্রোল, গেমপ্লে আমার কাছে সব দিক দিয়েই ভালো লেগেছে। গেমটি খুবই এডিক্টিভ। গেমটিতে আপনারা Deathmatch, Domination, Capture the flag, Free-For-All সহ বিভিন্ন Mode পাবেন খেলার জন্যে।

যদিও এটি একটি অনেক পুরাতন গেম (২০১৩ সালে রিলিজ হওয়া) তবুও নিয়মিত আপডেট করে গেমটিকে অনেক ভালোই অপটিমাইজড করছে Gameloft। যদিও তারা টাকার প্রতি অত্যাধিক লোভী হয়ে গিয়েছে (যা সবাই জানে, বিশেষ করে আমার মতো পুরাতন Gameloft এর গ্রাহক 😁) কিন্তু তবুও তারা তাদের গেমগুলো ভালোই অপটিমাইজ করছে।

কিছু ঘাটতি থাকলেও গেমটি আমার কাছে Overall ভালোই লেগেছে। আপনিও Try করে দেখতে পারেন। যদিও কম সাইজের বলে ১ জিবির কাছাকাছি একটি গেম ধরিয়ে দিচ্ছি, তবুও যারা এই গেম সম্পর্কে জেনেও খেলে দেখেননি তাদের জন্যেই এই গেমটি লিস্টে Add করে রাখলাম।

গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ

07) Game Name : Modern Combat Series (Modern Combat 1-6)

আমি বলবো modern combat 3-6 পর্যন্ত খেলে দেখতে। কারন 1-2 গুলো অনেক পুরোনো গেম। তাই এতটাও Optimized না। খেলে খুব একটা মজা পাবেন না।

Game Developer : Gameloft

Game Size : 1 GB/2 GB এরকম হবে প্রত্যেকটি গেমই।

Game Type : Online/Offline (Multiplayer Mode ও পাবেন)

Required OS : Modern Combat 3-4 যেকোনো Android Device এই ভালোভাবেই Smoothly খেলতে পারবেন। 5-6 মোটামোটি ভালো ডিভাইস হলেই খেলতে পারবেন অতি সহজেই।

Game Released Date : 2011/2012/2014/2017

Game Link : Playstore/Rexdl/Revdl (Mod খেলতে চাইলে)

আপনি কি Action FPS Shooting Games পছন্দ করেন আর ভালো Storyline এ খেলতে চান? Multiplayer খেলতে খেলতে বিরক্ত? ভালো Graphics এ সুন্দর Storyline এ খেলতে চান?

তবে প্রত্যেকটি প্রশ্নের উত্তরই এই Series এ পেয়ে যাবেন। Gameloft এর Masterpiece বলা যায় এই Series টাকে।

প্লে-স্টোরে এই গেমগুলোকে ডাউনলোড করা হয়েছে একাধারে ৫ লক্ষ/১০ লক্ষ/ ১ কোটি/ ১০ কোটিবারেরও বেশিবার! আর এদের রিভিউ আছে ৫০ লক্ষাধিকবারেরও বেশি। বর্তমান সময়েও এই গেমগুলো অনেক ভালো ভালো গেমকে টক্কর দেবার ক্ষমতা রাখে।

কেননা গেমগুলো এতটাই Optimized, হোক সেটা Graphics কিংবা Soundtrack কিংবা Control এর দিক থেকে। বিশেষ করে Modern combat 4 এ যে Graphics দেওয়া আছে তা আপনি বর্তমানে বেশিরভাগ গেমেও পাবেন না। পেলেও আপনাকে ভালো একটি ডিভাইস কিনতে হবে খেলার জন্যে।

এই গেমগুলো 512 Mb Ram ওয়ালা Symphony মোবাইলে প্রাচীনকালে খেলেছি 😁😁। এখনো ভালো লাগে। আর Storyline নিয়ে কি বলবো? আপনি নিজে খেলে দেখলেই বুঝতে পারবেন।

Modern combat 3-4 এ মারাত্তক লেভেল এর স্টোরি রয়েছে। বিশেষ করে Modern combat 4 এ যেখানে আপনি Hero+Villain দুই দলের হয়েই খেলতে পারবেন Story mode এ। তাছাড়াও Multiplayer Mode তো আছেই।

এমন গেম বর্তমানে হারিকেন নিয়ে খুজেও পাওয়া যায় না 😁😅। Recommend করবো সবাইকেই একবার হলেও গেমটি খেলে দেখতে।

নিচে গেমগুলোর কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

06) Game Name : The Amazing Spiderman 1

Game Developer : Gameloft

Game Size : 1.5 GB+

Required OS : 9.0 (Supported Now)

Game Type : Offline

Game Link : Pdalife

https://pdalife.com/the-amazing-spider-man-android-a1459.html

 

The Amazing Spiderman Movie টি দেখেননি এমন মানুষ খুজে পাওয়া খুবই মুশকিল। তবুও যারা দেখেননি গিয়ে দেখে আসুন। অসাধারন একটি মুভি।

The amazing spiderman এর 1 no. Movie এর উপর ভিত্তি করেই এই গেমটি তৈরি করা হয়েছে। তাই এখানে সেই মুভিটিরই স্টোরিলাইন দেখতে পাবেন। ১০০% না। তবে অনেকটাই পাবেন।

এখানে আপনি spiderman character কে নিয়ে খেলবেন। ইচ্ছামতো swinging, jumping, fighting, web shooting, flying ইত্যাদি করতে পারবেন। ইচ্ছামতো web ছুড়তে পারবেন।

তার সাথে বিভিন্ন গাছে, বিল্ডিংয়ে ইত্যাদি জায়গায় Spiderman এর মতো ঝুলে থাকতে ও অন্যান্য কাজ করতে পারবেন।

আমি unlimited money mod এর লিংক দিয়েছি। এখান থেকে বিভিন্ন special equipments purchase করতে পারবেন আপনার ইচ্ছামতো। যা আপনাকে আপনার mission গুলোতে অনেক সহায়তা করবে।

এখানে Villain Fights গুলোতে আপনি প্রচুর মজা পাবেন। Nonstop Action এর সাথে পাবেন অনেক ভালো গ্রাফিক্স। 2012 সালে গেমটি রিলিজ হয়েছিল। সে তুলনায় আপনি অনেক ভালো গ্রাফিক্সই দেখতে পাবেন। Gameloft এর আরো একটি Masterpiece এই গেমটি।

অনেক বারই খেলেছি আমি এই গেমটি। এমন গেম এখন আর Gameloft Android Platform গুলোর জন্যে বানায় না। এই গেমটি দেখলেই বুঝা যায় Gameloft একসময় কতটা ভালো ছিলো। Gameloft কতটা ভালো ভাবে গেমস বানাতো।

কিন্তু এখন আর সেই আগের Gameloft নেই। এখন Gameloft টাকার পিছনে দৌড়িয়ে বেশিরভাগ গেমই নষ্ট করে দিচ্ছে। এছাড়াও তারা অতিরিক্ত Restrictions দেওয়ার কারনে কেউ আর তাদের গেমসগুলোর কথা বলে না।

যেমনঃ ইউটিউবে কেউ তাদের গেম আপলোড করলে তাদেরকে কপিরাইট স্ট্রাইক দেওয়া। যা অন্যান্য গেম ডেভেলপাররা করে না। এসব বিভিন্ন কারনে এখন Gameloft কোম্পানিটির নাম আর আগের মতো নেই।

যাই হোক, তাদের পুরোনো এমন অনেক ভালো ভালো গেমস আছে যা অনেকেরই খেলে দেখা উচিত বলে আমি মনে করি।

এই গেমটিও খেলে দেখতে বলবো যদি আপনি না খেলে দেখেন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

05) Game Name : The Amazing Spiderman 2

Game Developer : Gameloft

Game Size : 1.15 GB+

Required OS : 5.1+

Game Type : Offline

Game Link : Pdalife

https://pdalife.com/the-amazing-spider-man-2-android-a9030.html

The Amazing Spiderman 1 এর পরে The Amazing Spiderman 2 Movie টি রিলিজ হয়। সেই Movie এর উপর ভিত্তি করেই এই গেমটিকে রিলিজ করা হয় Android এর জন্য।অন্যান্য প্ল্যাটফর্মেও রিলিজ করা হয়।

এটি The Amazing Spiderman 1 এর Next Updated Version বললেও ভুল হবে না। এই গেমটি Android এর Best Spiderman Game বললেও ভুল হবে না। কারন এটাই সত্য।

Android Platform এ এখন পর্যন্ত যতগুলো Spiderman Games Release করা হয়েছে তাদের ভিতরে এটাই সবচেয়ে বেস্ট। এখানে সব গর্তগুলো (সমস্যাগুলো) Fillup করা হয়েছে পূর্বের গেমগুলোর।

মানে এই গেমে আপনি সবই পাবেন যা আগের গেমগুলোতে Missing ছিলো। এখানে Venom, Electro, Green Goblin, Cat Women সহ আরো অনেক Villain এর দেখা আপনি পাবেন।

তাদের প্রত্যেককে নিয়েই আলাদা আলাদা Storyline সাজানো হয়েছে। যেখানে তাদের বাসে Boss Fight করতে পারবেন।

এই গেমের সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে এর গ্রাফিক্স + কন্ট্রোল। আপনার কাছে যদি একটা মোটামোটি লেভেল এর মোবাইলও থাকে তবুও আপনি এই গেমটিকে smoothly খেলতে পারবেন।

এই গেমটির গ্রাফিক্স + কন্ট্রোল মাখনের মতো। এতটাই Smooth। পূর্বের the amazing spiderman 1 গেমে আপনি যা যা missing পেয়েছেন এখানে সবকিছুই improve করা হয়েছে।

এখানে আপনি climbing এর সময় running এর animation দেখতে পাবেন। detail এর দিকে অনেক focus করা হয়েছে গেমটিতে। যেমনঃ আপনি এমন জায়গায় web slinging করতে পারবেন না যেখানে শুধু পানি আছে বা এমন কোনো কিছু নেই যেখানে web আটকাবে।

মানে spiderman এর full character টাকে এখানে ভালো ভাবেই portrait করতে পেরেছে ডেভেলপাররা। এছাড়াও এখানে আপনি black spiderman, ultimate spiderman সহ আরো অনেকগুলো spiderman এর costume পাবেন নিয়ে খেলার জন্য।

আমি mod all unlocked লিংক দিয়েছি। তাই আপনি ইচ্ছামতো costume, upgrades ইত্যাদি purchase করতে পারবেন।

গেমটি ২০১৪ সালে রিলিজ করা হয়। সেই অনুযায়ী গেমটি আজকের অনেক ভালো ভালো গেমকে টক্কর দিতে সক্ষম। গেমটিকে সে সময়ের তুলনায় অনেক ভালো ভাবেই Optimize করা হয়েছে।

যারা এর the amazing spiderman 1 খেলেছেন বা যারা খেলেননি সবাইকে বলছি এটা অন্তত ট্রাই করে দেখতে। অন্তত যারা marvel fan/ spiderman কে ভালোবাসেন তারা অবশ্যই দেখবেন।

কারন Android এ যদি spiderman এর open world experience চান তবে এই গেমটি ছাড়া অন্য কোনো গেমে এমন মজা পাবেন না।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

04) Game Name : Gangstar New Orleans

Game Developer : Gameloft

Game Size : 1 GB

Required OS : 4.1+

Game Type : Online

Game Link : Playstore

Game Released Date : March 29,2017

যারা GTA Type গেমস পছন্দ করেন তাদের জন্যে এই গেমটি ও পরের গেমটি সাজেস্ট থাকবে।

প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা আছে ৭ লক্ষ ৭৯ হাজার+ এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.1 ★।

এই গেমটিকে অনেক Hate করা হয়। তার কারন আমি দেখিনা। এই গেমটি খেলে দেখার পর আমার দৃষ্টিভঙ্গি পালটে যায় এই গেমটির প্রতি। কারন এই গেমটিকে যেভাবে Hate করা হয় তেমন Hate এই গেমটি প্রাপ্য নয়।

কারন এই গেমের যে Graphics + Controls + Gameplay আছে তা প্রশংসার দাবীদার। গেমটি অনলাইন হওয়ায় অনেকের সমস্যা হতে পারে। কিন্তু বর্তমানে বেশিরভাগ গেমই অনলাইন গেমস। আর ডেটার দাম এখন খুবই সস্তা।

আর একটু আগে যে বলেছিলাম না Gameloft এর বাজে কোম্পানি হয়ে যাওয়ার কথাটা? আসলে ঐ বিষয়টাও এই গেমসহ প্লে-স্টোরে থাকা Gameloft এর অনেক গেমস এর উপরই প্রভাব ফেলেছে। তাই মানুষ এই গেমগুলো এখন আর ভালো চোখে দেখে না।

যখন Gangstar Vegas গেমটি রিলিজ হয় এর পরেই এই গেমটি রিলিজ হয়। মানুষ Gangstar Vegas গেমটি খেলে অনেক Expect করে ফেলে এই গেমটির প্রতি।

কিন্তু ঐ গেমের ধারে কাছেও না যাওয়ায় মানুষ এই গেমটিকে Hate করা শুরু করে। তবে আপনি যদি অন্য একটি Perspective থেকে গেমটিকে দেখেন তবে এই গেমটি সত্যিই প্রশংসার যোগ্য।

এর গ্রাফিক্স আমার কাছে অন্তত খুবই ভালোই লেগেছে। Open world হওয়ার কারনে প্রচুর Cars, Helicopters, Weapons, Bikes, Locations ইত্যাদি আপনি পাবেন।

এখানেও একটি Story mode আছে। কিন্তু তা অবশ্যই পরের গেম Gangstar Vegas এর মতো epic level এর না।

তবে এই গেমটি অবশ্যই খেলার যোগ্য। এবং খেলে দেখুন ভালোই লাগবে।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

03) Game Name : Gangstar Vegas

Game Developer : Gameloft

Game Size : 2.3 GB+

Required OS : 5.0+

Game Type : Online/Offline

Game Link : Playstore/Pdalife (For mod unlimited money version)

Android এ GTA Type Games এর ভিতরে Rockstar Games বাদে যদি অন্য কোনো কোম্পানি এই ধরনের Open World গেম তৈরি করে সফল হয়েছে তবে আমি Gameloft এর এই গেমটির কথাই বলবো।

এর গ্রাফিক্স + স্টোরিলাইন + কন্ট্রোল + গেম-প্লে সবকিছুই এক কথায় অসাধারণ। আমার কাছে এর Story টা সবচেয়ে বেশি ভালো লেগেছে।

গেমের শুরুতেই আপনাকে একটি Movie এর মতো Action Blockbuster Storyline দিয়ে শুরু করবে যেখানে Main Character Boxing Ring এ boxing করছে এমনটা দেখাবে। অবশ্যই আপনি সেই ম্যাচটি খেলবেন। এরপরে আবার এটি Side Mission এও পাবেন পুনরায় খেলার জন্য।

এরপর heist থেকে শুরু করে অনেক কিছুই এখানে দেখতে পাবেন। Gameloft এর আরো একটি Masterpiece বলা চলে এই গেমকে। এই গেমটির সম্পূর্ণ মজা উঠাতে চাইলে আমি বলবো এর Mod Version টি খেলুন। সেখানে Unlimited Money পাবেন। যা ইচ্ছা তা করতে পারবেন।

গেমটির গ্রাফিক্সও অনেক প্রশংসার দাবীদার। অনেকেরই expectations fillup করতে পেরেছে এর গ্রাফিক্স (Android Games এর দিক দিয়ে)। আপনার কাছে একটি মোটামুটি ভালো লেভেলের মোবাইল ডিভাইস থাকলেই আপনি গেমটি Smoothly খেলতে পারবেন।

এতে ৩ ধরনের গ্রাফিক্স পাল্টানোর অপশন পাবেন। Low Graphics, Optimal Graphics, High Graphics। শুরুতেই সবসময়ই Optimal থাকবে। তবে আপনি Settings এ গিয়ে পালটে নিতে পারবেন।

গেমটির শেষের দিকের স্টোরিতে অনেক বড় ধরনের টুইস্ট পাবেন। তাই যারা খেলেননি অবশ্যই খেলে দেখবেন। একটি মুভি দেখার মতো Feel পাবেন। যেখানে সবকিছু আপনি নিজে কন্ট্রোল করছেন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

02) Game Name : Iron Blade

Game Developer : Gameloft

Game Size : 39 (ভিতর থেকে 1.1 GB+ Data Download হবে)

Required OS : 4.4+

Game Released Date : May 24, 2017

Game Version : 2.3.0h

Game Link : Playstore

Gameloft এর গেম মানেই ভিন্ন কিছু। কিন্তু এই গেমটির প্লে-স্টোরের রেটিং দেখে অনেকেরই মন ভিন্ন দিকে ঘুরে যেতে পারে। হ্যাঁ এটাই স্বাভাবিক।

প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশি। প্লে-স্টোরে গেমটি রিভিউ করা হয়েছে ৩ লক্ষ ৪৫ হাজার+ বার। সে রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 3.7 ★।

কেন এই রেটিং সব কিছুই বলছি। মনোযোগ দিয়ে পড়ুন। তাহলেই বুঝতে পারবেন। আসলে গেমটি রিলিজ করা হয় ২০১৭ সালের মে মাসের ২৪ তারিখ।

গেমটি ঐ সময়ের তুলনায় খুবই বেমানান ছিল। কারন ঐ সময় থেকেই আমরা Android Market এ অনেক ভালো ভালো গেমস দেখতে শুরু করেছি যেগুলো Pc/Console Level এর গ্রাফিক্স এর দিকে এগিয়ে যাচ্ছিলো অনেকটাই।

বর্তমানে Genshin impact, honkai impact 3rd, pubg, free fire, call of duty এ ধরনের গেমের তুলনায় এই গেমের গ্রাফিক্স খুবই বেমানান। কেন আপনি তা নিজে খেললেই বুঝতে পারবেন।

একেবারেই খারাপ যে এমনটা নয়। তবে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তবে কেন এটা লিস্টে রাখলাম? লিস্টে রেখেছি এর গেমপ্লে এর কারনে।

গ্রাফিক্স হয়তোবা আপনি ভালো পাবেন যদি আপনার কাছে ভালো Chipset এর একটি High end মোবাইল থাকে। গ্রাফিক্স সেটিংস গেমের সেটিংস এ গিয়েই চেঞ্জ করতে পারবেন।

গেমপ্লে এর কথা বলতে গেলে আমার helio g35 processor এও optimal graphics এ বেশ smooth গেমপ্লে পেয়েছি।

আর এখানে attack এর পর নানান ধরনের special skills and attack movements আমার কাছে বেশ ভালোই লেগেছে।

যারা RPG বা Role Playing Games খেলতে ভালোবাসেন তাদের জন্যে এই গেমটি আমি অবশ্যই Recommend করবো।

কেননা এখানে RPG Gaming এর Action এর মজাটা ভালো ভাবেই উপভোগ করতে পারবেন।

কিন্তু তবুও Gameloft এই গেমটিকে আপডেট করে ছেড়ে দিয়েছে ২ বছর হলো। শেষবারের মতো আপডেট করা হয়েছিল ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর তারিখে।

যদি আবার এই গেমটিকে ডেভেলপাররা আপডেট করা শুরু করে তবে বেশ ভালো কিছু এক্সপেক্ট করা যেতে পারে। তবে সম্ভাবনা খুবই কম।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ


01) Game Name : The Dark Knight Rises

Game Developer : Gameloft

Game Size : Around 900 MB

Required OS : 2.3+

Game Released Date : 6 October, 2017

Game Version : 1.1.6

Game Link : Pdalife

https://pdalife.com/the-dark-knight-rises-android-a1541.html

Marvel এর গেমের সাথেও DC Fans দের জন্যেও একটি গেম দিয়ে দিলাম। DC Fans দের কাছে এই গেমটি আশা করছি অনেক ভালো লাগবে।

আমি Unlimited Money Mod এর লিংক দিয়েছি। তাই আপনাকে Equipments Purchase করতে সমস্যা হবে না। যতো ইচ্ছা কিনুন কোনো সমস্যা ছাড়াই।

এই গেমটিতে আপনি অসাধারন একটি Storyline পাবেন। অনেক Addictive একটি গেম। খেললে মনে হয় আরো খেলি।

একের পর এক Twist + Storyline এ আপনাকে এগিয়ে নিয়ে যাবে গেমটি। আপনি ইচ্ছামতো Character Control করতে পারবেন।

এছাড়াও Nonstop Action, Fighting, Bike Riding, Flying, Gliding ইত্যাদি তো আছেই। মানে Batman Character এর সবকিছুই আপনি করতে পারবেন এখানে।

যারা DC Fans রয়েছেন এবং Batman Character টাকে ভালোবাসেন তাদেরকে আমি অবশ্যই এই গেমটি সাজেস্ট করবো। আমার খেলা one of the best Batman game on android।

Must Try and Must Recommended একটি গেম।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

পোস্টটি লম্বা হয়ে গেলে দূঃখিত। আমার খেলা সবচেয়ে Best Gameloft Games গুলোর ভেতরে এগুলো একেবারে সবসময় Top এ থাকবে। তাই এগুলোই ভাবলাম শেয়ার করি।

Playstore এ যে Game গুলো Paid বা Unavailable থাকবে সেগুলো rexdl/revdl/pdalife এই website গুলোতে Check করবেন। এখানে mod version গুলোও পেয়ে যাবেন।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।
ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
THIS IS 4HS4N
LOGGING OUT….

 

The post Gameloft এর Underrated ১৩টি Mind Blowing Games! appeared first on Trickbd.com.

শুরুতেই বলি, আপনি যদি ইংরেজিতে কথা বলতে (চ্যাটিং করতে) না পারেন, তাহলে এই পোস্ট উপেক্ষা করুন।

যদি আপনি মুটামুটিও ইংলিশ পারেন, তাহলে এটা আপনার ভালো লাগবে এবং উপকারেও আসবে এবং আপনার ইংরেজিও প্র‍্যাক্টিস হবে।

আমি অনেক গুলা অ্যাপ ট্রাই করেছিলাম নিজের একাকিত্ব কাটাতে। তার মধ্যে “High Rise” নামক অ্যাপ টা বেস্ট মনে হয়েছে। এটাকে হয়তো অ্যাপ না বলে গেমও বলা যায়- “লাইফ সিমুলেশন গেম”।
যারা EA™ এর Sims গেমগুলা খেলেছেন, তাদের কাছে এটা ভালো লাগবে। আমিও Sims এর ফ্যান, কিন্তু সেটায় কিছু সমস্যাও ছিল, যেমন বেশিরভাগ লো-এন্ড ফোনে গেম খেলাকালীন ক্র‍্যাশ করতো, যেহেতু ভারী গেম ছিল। কিন্তু High Rise লো-এন্ড ফোনে খেলার জন্যও উপযুক্ত।

Name: High Rise

Size: Depends on device ( 62 MB according to my phone), but maximum 120 MB

Link: Play Store

এতোক্ষণে বুঝেই ফেলেছেন যে এটা ভার্চুয়াল মেটাভার্স সংশ্লিষ্ট গেম।

যা যা করতে পারবেন এ গেমে-
১। নিজের রুম সাজাতে পারবেন, পোশাক বদলাতে বা কিনতে পারবেন।
২। আপনি যদি এমন চরিত্রের মানুষ হয়ে থাকেন যে গেমে দামী দামী আউটফিট কিনে শো-অফ করবেন, তাহলে এ গেম পারফেক্ট আপনার জন্য। কারণ, এইখানকার ফ্যান্সি ড্রেস গুলা আমাদের বাস্তব ড্রেসের মতোই দামী, এবং সেগুলা পেতে আসল টাকাই খরচ করতে হয়। তবে যারা ফ্রী ইউজার, তাদেরও ভালো দিক আছে। এখানে বিভিন্ন ইভেন্ট এ অংশগ্রহণ করে ফ্রী তে অনেক ড্রেস, ইমোট বা ঘরের আসবাবপত্র জিততে পারবেন। আর গেমে তো ফ্রী টোকেন আছেই।
৩। বিভিন্ন মানুষের রুমে, ঢুকতে পারবেন, তাদের রুমে বিভিন্ন জায়গায় বসতে পারবেন, চ্যাটিং করতে পারবেন, গান শুনতে পারবেন।
৪। আপনি চাইলে একাধিক রুম খুলতে পারবেন এবং চাইলে নিজের রুমের মালিকানায় অন্য কাউকে দিতে পারবেন বা একাধিক মালিকানা রাখতে পারবেন।
৫। পাবলিক রুম অসংখ্য রয়েছে যেখানে আপনি বিভিন্ন দেশের মানুষ পাবেন। বাংলাদেশের মানুষও পাবেন। আমি নিজেই পেয়েছি। বাংলাদেশি এক মেয়েকেও পেয়েছি, এখনো কথা হয়। ইন্ডিয়ান এক মেয়ে ও এক ছেলে এবং মিশরের এক মেয়ের সাথেও সোশাল ফ্রেন্ডশীপ হয়েছে। আর জামাইকা এর এক মেয়ের সাথে আমার মুটামুটি বেশ ভালো বন্ধুত্ব হয়েছে। প্রতিদিনই কথা হয় স্ন্যাপচ্যাটে। (শুধু মেয়ে বন্ধুত্ব এর কথা শুনে আমাকে জাজ করবেন না) এখন তো আর High Rise খেলিই না আর, কারণ একাকিত্ব আর ফীল হয় না। 😇

এছাড়াও প্রোফাইল সিস্টেম, নিউজফীড, প্রাইভেট কনভার্সেশন সহ সাধারণ ফিচারসমুহও রয়েছে।

এবার কথা না বাড়িয়ে গেম ওপেন করুন।

গেমের শুরুতে আপনাকে male/female চয়েজ করতে হবে, পোশাক, দেহের রঙ ও অন্যান্য ফিজিক্যাল মোফিফিকেশন করে নিজের ক্যারেক্টার সাজিয়ে নিবেন এবং একটি ইউনিক ইউজার নাম দিয়ে একাউন্ট খুলতে হবে।






এটাই আপ্নার ঘর। উপরে “Room” অপশন থেকে “Clubrise” সিলেক্ট করুন। কারণ, অন্যান্য পাবলিক রুমে ৪০/৫০ জন করে লোক থাকে, বেশি হিজিবিজি লাগতে পারে নতুন নতুন। তাই এখানে ঢুকলে এক রুমে ১০ এর বেশি থাকে না, তাই এখানে আপনি গেম এর বিভিন্ন ফিচার প্র‍্যাকটিস ও নতুন দের সাথে কথা বলতে পারবেন ও একই সাথে।


গুড লাক।

আপনার একাকিত্ব শেষ হওয়ার পথে, আশা করি।

The post একাকিত্ব কাটাতে যে অ্যাপ(গেম) আপনাকে সাহায্য করবে এবং যেখানে আপনি বিভিন্ন ধরনের মানুষের সাথে মিট-আপ করতে পারবেন appeared first on Trickbd.com.

আসসালামু আলাইকুম বন্ধুরা,

কেমন আছেন সবাই?

আশা করছি সবাই আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন।

বর্তমানে সময় কাটানোর জন্য অ্যানড্রোয়েড গেমের বিকল্প নেই বললেই চলে।

যখনই অল্প সময় পাওয়া যায় তখনি পছন্দের গেম বের করে খেলা শুরু করে সবাই।
গতপর্বে আমি তোমাদের জন্য এনিছিলাম সেরা ৫ টি অ্যান্ড্রোয়েড গেম।
গত পর্বে আমি পাচটি গেম নিয়ে কথা বলেছিলাম যারা দেখেনি তারা নিচের লিংক থেকে দেখে নিতে পারেন।
নিয়ে নিন সময় কাটানোর জন্য সেরা পাঁচটি অ্যান্ড্রোয়েড গেম{পার্ট ১}

আর আজকে নিয়ে আসলাম এর শেষ পর্ব,
তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক:-

5.Crossy Road
Size:-80 mb
Ratting:-4.2
Download:-100M+

গেমটির কনসেপ্ট এক কথায় অসাধারণ।

গেমটিতে তোমাদের একটা মুরগীকে(বা অন্য যেকোনো প্রাণী) রাস্তার একদিক থেকে অন্যদিকে নিয়ে যেতে হবে।

কিন্তু মূল চ্যালেঞ্জটা হলো রাস্তায় থাকবে চলন্ত গাড়ি,চলন্ত ট্রেন ইত্যাদি ইত্যাদি।

একারণে তোমাদের এসব অবস্টেকেল গুলো পার করে মুরগীকে নিয়ে যেতে হবে।

গেমটি তোমারা অফলাইন এবং অনলাইনে বন্ধুদের সাথেও খেলতে পারবেন।
তো অবশ্যই টা একবার ট্রাই করবে।
Screenshot:-




Download Link:-Crossy Road

4.Match Masters
Size:-126 mb
Ratting:-4.3
Download:-10M+

Match Masters গেমটি মূলত Candy Crush এর মতোই,

কিন্তু এই গেমটির সবচেয়ে সেরা দিকটা হলো গেমটিতে তোমরা অনলাইনে রিয়েল মানুষদের সাথে খেলতে পারবে।

প্রতিটি ম্যাচে মোট তিনটি করে রাউন্ড থাকবে,সব রাউন্ড শেষে যার সবচেয়ে বেশি পয়েন্ট থাকবে সেই হবে ম্যাচের উইনার।

প্রতিটি ম্যাচে তোমারা নিজের পছন্দমতো যেকোনো একটা পাওয়ার নিয়ে যেতে পারো,যেটা ব্যাবহার করে তোমাদের সর্বোচ্চ পয়েন্ট করার চেষ্টা করতে হবে।

তো অবশ্যই গেমটি একবার ট্রাই করে দেখতে পারেন।
Screenshot:-



Download Link:-Match Masters

3.PunBall
Size:-124 mb
Ratting:-4.6
Downloads:-5M+

Punball গেমটি অনেকটা Block Breaker এর মতো।

কিন্তু যে বিষয়টা এই গেমটিকে আলাদা করে সেটা হলো গেমটিতে রয়েছে ব্লকের পরিবর্তে বিভিন্ন রকমের জম্বি বা অন্য কিছু যারা আপনাকে অ্যাটাক করতে থাকবে এবং আপনার লাইফ কমাতে থাকবে,

আর তাই তোমাদের দ্রুত করে সবগুলোকে মারতে হবে।

এছাড়াও তোমাদের কাছে থাকবে বিভিন্ন রকমের পাওয়ার যেগুলোও তোমরা ইউজ করতে পারো।

তাই যারা ব্লক ব্রেকার এর মত কোন গেম খুঁজছেন তারা অবশ্যই গেমটি একবার হলেও ট্রাই করবেন।
Screenshot:-




Download Link:-[url=https://play.google.com/store/apps/details?id=com.habby.punball[/url]

2.Kingdom Rush – Tower Defence
Size:-140 mb
Ratting:-4.5
Download:-10M+

Kingdom Rush গেমটি নিয়ে বেশি কিছু বলার নেই।কারণ আমার জানা মতে ম্যাক্সিমাম মানুষই অন্তত একবার হলেও এই গেমটা খেলে থাকবে।

Tower Defence গেমগুলোর মধ্যে সবচেয়ে সেরা হলো Kingdom Rush.

গেমটিতে তোমাদের বিভিন্ন রকমের weapon বসাতে হবে রাস্তার আশে পাশে যাতে করে,কেউ রাস্তার একপাশ থেকে অন্যপাশে যেতে না পারে

গেমটির গ্রাফিক্স খুব সুন্দর আর পাজেল গুলোও অনেক সহজ,তাই কেউ যদি গেমটি না খেলে থাকেন তবে অবশ্যই ট্রাই করবেন।
Screenshot:-</big




Download Link:-Love You To Bits

1.Typoman
Size:-363 mb
Ratting:-4.7
Download:-50K+

তোমদের যদি limbo গেমটা ভালো লেগে থাকে তাহলে এই গেমটিও অবশ্যই অবশ্যই তোমাদের ভালো লাগবে।

Typoman গেমটির অ্যানিমেশন,ব্যাকগ্রাউন্ড অনেকটাই Limbo গেমের মতো
Screenshot:-




Download Link:-Death Palette

তো আজকে এই পর্যন্তই,সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,নিয়মিত নামাজ আদায় করবেন আর ট্রিকবিডির সাথেই থাকবেন সবসময়।

আল্লাহ হাফেজ

The post নিয়ে নিন সময় কাটানোর জন্য সেরা পাঁচটি অ্যান্ড্রোয়েড গেম{শেষ পার্ট} appeared first on Trickbd.com.

প্রথমে এই গেম সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানানো উচিৎ বলে আমি মনে করি।

Honor of Kings (王者荣耀) গেমটি ২০১৫ সালে শুধুমাত্র চীন এ পাবলিশ করা হয় “তিমি স্টুডিও” এর দ্বারা, হ্যা একই স্টুডিও যেটা পাবজি গেমও ডেভেলপে কাজ করেছে। যাইহোক গেমটি চীন জুড়ে খুবই বেশি জনপ্রিয়তা পায় এবং এরপর সেটা আরো কিছু দেশে রিলিজ করা হয় কিন্তু আলাদা আলাদা পাবলিশার দ্বারা। বর্তমানে আমরা বাংলাদেশে যে Arena of Valor খেলি সেটা ঐ গেমের ই গ্লোবাল ভার্শন এবং এটা Level Infinite LLC দ্বারা পাবলিশ করা হয়েছে ইন্টারন্যাশনালি।

আর আজ আমরা যে ভার্শন নিয়ে কথা বলবো সেটা হলো ঐ গেমের ভিয়েতনাম ভার্শন। ভিয়েতনাম এর জন্য আলাদা করে Garena র পক্ষ থেকে পাবলিশ ও সার্ভার এস্টাবলিশ করা হয়েছে, হ্যা এটা সেই ডেভেলপার যেটা Free Fire ডেভেলপ করেছে।

ভিয়েতনাম ভার্শনের নাম হলো “Liên Quân Mobile”। এর ইংরেজি হলো Arena of valor Mobile।

একটি বিষয় আপনাদের ক্লিয়ার করে দেই- Arena of Valor, Honor of Kings ও Liên Quân Mobile একই গেম, গেমপ্লে তে কোনো পার্থক্য নেই। পার্থক্য সার্ভার, লগিন মেথড আর ইভেন্টে।

কেন এই ভার্শন খেলা উত্তম?
– সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো Matchmaking। এটার জন্যই মুলত এই ভার্শন খেলা উত্তম।
আমাদের এশিয়া সার্ভার যেটা দেয়া হয়েছে সেটাতে প্লেয়ার কম নয়, কিন্তু যেহেতু আমরা বাংলাদেশ রিজিওন থেকে খেলি, এ দেশে এ গেম খেলা অনেক বেশি নয়। ফলাফল গেমে ম্যাচমেকিং হতে অনেক সময় লাগে।
আমি আমার পর্যবেক্ষণ মাস্টার র‍্যাংকিং থেকে করতেছি। গোল্ড এর প্লেয়ার দের ম্যাচমেকিং তাড়াতাড়ি ই হয়, কিন্তু প্লাটিনাম এ উঠলেই ঝামেলা শুরু।
দিনে যদি আপনি ১০টা ম্যচ খেলেন, তার ২টা হয়তো স্টার্ট হতে ৩০-৪০ সেকেন্ড লাগবে, হঠাৎ ১টায় হয়তো স্টার্ট হতে এর কম সময় লাগবে আর বাকি ৭টা ম্যাচ স্টার্ট হতেই ১ থেকে ৩ মিনিট লাগে। আবার অনেক সময় এমন হয় যে কেউ কেউ ম্যাচমেকিং চালু রেখে বাইরে চলে যায়, ফলে ম্যাচ খুজে পেলেও মাঝে মাঝে তার “রেডি” দেয়ার অভাবে ম্যাচ স্টার্ট হয় না।
এই সমস্যার সমাধানে অনেকে ভিপিএন ব্যাবহার করেন, কিন্তু ভিপিএন-ও একটা ঝামেলা, যেটা সবাই চায় না।

আর এই ভার্শনটি আমি গত ১ সপ্তাহ ধরে ব্যাবহার করে আসছি। দিনের বেলায় ম্যাচমেকিং হতে এভারেজ ৫ সেকেন্ড সময় লাগে। বেশিরভাগ সময় ই ৩ সেকেন্ডে হয়, কিন্তু কিছু কিছু সময় ৫ সেকেন্ডের উপরে যায়। আর রাত ২টার পর ম্যাচমেকিং করতে গেলে ১০থেকে ১৮ সেকেন্ড লাগে। আমার এ পর্যন্ত সর্বোচ্চ ১৮ সেকেন্ড লেগেছে রাত ২টার পর। কিন্তু তার আগে ১০ সেকেন্ডও হতে দেখিনি।

যারা Arena of Valor খেলেন, এটা খেলতে ভালো লাগে, মজা পান এটা ভেবে, তাদের জন্যই মুলত এই ভার্শন। আর যারা গেম টাকে ইঞ্জয় করেন বন্ধুদের জন্য বা বাংলাদেশি প্লেয়ারদের সাথে চ্যাটিং করার মাধ্যমে, তারা এই ভার্শন ভালো লাগবে না। কারণ, এই ভার্শনে একটিমাত্র সার্ভার ই আছে এবং সেটায় ভিয়েতনাম বাদে অন্য কোনো দেশের প্লেয়ার নেই। এমনকি আপনি চাইলেও বাংলাদেশি বা অন্য কোনো সার্ভারের প্লেয়ার সাথে খেলতে পারবেন না।

সংক্ষেপেঃ

সুবিধা-
১। ম্যাচমেকিং এতো দ্রুত হবে যে আপনি বেশিরভাগ সময় ক্লিক করার সাথে সাথে ম্যাচ খুজে পাবেন।
২। আপনি আপনার পুরাতন ফেসবুক একাউন্টেই এই ভার্শনে নতুন করে আলাদা একাউন্ট খুলতে পারবেন, এতে দুই একাউন্ট ই থাকবে।
৩। তুলনা মূলক ল্যাগ কম দেয় (কেন, জানি না। তবে আমি দুইটাতেই ট্রাই করেছি। গ্লোবাল ভার্শনে শ্যাডো অন করে ল্যাগ পেয়েছি, কিন্তু এ ভার্শনে শ্যাডো দিয়ে কোনো ল্যাগ পাই নি) এবং ডাটা সাইজ প্রায় ৬০০ এম্বি কম (মোট ৪.১২জিবি)
৪। গেমে ঢুকতে বা একাউন্ট খুলতে বা গেম খেলতে আপনার কোনো প্রকার কোনো ভিপিএন লাগবে না।

অসুবিধা-
১। প্রথমত অন্য কোনো সার্ভারে প্লেয়ারের সাথে খেলতে পারবেন না।
২। ভিয়েতনামে যেহেতু শুধু তাদের জন্যই এ ভার্শন, তারা ইংরেজিতে কথা বলে না, সবসময় তাদের ভাষায় কথা বলে, তাই তাদের কথা বুঝতে বা আপনার কথা তাদের বুঝাতে প্রবলেম ফেস হবে।
৩। আপনি শুধু ফেসবুক ও গেরেনা এর একাউন্ট দিয়ে আইডি খুলতে বা গেমে লগিন করতে পারবেন। গুগল বা অন্য কোনো মেথড নেই।

নিরপেক্ষ বিষয়ঃ এই গেমে আপনি সবসময় পিং ১৫০-২৫০ এর মধ্যে দেখতে পাবেন, কিন্তু এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কারণ, পিং এতো বেশি দেখালেও কাজ করে ৭০/৮০ পিং এর মতোই। আমি এর সঠিক এক্সপ্লেনেশন জানি না যে কেন পিং হাই দেখায়, কিন্তু গেমে একবারের জন্যও নেটওয়ার্ক ল্যাগ পাইনি আমি।

শুরুতেই যেকোনো ভিপিএন থেকে “ভিয়েতনাম” সিলেক্ট করুন।

কানেক্টেড হয়ে গেলে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন “Arena of Valor”।


এরপর Liên Quân Mobile ক্লিক করুন। এটা ইন্সটল ক্লিক করুন।


যেহেতু আমি ১ সপ্তাহ আগেই ইন্সটল করেছি, তাই দেখাতে পারলাম না।
তবে যেই ইন্সটল ১% হবে, তখন আপনি চাইলে ভিপিএন বন্ধ করে দিতে পারেন। এতে ডাউনলোড স্পীড বেশি পাবেন।
এরপর আপনি ভিপিএন কেটেও দিতে পারেন। 😅 এটার আর প্রয়োজন পরবে না।

এইটা লগিন পেজ।

এইটা মেইন পেজ। দেখতেই পাচ্ছেন আমার পিং ২০০+ দেখাচ্ছে, কিন্তু এটাই নর্মাল পিং হিসেবে আপনাকে ধরে নিতে হবে।

গেম লবি তে ঢুকার পরে আপনাকে নিচের মতো ওয়ার্নিং পেজ দিবে।

যদি ওয়ার্নিং পেজে Continue বাটন শো করে, তাহলে বুঝবেন আপনার নেটওয়ার্ক সঠিক আছে (যদিও গেম সেটাকে দুর্বল হিসেবে চিহ্নিত করবে)। এরপর Continue ক্লিক করে গেম খেলা শুরু করতে পারবেন। আর যখন Continue লেখা আসবে না, তখন বুঝবেন আপনার নেটওয়ার্ক প্রকৃতপক্ষেই দুর্বল।

এ পর্যন্তই। এঞ্জয় করুন।

কেউ খেলা শুরু করলে ID টা কমেন্টে দিবেন, একসাথে খেলবো। 😇

The post Arena of Valor এর ভিয়েতনাম ভার্শন খেলুন আর ম্যাচমেকিং দেরী হওয়া-কে বলুন আলবিদা [Android] appeared first on Trickbd.com.

League of Legends গেমটি LOL বা League নামে ফ্যানবেজে খ্যাত। গেমটি সর্বপ্রথম ২০০৯ সালে উইন্ডোজ এর জন্য রিলিজ করে Riot Games.
এটি বর্তমানে সবচেয়ে সফল MOBA (Multiplayer Online Battle Arena) গেমগুলোর মধ্যে অন্যতম।

গেমটি এখনো বাংলাদেশে রিলিজ করা হয়নি। হয়তো আগামী বছরে করবে। বেশ কয়েকটি দেশে ইতিমধ্যে খেলা হয়।

আজ আমরা সেটাই ইন্সটল করবো ও খেলবো।

শুরুতেই বলে রাখি-
গেমটি ইন্সটল করতে ও অ্যাকাউন্ট খুলতে VPN এর প্রয়োজন পড়বে। একবার অ্যাকাউন্ট খোলা সম্পন্ন হলেই আর VPN এর কোনো কাজ নেই। গেম খেলতে কোনো VPN লাগবে না।

গেমটি খেলার জন্য আপনার ফোনটি কমপক্ষে ২জিবি র‍্যামের হতে হবে। আর আপনার প্রসেসরের উপর নির্ভর করবে যে গেম টা স্মুথ চলবে নাকি ল্যাগ দিবে।

লো-এন্ড ফোন ইউজার দের জন্য কিছু কথাঃ
আমি দেড় বছর পুরোনো iTel Vision 1 ফোনে এটি ইন্সটল করেছি যেটার ২জিবি র‍্যাম, UniSoC SC9863A (28 nm) চিপসেট ও Octa-core, 1.6 GHz প্রসেসর সংশ্লিষ্ট।
আমার ফোনে এটা খেলার সময় মোট ৩টা জায়গায় ল্যাগ পেয়েছি-
১। যখন গেম ওপেন করা হয়, লগিন পেজ আসতে অনেক দেরী করে ও লগিন শেষ হলে লবি আসতেও অনেক সময় লাগে।
২। ম্যাচ স্টার্ট হওয়ার পর লবি তে ল্যাগ দেয়, অ্যানিমেশনের জন্য। (অ্যানিমেশন অফ করার কোনো অপশন নেই)
৩। ম্যাচ শেষ হলে Victory/Defeat অর্থাৎ রেজাল্ট পেজটা তে ল্যাগ দেয়।

ব্যাচ এইটুকুই, কিন্তু গেম খেলা চলাকালীন আমি কোনো ল্যাগ পাইনি। অর্থাৎ, আমার খেলা স্টার্ট হতে দেরী হয়, কিন্তু খেলায় কোনো ল্যাগ দেয় না।
আর এই ফোনটা মাত্র ৬হাজার এর, এতো ভারী একটা গেমে যে ব্যাটলফীল্ডে ল্যাগ দেয়নি, সেটাই অনেক। তো, আমার থেকে আপ্নার ফোন একটুও যদি ভালো হয়, আপনার খেলায় কোনো কিছু নিয়ে ক্ষোভ হবে না।

যাইহোক,
গ্রাফিক্স এর কথা তো বললাম ই না। নিঃসন্দেহে আমার খেলা অন্যান্য মোবা গেম যেমন MLBB, AoV, MarvelSuparWar, Vainglory, Legends of Ace, Heroes of Order এর গ্রাফিক্স ও উইআই এর থেকে অনেক বেশি উন্নত। এগুলো খেলার পর LOL ট্রাই করলে মনে হবে এ যেন নতুন এক লেভেলে। এমনকি আমার লো-এন্ড ডিভাইসেও মডারেট FPS এ গ্রাফিক্স ও আউটলাইন অনেক প্রশংসনীয় ছিল। তবে Onmyoji Arena গেমের গ্রাফিক্স এই গেমের গ্রাফিক্সকে কে হারানোর পোটেনশাল আছে বলে আমার মনে হয়। কারণ এটার আর্টওয়ার্ক ও এর গ্রাফিক্স ডিটেইল অনেক বেশি উন্নত।

এবার ডাউনলোডঃ

সাইজঃ ইন্সটল সাইজ ও ডাটা ডাউনলোড দিয়ে সম্পূর্ণ গেম সাইজ প্রায় ৭ জিবি (৬৮৬০এম্বি)

লিংকঃ প্লে-স্টোর

প্রথমে যেকোনো ভিপিএন এ ঢুকে US সিলেক্ট করুন।

কানেক্ট হয়ে গেলে এখান থেকে গেমটি ডাউনলোড ও ইন্সটল করুন।

দেখুন, ডাউনলোড স্টার্ট হবার সাথে সাথে আমি VPN বন্ধ করে দিলাম, এতে ডাউনলোড স্পীড বেশি পাবো।

গেমে ঢুকার পর আরো কিছু ডাটা ডাউনলোড হবে।

ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

ডাউনলোড শেষ হলে এবার বের হয়ে যান এবং VPN এ ঢুকে আবার US সার্ভার সিলেক্ট করুন।

কানেক্ট করা শেষে নতুন করে আবার গেমে ঢুকুন। নিচের মতো লগিন পেজ আসলে স্ক্রীনশট ফলো করুন।





ব্যাস। এবার VPN বন্ধ করুন।

আপনার সব কাজ শেষ। এখন VPN ছাড়াই গেমে ঢুকুন এবং খেলতে থাকুন।

বাংলাদেশে গেম রিলিজ কবে হবে তার সঠিক কোনো তারিখ অফিশিয়াল ভাবে পাওয়া যায় নি। তবে বাংলাদেশে লঞ্চ হলে সার্ভার বদলাতে পারবেন না। তাই সাজেস্ট করবো অন্য একাউন্ট দিয়ে আইডি খুলতে।

এ পর্যন্তই।

The post League of Legends – বাংলাদেশ থেকে ইন্সটল, অ্যাকাউন্ট খোলা ও VPN ছাড়াই খেলুন। appeared first on Trickbd.com.