<![CDATA[
রাঙ্গামাটিতে বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষকের বিরুদ্ধে বেশ কয়েক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত এজাবুরের শাস্তির দাবিতে উত্তাল ক্যাম্পাস। এ ঘটনা তদন্তে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটির কাপ্তাইয়ের বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক এজাবুর আলম প্রায়ই সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে ছাত্রীদের শ্লীলতাহানি করত। ফেসবুক মেসেঞ্জারেও সে একই অপরাধ করত। এসব কথা কাউকে না বলার জন্য হুমকিও দিত। নিষেধ করার পরেও বারবার ওই শিক্ষক একই কাজ করায় প্রতিবাদ জানান এক ছাত্রী। পরে ওই ছাত্রী গত ২৭ আগস্ট ডাকযোগে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে অধ্যক্ষের কাছে আবেদন পাঠান। এরপর পরই মুখ খুলতে থাকেন অন্য ভুক্তভোগীরাও।
আরও পড়ুন: কাউনিয়ায় মাদ্রাসাতে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান ওমর ফারুক ও অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার।
অভিযুক্ত এজাবুর আলম প্রতিষ্ঠানটির ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১৮ সালে তিনি শিক্ষক হিসেবে যোগদান দেন।
]]>