হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে একটি এসইও ফ্রেন্ডলি পোস্ট কিভাবে লিখা যায় এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

এসইও ফ্রেন্ডলি পোস্ট কিভাবে লিখতে হয় সেটা জানতে হলে আমাদের আগে যানতে হবে এসইও ফ্রেন্ডলি পোস্ট আসলে কী।

আসলে এসইও এর পূর্ণ রুপ হলো Serach Engine Optimization (SEO). আর ফেন্ডলি মানে তো বুঝতেই পাছেন সেটা কী। আর এসইও ফ্রেন্ডলি মানে হলো, এমন কিছু জিনিস যা খুব সহজেউ সার্চ ইঞ্জিনে অপটিমাইজ হতে পারবে। আর যদি আপনি একজন ব্লগার কিংবা আর্টিকেল রাইটার হন তো আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে আপনার পোস্ট গুলো যাতে এসইও ফ্রেন্ডলি হয়৷ নিচে পোস্ট এসইও ফ্রেন্ডলি করে লেখার কয়েকটি উপায় আপনাদের সাথে আমি শেয়ার করছি।

এসইও ফ্রেন্ডলি পোস্ট লিখার নিয়ম

নিচে কয়েকটি উপায় আছে যেগুলো ফলো করলে আপনারা এসইও ফ্রেন্ডলি আরেটিকেল খুব সহজে লিখতে পারবেন।

সঠিক কি-ওয়ার্ড নির্বাচন করুন

ব্লগ পোস্ট লিখবেন কিন্তু কোনো কি-ওয়ার্ড ছাড়াই, এর মানে হলো কারেন্ট নেই অথচ আপনি লাইট কেন জ্বলছে না সেটা চেক করছেন। একটি ভালো ও মানসম্মত পোস্ট লিখতে গেলে আগে আপনাকে ভাবতে হবে আপনি কোন বিষয়ের উপর লিখবেন। এর জন্য আপনাকে নানা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আর কিওয়ার্ড একবার পেয়ে গেলে আপনার জন্য একটি পোস্ট লিখা কোনো ব্যাপারই হবে না।

সঠিক শিরোনাম নির্বাচন করুন

পোস্ট লিখা শুরু করার আগেই পোস্ট এর টাইটেল মানে শিরোনাম নির্বাচন করুন। আর খেয়াল রাখবেন টাইটেল এ যেনো আপনার বাছাই করা কিওয়ার্ড টি থাকে।

ইউনিক পোস্ট লিখুন

আপনি পোস্ট এর কি-ওয়ার্ড পেয়ে গেছেন। কিন্তু আপনি পোসট টি নিজের মতো করে না লিখে, অন্য কারো ওয়েবসাইট থেকে কপি করলেন! এটা কিন্তু একেবারেই ঠিক না। আপনার পোস্ট ও সাইটের সব ঠিক থাকলেও এই একটা সমস্যার জন্য নানা সমস্যা হতে পারে আপনার। সমস্যা টি এডসেন্স পর্যন্তও চলে যেতে পারে৷ তাই আমি বলবো, সব সময় নিজের মতো করে লিখবেন। কপি কখনো করবেন না। যদি আর্টিকেল ইউনিক হয় তো সেটা এসইও ফ্রেন্ডলি হতে অনেকটা সাহায্য করে।

পোস্ট এ হেডলাইন ব্যবহার করুন

পোস্ট লিখার সময় একটু জরুরি বিষয় হলো, হেডলাইন ব্যবহার করা। মানে একেকটি আলাদা আলাদা টপিকের প্যারার জন্য আলাদা আলাদা হেডিং সিলেক্ট করা। এই দেখুন আমি প্রতিটা আলাদা আলাদা টপিক নিয়ে কথা বলার জন্য আলাদা আলাদা হেডিং ব্যবহার করছি। আপনারো এমন হেডিং ব্যবহার করা উচিত।

হেডিং ব্যবহারে খেয়াল রাখবেন পোস্ট এ যেনো কমপক্ষে একটি হলে h2 হেডিং ব্যবহার করা হয়। তবে চেষ্টা করবেন ২-৩ টি h2 হেডিং এর ব্যবহার করার। আর চাইলে h1 হেডিং ও ব্যবহার করতে পারেন একবার। কিন্তু সেটা ব্যবহার না করলেও সমস্যা নেই। আর কমপক্ষে একটি হেডিং এ পোস্ট এর কিওয়ার্ড টি দিবেন।

আরো দেখুনঃ কিভাবে আপনার ওয়েবসাইটটি গুগলের প্রথম পেজে রেংক করবেন কয়েকটি কার্যকরী টিপস

পোস্টে ইমেজ/ভিডিও ব্যবহার করুন

পোস্ট লিখার সময় আপনি যদি পোস্ট এ ইমেজ ব্যবহার করেন তাহলে পোস্ট ও আরো সুন্দর দেখাবে৷ তবে ইমেজ অবশ্যই পোস্ট এর উপর নির্ভর করবে। কিছু কিছু পোস্ট আছে যে গুলো তে ইমেজ/ভিডিও ব্যবহার না করাই ভালো। আবার কয়েক ধরণের পোস্ট আছে যে গুলোতে ইমেজ ব্যবহার না করলে পোস্ট টি একেবারে খারাপ হয়ে যায়। তো পোস্ট এ, পোস্ট অনুযায়ী ইমেজ ব্যবহার করবেন।

আর একটি কথা সেটা হলো ইমেজ / ভিডিও ব্যবহারের সময় লক্ষ রাখবেন, সেগুলো যেনো অন্য সাইট থেকে কপি করা না থাকে৷ এর জন্য হালকা এডিট করতে পারেন সেটা। আর ইমেজ / ভিডিও ব্যবহারের সময় সেগুলোতে Alt Text ও Caption এ আপনার কিওয়ার্ড দিবেন।

পোস্ট এ লিংজ ব্যবহার করুন

সব সময় পোস্ট এ কমপক্ষে নিজের ওয়েব সাইটের যে কোনো পেজের একটি লিংক ও একটি আউটবাউন্ড লিংক ব্যবহার করবেন। তো এখন প্রশ্ন হলো নিজের সাইটের লিংক কেন ব্যবহার করবো এতে তো পোস্ট খারাপ দেখাবে।

হ্যা এটি একটি অনেক ভালো প্রশ্ন। আমাদের এসইও ফ্রেন্ডলি পোস্ট লিখার সাথে সাথে পোস্ট কেমন হচ্ছে সেটা খেয়াল রাখা উচিত। তো এর জন্য আপনারা পোস্ট এর মাঝে “আরো পড়ুনঃ” এই রকম কিছু একটা দিয়ে সেখানে আপনার সাইটে লিখা আছে এমন যে কোনো পোস্ট এর লিংক দিয়ে দিন।

আর আউটবাউন্ড লিংক এ আপনারা পোস্ট সম্পর্কিত যে কোনো ওয়েবসাইটের লিংক দিবেন। তবে আউটবাউন্ড লিংক কম দেওয়ার চেষ্টা করবেন। বেশি দিলে ভিজিটর রা অন্য সাইটেও চলে যেতে পারে।

বিস্তারিত লিখতে হবে

একটি এসইও ফ্রেন্ডলি পোস্ট লিখতে গেলে আপনাকে অবশ্যই পোস্ট এর মান ও কোয়ালিটি ঠিক রেখে পোস্ট টি কে বড় করে বিস্তারিত ভাবে লিখতে হবে। আর পোস্ট টি কমপক্ষে ৬০০ ওয়ার্ড এর লিখার চেষ্টা করবেন। আর কত বড় লিখবেন সেটা আপনার ব্যাপার। পোস্ট কত বড় হবে সেটা আপনার উপর নির্ভর করবে৷ যত বড় পোস্ট ততই ভালো আপনার জন্য। তবে পোস্ট ২৫০০ ওয়ার্ড এর মধ্য লিখতে পারলে সেটা সুন্দর ও ভালো হয়। বেশি বড় আর্টিকেল পড়তেও আবার ভিজিটরেরা বিরক্ত হয়।

পোস্ট এ কিওয়ার্ড ব্যবহার করুন

আপনি পোস্ট লিখার শুরুতেই যে কিওয়ার্ড বাছাই করেছিলেন পোস্ট লিখতে গেলে সেই কিওয়ার্ড টা কিন্তু আপনাকে মাঝে মাঝেই ব্যবহার করতে হবে। কিওয়ার্ড সর্বনিম্ন ১০ বার ব্যবহার করবেন। আর বেশিও ব্যবহার করবেন না। সর্বোচ্চ ২০ বার ব্যবহার করবেন। এত পোস্ট এর মান ঠিক থাকে।

তো এই বিষয় গুলো যদি ঠিক রাখতে পারেন তো আমি গ্যারান্টি দিলাম আপনার পোস্ট এর এসইও স্কোর কম করে হলেও ৭০-৮৫ এর মধ্য হবে। আর যদি আপনি আরো ভালো করতে পারেন তো ৮০ থেকে ৯২ এর মধ্য হবে। আর একটি পোস্ট এর এসইও স্কোর ৬০ এর উপরে গেলে অনেকটা ভালো হয়।

তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই আরটিকেলটি সর্বপ্রথম প্রকাশ করা হয়েছে TempNmail.com আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট  আমার ওয়েবসাইটে। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

The post এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে হলে এই বিষয় গুলো মানতে হবে appeared first on Trickbd.com.

আসসালামু আলাইকুম সবাইকে! আশা করি সকলেই ভালো আছে। আমরা দিন দিন অনলাইন ভিত্তিক ব্যবসা-বাণিজ্যের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছি! আর অনলাইনে ব্যবসা করার অন্যতম প্রধান শর্ত হলো আপনার একটি সুন্দর ওয়েবসাইট থাকতে হবে। যেখানে আপনার বিজনেস রিলেটেড সব কিছু সুন্দর করে তুলে ধরতে পারবেন।

আপনার ওয়েবসাইট সুন্দর করে সাজানোর পরের কাজটা হলো সেটা মানুষের সামনে তুলে ধরা, আপনার ওয়েবসাইটটি যাতে মানুষের কাছে পৌঁছায় সেই ব্যবস্থা করা! নাহলে এতো সুন্দর করে ওয়েবসাইট সাজিয়ে গুছিয়ে কোনো লাভ হবে কি? কখনোই না!

আপনার ওয়েবসাইটকে মানুষের সামনে তুলে ধরতে আপনাকে আপনার ওয়েবসাইটের এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করা আবশ্যক! নাহলে অনলাইনে ব্যবসা করার যে লক্ষ্য সেটা কখনোই পূরণ হবে না!

আপনার ওয়েবসাইটের এসইও করার জন্য অনেক কিছুই করতে হবে! আপনি যদি একজন এসইও এক্সপার্ট হায়ার করেন তাহলে আপনার ওয়েবসাইটের ধরণ অনুযায়ী হাজার হাজার টাকা ব্যয় করতে হবে! কিন্তু যদি আপনি সেগুলো নিজেই করতে পারেন তাহলে কেমন হয়?

তাই আমি আজকে আপনাদের কাছে এমন একটি ওয়েবসাইট সম্পর্কে পরিচয় করিয়ে দিবো যেখানে আপনি এসইও এর প্রায় সকল টুল পেয়ে যাবেন আপনার মাতৃভাষা বাংলায় এবং তাও আবার একদম বিনামূল্যে!

ওয়েবসাইটটির নাম হলো এসইও বঙ্গ! বাংলা ভাষায় সর্বপ্রথম ও সবচেয়ে সেরা এসইও চেকার ওয়েবসাইট হলো এটি! এখানে আপনি এসইও এর সকল টুল পাবেন একদম বিনামূল্যে!

আসুন দেখে নিই উল্লেখযোগ্য কিছু টুলসের নাম যেগুলো আপনি এসইও বঙ্গতে পাবেনঃ

১.আর্টিকেল রিরাইটার
২. প্লেজিয়ারিজম চেকার
৩. ব্যাকলিংক মেকার
৪. ওয়েবসাইট এসইও চেকার
৫. ডোমেইন টুলস
৬. এসইও বঙ্গ ব্লগ
৭. এসইও অ্যানালাইজার
৮. আইকন জেনারেটর
৯. ব্যাকলিংক ডিরেক্টরি
১০. কিওয়ার্ড রিসার্চ টুল
১১. Robots.txt জেনারেটর
১২. মেটা ট্যাগ জেনারেটর
১৩. XML সাইটম্যাপ জেনারেটর
১৪. htaccess ফাইল জেনারেটর
১৫. ব্যাকলিংক চেকার
১৬. ওয়েবসাইট বনাম ওয়েবসাইট এসইও অ্যানালাইসিস
১৭. বাংলা পেজ জেনারেটর

ইত্যাদি ছাড়াও আরোও অসংখ্য টুল রয়েছে যেগুলো আপনি ব্যবহার না করলে বুঝতে পাবেন না!

তাহলে চলুন এবার টুলগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত –

ওয়েবসাইট এসইও চেকার – এসইও বঙ্গ

আপনি এই টুলটি দিয়ে আপনার ওয়েবসাইট সহ যেকোনো ওয়েবসাইটের সম্পুর্ন এসইও রিপোর্ট জেনারেট করে আপনার ওয়েবসাইটের এসইও স্কোর দেখতে পারবেন! আপনার ওয়েবসাইটের এসইও তে কি কি সমস্যা আছে, কিভাবে আরোও ভালো করা যায়, আপনার ওয়েবসাইটের সকল এসইও ফ্যাক্টর গুলো সব একটি মাত্র রিপোর্টের মাধ্যমে আপনার সামনে তুলে ধরবে এই টুলটি। সবথেকে মজার ব্যাপার হলো পুরো রিপোর্টটি হবে সুন্দর ও সাবলীল বাংলা ভাষায় যাতে আপনি সহজেই সব কিছু বুঝতে পারেন!
এছাড়াও আপনি আপনার ওয়েবসাইটের এসইও এর সাথে আপনার কম্পিটিটর ওয়েবসাইটের এসইও এর লাইভ কম্পেয়ার করতে পারবেন! এতে করে আপনি আপনার ও আপনার কম্পিটিটর ওয়েবসাইটগুলোর এসইও সম্পর্কে খুব ভালো ভাবেই ধারণা পেয়ে যাবেন!

এসইও অ্যানালাইজার – এসইও বঙ্গ

এটা অসাধারণ একটি টুল যেটা আপনি ব্যবহার না করে বুঝতে পারবেন না এটা কতটা কাজের জিনিস! এখানে আপনি আপনার এবং আপনার কম্পিটিটর ওয়েবসাইটের এসইও সরাসরি Google, Bing, Ahref, Moz, Alexa এর ডেটা অনুযায়ী অ্যানালাইসিস করতে পারবেন! Top Search Quires, Google Index Checker, Bing Index Checker, Backlink Checker, New Backlink, Quality Backlink, Keyword Density, DA & PA Checker, Keyword Research, Competition Checker ইত্যাদি সহ আরোও অনেক টুলসের সমারহ খুজে পাবেন! একবার ব্যবহার করে দেখলেই বুঝতে পাবেন আমাকে কিছু বলতে হবে না!

কিওয়ার্ড রিসার্চ টুল – এসইও বঙ্গ

এখানে আপনি আপনার ফোকার কিওয়ার্ড দিয়ে আনলিমিটেড কিওয়ার্ড জেনারেট করতে পারবেন তাও আবার গুগল সার্চ ভলিউম ও কিওয়ার্ড সিপিসি সহ! কিওয়ার্ড গুলো আপনি দেশ ভিত্তিক দেখতে পারবেন! অর্থাৎ আপনার কিওয়ার্ডটির বাংলাদেশ, আমেরিকা, উগান্ডা, আফ্রিকা ইত্যাদি ইত্যাদি এককথায় দেশের ভিত্তিতে আলাদা আলাদা কিওয়ার্ড, সার্চ ভলিউম, সিপিসি শো করবে! আর এটি যে রেজাল্টটি দিবে সেটা একদম Google Keyword Planner অনুযায়ী! তাই রেজাল্টের গ্রহনযোগ্যতা একদম ৯৯.৯৯%.

আর্টিকেল রিরাইটার – এসইও বঙ্গ

আপনি হয়তো এরকম টুল ব্যবহার করে থাকবেন যেখানে কোনো আর্টিকেলকে সাবমিট করলে সেই টুল
আপনাকে ইনস্ট্যান্ট সেই আর্টিকেলের ওয়ার্ড চেঞ্জ করে আরেকটি নতুন আর্টিকেল তৈরি করে দেয় যেটা একদম ৯৯% ইউনিক! ইংরেজি আর্টিকেল রিরাইট করার জন্য এরকম অনেক টুলস আছে যেমনঃ smallseotools, duplichecker ইত্যাদি কিন্তু বাংলা আর্টিকেল রিরাইট করে দেয় এরকম টুল কোথাও পাবেন না! কিন্তু সেই দিন শেষ! এখন থেকে যেকোনো বাংলা আর্টিকেলও রিরাইট করতে পারবেন শুধু মাত্র এসইও বঙ্গের আর্টিকেল রিরাইটার এর মাধ্যমে!
যেকোনো বাংলা লেখা সাবমিট করুন, এই টুলটি আপনাকে সেই লেখাটি রিরাইট করে দিবে একদম কয়েক সেকেন্ডেই! কি কি ওয়ার্ড চেঞ্জ হয়েছে তাও দেখতে পারবেন, সেই ওয়ার্ডগুলো আপনি চাইলে নিজের মতো করে আবার পরিবর্তনও করতে পারবেন! সবশেষে আপনাকে উপহার দিবে একটি ইউনিক আর্টিকেল যেটা আপনি আপনার ওয়েবসাইটে পাব্লিশ করতে পারবেন। এরকম বাংলা আর্টিকেল রিরাইটার বাংলাদেশে এই প্রথম! শুধু বাংলাই নয়, বাংলা, ইংরেজি সহ সর্বমোট ৮ টি ভাষার আর্টিকেল রিরাইট করা যায় এসইও বঙ্গ আর্টিকেল রিরাইটার টুল দিয়ে! জোস না ব্যাপার টা??

প্লেজিয়ারিজম চেকার – এসইও বঙ্গ

আর্টিকেল তো রিরাইট করলেন, এবার পালা সেই আর্টিকেলটি প্লেজিয়ারিজম ফ্রি কিনা তা চেক করার! অর্থাৎ আপনার লেখা আর্টিকেল কিংবা এসইও বঙ্গতে রিরাইট করা আর্টিকেলটি গুগলের কাছে ইউনিক কিনা সেটা যাচাই করতে পারবেন প্লেজিয়ারিজম চেকার টুল দিয়ে! এটি গুগলের API দিয়ে তৈরি তাই রেজাল্ট আপনাকে গুগল অনুযায়ীই দিবে!
তবে আপনি শুধু বাংলা আর্টিকেলের প্লেজিয়ারিজম চেক করতে পারবেন এই টুল দিয়ে! কারণ এই টুলটা বাংলা ভাষার আর্টিকেলের উপর জোর দিয়েই বানানো হয়েছে! তাই বাংলা আর্টিকেল ছাড়া অন্য কোনো ভাষায় আর্টকেল এখানে চেক করলে আপনাকে রেজাল্ট ঠিকই দিবে কিন্তু সেটা ৯৯% সঠিক রেজাল্ট হতেও পারে আবার নাও পারে! তবে বাংলা আর্টিকেলের জন্য যে রেজাল্ট দিবে সেটা ৯৯% সঠিক রেজাল্ট!
বিঃদ্রঃ বাংলা আর্টিকেল অন্য কোনো প্লেজিয়ারিজম চেকারে চেক করে এসইও বঙ্গের প্লেজিয়ারিজম চেকারে চেক করলে দেখবেন অন্যান্য টুলে যেটা ১০০% ইউনিক দেখাচ্ছে সেটা এসইও বঙ্গতে চেক করলে অনেক কপি দেখাচ্ছে অর্থাৎ অপেক্ষাকৃত কম ইউনিক দেখাচ্ছে! এটার কারণ আগেই বলেছি যে, এসইও বঙ্গের টুলটি বাংলা আর্টিকেলের জন্য কনফিগারেশন করা কিন্তু অন্যান্য টুল গুলো ইংরেজি আর্টিকেলের জন্য! তাই এসইও বঙ্গ বাংলা আর্টিকেলের জন্য যতটা নিখুঁত ভাবে রেজাল্ট দিবে অন্যান্যরা সেটা দিবে না এটাই স্বাভাবিক!

এসইও বঙ্গ ব্লগ

এটি এসইও বঙ্গ এর ব্লগ সেকশন যেখানে এসইও এর সকল সমস্যা, সমাধান, টিপস ইত্যাদি নিয়ে পোস্ট করা হয়ে থাকে! যদিও এখানে এখন তেমন কোনো পোস্ট করা হয়নি! তবে আশা করা যায় খুব শীঘ্রই আমরা এখানে পোস্ট দেখতে পারবো!

ডোমেইন টুলস – এসইও বঙ্গ

এটি একটি ডোমেইন রিলেটেড টুল যেখানে ডোমেইনের অ্যাবিলিটি চেক করতে পারবেন, আপনার পছন্দমত নিশ কিওয়ার্ড দিয়ে অনেক গুলো সুন্দর সুন্দর ডোমেইন নেম জেনারেট করতে পারবেন! তাই আপনি যদি আপনার নিশ কিওয়ার্ড দিয়ে আপনার পছন্দ মতো ডোমেইন নেম খুজে না পান তাহলে আমি প্রেফার করবো একবার এই টুলটা ইউজ করে দেখার জন্য!
এছাড়াও আপনি এখানে যেকোনো ডোমেইনের WHOIS, লোকেশন, আইপি, রিভার্স ডোমেইন চেক করতে পারবেন!

আইকন জেনারেটর – এসইও বঙ্গ

ওয়েবসাইটের জন্য আইকন এখন অপরিহার্য একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। fa fa আইকন ছাড়া ওয়েবসাইটের ডিজাইন তো প্রায় চিন্তাই করা যায় না! কিন্তু কেমন হয় যদি fa fa আইকনগুলো আপনি আপনার নিজের ইচ্ছামতো ভাবে এডিট করে আপনার ওয়েবসাইটে ইউজ করেন? নিশ্চয়ই অনেক ভালো হবে!
আপনাকে সেই সুযোগ করে দিচ্ছে এসইও বঙ্গের আইকন জেনারেটর! সকল fa fa আইকন আপনি নিজের মতো করে এডিট করে সরাসরি ডাউনলোড করে নিয়ে আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারবেন! এডিট করাও অনেক ইজি যেটা ইউজ না করলে বুঝতেই পারবেন না!

বাংলা পেজ জেনারেটর – এসইও বঙ্গ

গোপনীয়তার নীতি, শর্তাবলি, অস্বীকৃতিজ্ঞাপন, আমাদের সম্পর্কে, যোগাযোগ পেজ ইত্যাদি ছাড়া কি কোনো ওয়েবসাইট হয়? আপনার ওয়েবসাইটের রেপুটেশন ও বিউটি দুইটাই বৃদ্ধি করে এই পেজ গুলো! কিন্তু আমরা এই ব্যাপারটা অনেকেই এড়িয়ে যাই! কারোও বা সময়ই হয় না এই পেজগুলো সাজানোর!
এখন আপনার আর কিছু করতে হবে না! আপনি জাস্ট আপনার ওয়েবসাইটের ইনফরমেশন সাবমিট দিবেন আর ইন্সট্যান্ট এসইও বঙ্গ আপনাকে পেজগুলো ক্রিয়েট করে দিবে তাও আবার বাংলা ভাষায়! আপনার ক্রিয়েট করা সেই পেজটির HTML কোডসহ আপনার ওয়েবসাইটের পেস্ট করবেন! ব্যাসসসস হয়ে যাবে আপনার কাজ!
আপনি যে যে পেজ জেনারেট করতে পারবেন এসইও বঙ্গ থেকেঃ
১. প্রাইভেসি পলিসি / গোপনীয়তার নীতি
২. টার্মস অ্যাড কন্ডিশনস / শর্তাবলি
৩. ডিসক্লেইমার / অস্বীকৃতিজ্ঞাপন
৪. কন্টাক্ট আস / যোগাযোগ

লিংকঃ এসইও বঙ্গ ওয়েবসাইটের ফুটারে পাবেন!

মেটা ট্যাগ জেনারেটর – এসইও বঙ্গ

মেটা ট্যাগ যেকোনো ওয়েবসাইটের এসইও এর জন্য অত্যাবশকীয় বিষয়! মেটা ট্যাগ ছাড়া ওয়েবসাইটের এসইও কল্পনাও করা যায় না!
আপনার ওয়েবসাইটের জন্য আবশ্যকীয় সকল মেটা ট্যাগ জেনারেটর করুন এই টুল দিয়ে।

উপরের টুলগুলো ছাড়াও আরও অনেক অনেক টুল রয়েছে এসইও বঙ্গতে। সবগুলোর বর্ণনা দিতে গেলে জীবন শেষ হয়ে যাবে তাই আপনি নিজেই একবার দেখে নিন! এসইও বঙ্গ নিত্য নতুন টুলস তাদের ওয়েবসাইটে লঞ্চ করে! তাই এসব টুলসই শেষ নয় আরোও টুলস আসবে সামনে! আশা করি আপনার খুব কাজে দিবে এই ওয়েবসাইটটি!

এসইও বঙ্গের আপকামিং টুলস

১. Schema Markup জেনারেটর
২. ওয়েবসাইট ডিরেক্টরি
৩. এসইও বঙ্গ ফোরাম
৪. ইউটিউব ব্যাকলিংক জেনারেটর
৫. ইউটিউব থাম্বনেইল জেনারেটর
৬. এসইও বঙ্গ সাপোর্ট হাব
৭. মোবাইল ফ্রেন্ডলি চেকার
৮. ইমেজ অপ্টিমাইজার
৯. বাংলা আর্টিকেল জেনারেটর
১০. এসইও বঙ্গ ওয়েব টুলস
১১. Favico Icon জেনারেটর
১২. গুগল অ্যাডভান্স সার্চ
১৩. Disavow ফাইল জেনারেটর
১৪. প্লেজিয়ারিজম চেকার প্রো
১৫. ওপেন গ্রাফ জেনারেটর
১৬. ওয়েব ক্রলার ইত্যাদি

এসইও বঙ্গ ফুল ইউজার ফ্রেন্ডলি আর রেসপন্সিভ! তাই ইউজ করতেও কোনো সমস্যা হবে না! আর যদি এসইও বঙ্গ থেকে কোনো কিছু জানার থাকে কিংবা কোনো সমস্যা হয় তাহলে আপনি সরাসরি তাদের ফেসবুক পেজে জানাতে পারেন!


➡ এসইও বঙ্গ ওয়েবসাইটের লিংকঃ এসইও বঙ্গ – বাংলা ভাষায় সর্বপ্রথম এসইও চেকার ওয়েবসাইট


➡ ফেসবুক পেজের লিংকঃ SEO Bongo

তাহলে আজ এই পর্যন্তই। কেমন লাগলো আজকের এই পোস্ট, এসইও বঙ্গ ওয়েবসাইট কেমন লাগলো সেসব জানাতে ভুলবেন না! শীর্ষই আসছি আবার নতুন কোনো পোস্ট নিয়ে! সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ!

The post চলে এসেছে বাংলা ভাষায় সর্বপ্রথম এসইও চেকার ওয়েবসাইট এসইও বঙ্গ (SEO Bongo) [বিস্তারিত] appeared first on Trickbd.com.

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই। আশা করি সবাই ভাল আছেন আমিও ভাল আছি। চলুন আর্টিকেল শুরু করা যাক।

ব্যাকলিংক কি

ব্যাকলিংক কি ওয়েবমাস্টারদের প্রায় সকলেই এটি  স  সম্পর্কে জেনে থাকি। তো যারা জানেন না তাদের জন্য আমি আবারও বলতেছি ব্যাকলিংক হলো আপনার ওয়েবসাইটের লিংক অন্য কোন ওয়েবসাইটের সাথে জড়িয়ে দেওয়া। এটিকে আমরা সহজ ভাষায় ব্যাকলিংক বলে থাকি। ধরুন আপনার একটি ওয়েবসাইট রয়েছে এবং আপনার বন্ধুর আরো একটি ওয়েবসাইট রয়েছে এখন আপনার ওয়েব সাইটের লিংকটি আপনার বন্ধুর ওয়েবসাইটের সাথে সংযুক্ত করেলেন। যে কোন অংশে বা কনটেন্ট এর মাঝে তাহলেই আপনি আপনার বন্ধুর ওয়েবসাইট থেকে ব্যাকলিংক পেলেন। ব্যাকলিংক কি এবং কিভাবে আপনারা ব্যাকলিংক নিবেন তার একটি ছোট্ট ধারণা আপনাদের মাঝে তুলে ধরলাম এখন আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো  যা আপনাদের অবশ্যই সাহায্য করবে ব্যাকলিংক সম্পর্কে।

  ব্যাকলিংক কত প্রকার ও কি কি

ইতিমধ্যে যারা ব্যাক লিংক সম্পর্কে জানেন না তাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে ব্যাকলিংক কত প্রকার ও কি কি আমরা নিচে ব্যাংকের প্রকারভেদ তুলে ধরলাম ব্যাকলিংক মূলত দুই প্রকার:

  • নো ফলো
  • ডু  ফলো

নো ফলো ব্যাকলিংলক 

এর আগেই আমরা বলে দিয়েছি ব্যাকলিংক দুই প্রকার তো এখন আমরা ব্যাকলিংক এর একটি প্রকার নিয়ে আলোচনা করব। নো ফলো ব্যাক লিংক সম্পর্কে সহজ ভাষায় বলতে গেলে আপনি যেকোনো একটি ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিলেন কিন্তু সেখানে শুধু ভিজিটর আপনার ব্যাকলিংক এ ক্লিক করে আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে কিন্তু সার্চ ইঞ্জিন সেই লিংকটি ভিজিট করতে পারবে না তো এটি হলো নো ফলো ব্যাক লিংক।

ডু ফলো ব্যাকলিংক

ব্যাকলিংক নেওয়ার উপায় এর আগে আমরা আলোচনা করলাম নো ফলো ব্যাক লিঙ্ক নিয়ে এখন আমার কথা বলব ডু ফলো ব্যাক লিংক নিয়ে। সহজ ভাষায় ডুফলো ব্যাকলিংক সম্পর্কে যদি আপনাদের মাঝে আলোচনা করি তাহলে বলতে হবে যে ব্যাকলিংক গুলোতে নো  ফলো ব্যাকলিংক থাকে না সেইসব ব্যাকলিংকে ডুফলো ব্যাকলিংক বলা হয়। এই ডু ফলো ব্যাক লিংক সার্চ ইঞ্জিন এবং ভিজিটর উভয় ভিজিট করতে পারে। তা আপনি যদি কখনো ব্যাকলিংক নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো ডুফলো ব্যাকলিংক নিতে কেননা এখানে আপনারা সার্চ ইঞ্জিন থেকেও ভালো সুবিধা পাবেন। ডুফলো ব্যাকলিংক এর জন্য আশা করি সফল এবং নোফলো ব্যাকলিংক সম্পর্কে আপনারা যথেষ্ট ধারণা পেয়েছেন!

যেভাবে ফ্রি ব্যাকলিংক নেবেন।

আরো পড়ুনঃ এসইও(SEO) শিখে যেসকল উপায়ে আয় বা ক্যারিয়ার গড়া যায়!

এতক্ষণে হয়তো আপনারা ব্যাকলিংক এর গুরুত্ব বুঝে গেছেন এখন আমি আলোচনা করব কিভাবে আপনারা খুব সহজেই ব্যাকলিংক নিবেন আপনার ওয়েবসাইটের জন্য আমরা সবাই চাই ব্যাকলিংক নিতে কিন্তু ব্যাকলিংক নেওয়ার আগে আপনাকে কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে আপনাকে প্রথমে আপনার ওয়েবসাইটের নিস অনুযায়ী ওয়েবসাইট খুঁজে বের করতে হবে কেননা রিলেটেড ওয়েবসাইট না হলে আপনারা যথেষ্ট ভিজিটর পাবেন না এরপর আপনাকে বিশ্বস্ত এবং বড় একটি ওয়েবসাইট নির্ধারণ করতে হবে কেননা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ভালো ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিলে সেটি আলাদা প্রাধান্য দেওয়া হয় এজন্য আপনাকে ভালো ওয়েবসাইট খুঁজে বের করতে হবে। তারপর আপনারা নিচে দেওয়া কয়েকটি নিয়ম খাটিয়ে ব্যাকলিংক নিতে পারবেন নিচে আলোচনা করা হলো যেভাবে আপনারা ব্যাকলিংক নিবেন!!

১. গেস্ট ব্লগিং নতুন ব্লগারদের জন্য খুবই একটি জনপ্রিয় মাধ্যম হল গেস্ট ব্লগিং। একজন নতুন ব্লগার গেস্ট ব্লগিংয়ের মাধ্যমে খুব সহজেই তার ওয়েবসাইটের জন্য ব্যাক লিঙ্ক নিতে পারে। যারা নতুন ব্লগার রয়েছে তাদের জন্য আমি সাজেস্ট করবো গেস্ট ব্লগিং করা। গেস্ট ব্লগিং সম্পর্কে যারা জানেন না তাদের একটু বলে নেই যে গেস্ট ব্লগিং হলো আপনি অন্যের সাইটের কনটেন্ট লিখে দিয়ে সেখান থেকে ব্যাকলিংক নিতে পারার উপায়ই হলো গেস্ট ব্লগিং। গেস্ট ব্লগিং করার আগে আপনার যে ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিতে চান সেই ওয়েবসাইটটিকে ভালোভাবে লক্ষ্য করুন এবং সেই ওয়েবসাইটে স্কোর ভালোভাবে যাচাই করুন। তাহলেই আপনারা গেস্ট ব্লগিং থেকে ভালো ফলাফল পেতে পারেন।

২. প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে হয়তো আপনারা অনেকেই লক্ষ্য করবেন বর্তমানে ইন্টারনেট জগতে অনেকগুলো প্রশ্ন উত্তর ওয়েবসাইট রয়েছে। যেখানে নানা রকম প্রশ্ন প্রতিনিয়ত করা হয় তা আপনারা চাইলে সেখান থেকে ভালো পরিমাণে ব্যাকলিংক নিতে পারবেন। ধরুন একটি বিষয়ে একটি প্রশ্ন-উত্তর ওয়েবসাইটে প্রশ্ন করেছি সেখানে আপনি আপনার সাধ্যমত সেই প্রশ্নটি যথাযথ উত্তর দিয়ে। নিচে আপনারা রেফারেন্স হিসেবে আপনার ওয়েবসাইটের লিংক যুক্ত করে উপরে বলে দিলেন যে আরও তথ্যের জন্য নিচের ওয়েব সাইটটি ভিজিট করতে পারেন। তাহলে কিন্তু সেখান থেকে আপনারা ভালো পরিমাণে ভিজিটর পাবেন এবং আপনার ব্যাকলিংক খুবই কার্যকর হবে। বর্তমানে এটি একটি খুবই জনপ্রিয় মাধ্যম ব্যাকলিংক নেওয়ার জন্য!!

তো উপরের দুটি নিয়ম দিয়ে আপনারা চাইলে ফ্রীতেই ব্যাকলিংক নিতে পারেন।

যেকোনো ট্রিক এর জন্য ভিসিট করুন BoiBik.com

তো আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এই ওয়েবসাইটটির সঙ্গেই থাকুন এবং আপনারা জানেন প্রতিনিয়ত ট্রিগবিটিতে নানারকম আর্টিকেল পোস্ট করা হয় আপনাদের জানার জন্য। অনুরোধ করবো ট্রিকবিডি সাথেই থাকুন আল্লাহ হাফেজ।

** Ignore my mistakes **

The post ব্যাকলিংক কি? ফ্রিতেই ব্যাকলিংক নেওয়ার উপায় জেনে নিন! appeared first on Trickbd.com.

কনটেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে একটি ওয়েবসাইটকে যথাযথভাবে অপটিমাইজ করার উপর একটি ওয়েবসাইটের সফলতা নির্ভর করে। একজন অন-লাইন কনটেন্ট মার্কেটার তার ওয়েবসাইটের এসইও সংক্রান্ত বিষয়গুলি যত সুক্ষভাবে পালন করতে পারবেন, সার্চ ইঞ্জিন তার ওয়েবসাইটকে তত বেশী মূল্যায়ন করবে।

প্রযুক্তির উন্নয়নের বিকাশের সাথে সাথে সার্চ ইঞ্জিনের বিভিন্ন নিয়ম প্রতিনিয়ত আপডেট এবং উন্নত হচ্ছে। সেই সাথে সবাই সার্চ ইঞ্জিনের শীর্ষে স্থান পাওয়ার জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নিত্য নতুন কৌশল অবলম্বন করে যাচ্ছেন। সার্চ ইঞ্জিনের আধুনিকায়নের ফলে সার্চ রেজাল্টের শীর্ষ তালিকায় টিকে থাকার প্রতিযোগিতায় ওয়েবমাষ্টাররাও বিভিন্ন ধরনের নতুন নতুন কৌশল অবলম্বন করছেন।
সার্চ ইঞ্জিনের এলগরিদম আপডেটের ফলে অনেক ভালমানের ওয়েবসাইট প্রতিযোগিতায় টিকতে না পারায় তাদের ভিজিটর কমে যাচ্ছে। যার ফলে অনেক ইন্টারনেট মার্কেটার তার অন-লাইন ব্যবসা ছেড়ে দিচ্ছেন।প্রতিযোগিতার এই সময়ে আবার অনেকে ভালভাবে এসইও বুঝতে না পারার কারনে কিছু Common ভূল করছেন, যেগুলি তার ওয়েবসাইটকে সার্চ রেজাল্টের তালিকায় আরও পিছনে ফেলে দিচ্ছে। আপনি সাধারণ সেন্সে বিষয়টি চিন্তা করুন যে, প্রতিযোগিতার এই সময়ে যেখানে এসইও সঠিকভাবে করার পরেও হিমশিম খেতে হচ্ছে সেখানে ভূল এসইও করলে আপনার ব্লগ/ওয়েবসাইটের কি অবস্থা হবে? সচারাচর একজন আর্টিকেল পাবলিশার যে ধরনের ভূল করে থাকেন, আমরা আজ সেই ভূলগুলি নিয়ে আলোচনা করব।

১. ভূল Keyword নির্বাচন

সঠিকভাবে Keyword নির্বাচন করতে না পারাটা হচ্ছে সবচাইতে Common একটি ভূল। বেশীরভাগ ক্ষেত্রে দেখা যায় একজন আর্টিকেল পাবলিশার Keyword নির্বাচনের ক্ষেত্রে কোন গুরুত্ব না দিয়ে বা Keyword রিসার্চ না করে একটি পোষ্ট লিখতে শুরু করে দেন। এতেকরে পোষ্টের অভ্যন্তরে ভালমানের আর্টিকেল থাকা সত্বেও সঠিকভাবে উপযুক্ত Keyword নির্বাচন না করার কারনে কাঙ্খিত পোষ্টটি সার্চ ইঞ্জিনের ভাল অবস্থানে থাকতে পারে না।
আপনি যে বিষয় নিয়ে লিখতে বসবেন সেটা লিখা শুরু করার পূর্বে ভালভাবে Keyword যাচাই-বাছাই করে নিবেন যে, আপনার কাঙ্খিত বিষয়ে কি ধরনের কীওয়ার্ডগুলি অন-লাইনে বেশী সার্চ হচ্ছে এবং কোন ধরনের কীওয়ার্ড এর গুরুত্ব কতটুকু ইত্যাদি ইত্যাদি। এ ক্ষেত্রে আপনি যত সঠিক ও উপযুক্ত Keyword নির্বাচন করতে পারবেন আপনার পোষ্টটি সার্চ ইঞ্জিনের সবার শীর্ষে অবস্থান পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

২. Keyword Stuffing

অধিকাংশ ওয়েবমাষ্টারগণ মনে করে থাকেন একটি আর্টিকেল লিখার সময় প্রতিটি বাক্যের মধ্যে Keyword রাখতে পারলে ভিজিটর বেশী পাওয়া যাবে। যার ফলে দেখা যায় একজন আর্টিকেল পাবলিশার তার পোষ্টের অভ্যন্তরে অযথা অপ্রয়োজনীয় জায়গাতে Keyword ব্যবহার করছেন।
এ ক্ষেত্রে একটি পোষ্টে অত্যাদিক বার Keyword ব্যবহারের কারনে সার্চ ইঞ্জিন পোষ্টটি স্প্যাম হিসেবে মার্ক করে নেয়। এতেকরে একজন আর্টিকেল পাবলিশার একটি ভালমানের পোষ্ট লিখা সত্বেও সার্চ ইঞ্জিন হতে ভাল ফলাফল পায় না। আপনি একটি আর্টিকেল লিখার সময় Keyword Density টা ৫% থেকে ৬% এর মধ্যে রাখার জন্য চেষ্টা করবেন।

৩. অপ্রাসঙ্গিক Keyword ব্যবহার

এই ভূলটি আমি অনেক ভালমানের ওয়েবসাইটেও হতে দেখেছি। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় একজন আর্টিকেল পাবলিশার খুব সুন্দর করে একটি পোষ্ট লিখেছেন কিন্তু তার এই পোষ্টটির জন্য যে Keyword নির্বাচন করেছেন সেটি না হয়ে অন্য কীওয়ার্ড হওয়া উচিত ছিল। এ ক্ষেত্রেও পোষ্টটি সার্চ ইঞ্জিনে ভাল র‌্যাংক করতে পারে না।

কারণ সার্চ ইঞ্জিন সবসময় চায় Keyword Related আর্টিকেল। স্বাভাবিকভাবে চিন্তা করুন যে, আপনি “এন্ড্রয়েড” টপিক নিয়ে একটি পোষ্ট লিখছেন কিন্তু পোষ্টের ভীতরে এন্ড্রয়েড বিষয়ের চাইতে উইন্ডোজ বিষয়ে বিশী লিখা রয়েছে। এ ক্ষেত্রে আপনি পোষ্টটি কিভাবে মূল্যায়ন করবেন। যদিও বিষয়টি আমার উদাহরনের মত হুবহু হয় না, তবে অধিকাংশ ক্ষেত্রে এর কাছাকাছি হয়ে থাকে। এ বিষয়টি ভালভাবে মাথায় রাখতে হবে আপনি যে বিষয় নিয়ে লিখছেন সেই বিষয়টিকে পোষ্টের ভীতরে বেশী প্রাধান্য দিতে হবে।

৪. Non-Original Content

কারও ব্লগ/ওয়েবসাইটের কনটেন্ট কপি না করে নিজে যে বিষয়ে পরিপূর্ণ অভীজ্ঞতা রাখেন সে বিষয়ে ভালমানের ইউনিক কনটেন্ট লিখার জন্য আমি সবসময় জোড়ালভাবে সবাইকে পরামর্শ দিয়ে থাকি। কারণ ব্লগে ভিজিটর পাওয়ার জন্য সহজ ও প্রধান মাধ্যম হচ্ছে ভালমানের ইউনিক কনটেন্ট। সার্চ ইঞ্জিনের আধুনিকায়নের ফলে সকল সার্চ ইঞ্জিনই এখন খুব সহজে কপি করা আর্টিকেল মার্ক করে নিতে পারে।
এ ক্ষেত্রে আপনি যত চালাকী করে অন্যের কনটেন্ট আপনার ব্লগে পাবলিশ করেন না কেন, আপনার ব্লগের কনটেন্ট সার্চ ইঞ্জিন খুব সহজে চিনে নিতে পারবে। আপনি যখন ব্লগে নিত্য নুতন ইউনিক কনটেন্ট ব্যবহার করবেন তখন এই কনটেন্ট আপনার ব্লগে ভিজির নিয়ে আসতে সক্ষম হবে। অন্যের ব্লগ থেকে কনটেন্ট কপি করে আপনার ব্লগে ব্যবহার করলে কোন ভাবেই সফল হতে পারবেন না।

৫. Title Tags ও Meta Descriptions ভূল করা

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে এ দুটি ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ। কারণ সার্চ ইঞ্জিনে যখন কোন Keyword ব্যবহার করে কিছু সার্চ করা হয়ে থাকে তখন সার্চ ইঞ্জিন সর্বপ্রথম পোষ্টের Title Tag খোঁজে থাকে। এ ক্ষেত্রে Title Tag এর ভীতরে কীওয়ার্ড পেয়ে গেলে আপনার পোষ্টটি সার্চ রেজাল্টে সহজে চলে আসবে।

অন্যদিকে Title Tag এর মধ্যে Keyword টি পাওয়া না গেলে তখন সার্চ ইঞ্জিন Meta Descriptions এর অভ্যন্তরে কীওয়ার্ডটি খোঁজে থাকে। যদি Meta Descriptions এর মধ্যে Keyword টি পাওয়া যায় তাহলেও সার্চ রেজাল্টে পোষ্ট স্থান পাওয়ার অধিক সম্ভাবনা তৈরি হয়ে যায়। সে জন্য আমি বলব এ দুটি অংশ লিখার সময় অবশ্যই আপনার কাঙ্খিত Keywords এর সমন্বয়ে সুন্দরভাবে সাজিয়ে Title Tags এবং Meta Descriptions লিখবেন।

৬. Back Links না থাকা

সার্চ ইঞ্জিনের কাছে আপনার ব্লগের মূল্যবোধ বৃদ্ধিতে Back Links অত্যান্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে। অধিকাংশ বাংলা ব্লগাররা এ বিষয়টিকে কোন গুরুত্ব দেন না। অথচ আপনার ব্লগটি যদি ভালমানের ওয়েবসাইট/ব্লগের সাথে লিংক করা থাকে তাহলে ঐ ওয়েবসাইট হতে আপনার ব্লগে Link Juice বয়ে নিয়ে আসবে। সে জন্য শুধুমাত্র নিয়মিত পোষ্ট করে বসে থাকলে হবে না। নতুন পোষ্ট করার পর আপনার পোষ্টটির সাথে সম্পৃক্ত রয়েছে এমন ভালমানের ব্লগের সাথে আপনার পোষ্ট বিভিন্ন যুক্তির মাধ্যমে ঐ ব্লগের সাথে লিংক করতে পারেন। এটি আপনার পোষ্টটিতে ট্রাফিক বৃদ্ধিতেও সক্রিয়ভাবে অবদান রেখে যাবে।

৭. Internal Links না থাকা

ব্লগ পোষ্টের ভীতরে Internal Links না থাকাটা হচ্ছে আরেকটি Common Mistake. আপনি যদি এ বিষয়টি সবসময় এড়ীয়ে চলেন, তাহলে আমি বলব আপনি সবচাইতে বড় বোকামি করছেন। কারণ এ বিষয়টির জন্য কোন ধরনের ঝামেলা পোহাতে হয় না। শুধুমাত্র পোষ্ট করার সময় আপনার নতুন পোষ্টটির সাথে কিছুটা মিল রয়েছে এমন পোষ্টগুলি Anchor Text এর মাধ্যমে Link করে দিতে পারেন।

এটি সার্চ ইঞ্জিন Crawler-কে আপনার নতুন পোষ্টটি দ্রুত Crawl করে Index হতে সাহায্য করবে। এ বিষয়টি যদিও আপনাকে সরাসরি সার্চ ইঞ্জিন হতে ভিজিটর এনে দিতে সক্ষম হবে না কিন্তু সার্চ ইঞ্জিন বা অন্য কোথা হতে আগত ভিজিটরদের ব্লগের অন্য পোষ্টগুলিতে ভিজিট করানোর মাধ্যমে দীর্ঘ সময় অবস্থান করিয়ে Page View বৃদ্ধি করতে সক্ষম হবে।

৮. Non-Responsive ও Non-Mobile Friendly ডিজাইন

গুগল সম্প্রতি Mobile Friendly ওয়েবসাইট তৈরি করার জন্য তাগিদ দিচ্ছে। কারণ মানুষ এখন কম্পিউটারের অনেক কাজই মোবাইলের মাধ্যমে সেরে নেয়। তাছাড়া গুগল গত এপ্রিল/২০১৬ মাসে ঘোষনাও দিয়েছে যাদের ব্লগ Mobile Friendly নয়, তাদের ব্লগ/ওয়েবসাইট SEO এর ক্ষেত্রে অনেক বিরূপ প্রভাব পড়বে।

আপনার ওয়েবসাইটটি যদি এখনো সেই পুরনো যুগের ন্যায় শুধুমাত্র কম্পিটার ভার্সন হয়ে থাকে, তাহলে আপনি বিভিন্ন ধরনের ছোট ডিভাইস হতে ভিজিটর পাওয়ার আশাই করতে পারেন না। এ ক্ষেত্রে আপনার ব্লগে বড় ধরনের ট্রাফিক পাওয়া থেকে বঞ্চিত হবেন। কাজেই একজন ভালমানের ওয়েব ডেভেলপারের মাধ্যমে আপনার ব্লগটি Responsive এবং Mobile Friendly ডিজাইন করে নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ।

৯. Social Media ব্যবহার না করা

বর্তমান সময়ে সোসিয়াল মিডিয়ার ব্যবহার এতই ব্যাপাক হারে বৃদ্ধি পেয়েছে যে, সবাই ওয়েবসাইটে ট্রাফিক পাওয়ার ক্ষেত্রে সোসিয়াল মিডিয়া সাইটগুলিকে বড় ধরনের সোর্স হিসেবে ব্যবহার করছেন। এ ক্ষেত্রে আপনি যদি আপনার পোষ্টগুলি ভালমানের সোসিয়াল মিডিয়াতে শেয়ার না করেন, তাহলেও বড় ধরনের ট্রাফিক হতে বঞ্চিত হবেন। আপনার ওয়েবসাইটের নামে বিভিন্ন ধরনের সোসিয়াল মিডিয়াতে একটি পেজ তৈরি করে ওগুলিতে পোষ্ট শেয়ার করে এ কাজটি করতে পারেন। তাছাড়াও সোসিয়াল মিডিয়াতে বিভিন্ন গ্রুপে জয়েন করে আপনার পোষ্ট শেয়ার করার মাধ্যমে ব্লগে ট্রাফিক বৃদ্ধি করতে পারেন।

১০. ট্রাফিক Analytics না করা

আপনার ব্লগে কোন্ ধরনের সোর্স হতে কি পরিমানে ট্রাফিক পাচ্ছেন এবং কি ধরনের কীওয়ার্ড এর মাধ্যমে সার্চ ইঞ্জিন হতে ট্রাফিক আসছে ইত্যাদি সম্পর্কে নিয়মিত পর্যালোচনা না করাটাও একটি Common Mistake. আপনি হয়ত বলতে পারেন এ বিষয়টি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সাথে জড়িত নয় বা ট্রাফিক বৃদ্ধিতে কোন অবদান রাখবে না।

হ্যা, যদিও এটি ট্রাফিক বৃদ্ধিতে সরাসরি কোন অবদান রাখবে না, তবে এটি রিসার্চ করার মাধ্যমে আপনার ব্লগের ট্রাফিক সোর্স, কীওয়ার্ডসহ আরো বেশ কিছু বিষয়ে ধারনা নিয়ে ভবিষ্যতে আপনার কি করা উচিত বা কি ধরনের কীওয়ার্ড নিয়ে পোষ্ট করা প্রয়োজন সে বিষয়ে পরিষ্কার ধারনা নিতে পারবেন। বর্তমান সময়ে বহুল ব্যবহৃত এবং সবচাইতে জনপ্রিয় একটি টুলস হচ্ছে Google Analytics. আপনি ইচ্ছে করলে খুব সহজে এটি যে কোন ধরনের ওয়েবসাইট কিংবা ব্লগে যুক্ত করে নিতে পারবেন। এই টুলসটি হতে খুব অল্প সময়ে একটি ওয়েবসাইটের বিস্তারিত বিষয় সম্পর্কে পরিষ্কার ধারনা পাওয়া যায়।

সর্বশেষঃ এসইও সংক্রান্ত উপরের ১০ টি বিষয়  মাথায় রেখে একজন কনটেন্ট মার্কেটার বা অন-লাইন মার্কেটার তার ওয়েবসাইটটি যদি যথাযথভাবে পরিচালনা করতে পারেন, তাহলে তিনি খুব সহজে যে কোন ভালমানের ওয়েবসাইটের সাথে প্রতিযোগিতায় পাল্লা দিয়ে সার্চ ইঞ্জিন হতে পর্যাপ্ত ট্রাফিক বৃদ্ধি করতে সক্ষম হবেন। একজন ওয়েবমাষ্টার যতক্ষণ পর্যন্ত এ ভূলগুলি সংশোধন করে আর্টিকেল পাবলিশ না করবেন, ততক্ষন পর্যন্ত তিনি সার্চ ইঞ্জিন হতে কিছুতেই ভালমানের ফলাফল পাওয়ার আশা করতে পারবেন না। আপনার যদি এই আর্টিকেল টি ভালো লেগে থাকে তাহলে আমার ওয়েবসাইট টি ভিজিট করবেন নিয়মিত এরকম ওয়েব ডেভেলপমেন্ট , অনলাইন আর্নিং, টেক সম্পর্কিত লেটেস্ট আপডেট পেতে.

My website – developsbd.com

Love more-

The post সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) এর ক্ষেত্রে সবচাইতে Common ১০ টি ভূল! appeared first on Trickbd.com.

হ্যালো trickbd বাসি কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটি নিয়ে হাজির হলাম আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি google নিউজ দিয়ে একাধিক ওয়েবসাইট খুব দ্রুত পোস্ট ইনডিক্স করবেন এই বিষয় সম্পর্কে তো খুবই গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল আছে আপনাদের সাথে শেয়ার করব যারা ব্লগিং করেন এবং ওয়েবসাইটে কাজ করেন তারা চাইলে দেখে নিতে পারেন।

বর্তমান সময়ে অনেকে ব্লগিং করতে আগ্রহী তো বিশেষ সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে নতুনদের জন্য পোস্ট ইনডেক্স সমস্যা যার সমাধান হয়তো বা অনেকেই জানেন না বা অনেকেই হয়তো বা এই সমাধানগুলি টাকার মাধ্যমে করে নিচ্ছেন।

আপনার google নিউজ এপ্রুভ করাতে থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার পোস্টগুলি খুব দ্রুত সময় গুগলে ইনডিক্স করতে পারবেন একটি গুগল নিউজ দিয়ে সর্বোচ্চ আপনি একটি ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন কিন্তু আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব এখানে একটি গুগোল নিউজ দিয়ে একাধিক ওয়েবসাইট কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তবে একসঙ্গে একাধিক ওয়েবসাইট ব্যবহার করা সম্ভব না একটি একটি করে ব্যবহার করতে পারবেন।

গুগল নিউজ কি ?

যারা ব্লগিং লাইনে আছেন আশা করি তাদের সকলের জানা রয়েছে গুগল নিউজ কি মূলত এটি হচ্ছে গুগল এর অন্য একটি প্ল্যাটফর্ম যেখানে নিউজ সংক্রান্ত আমরা অনেক তথ্য দেখতে পাই তো এটি সরাসরি google এর মত বলতে পারেন কেননা এটি যদি আপনার ওয়েবসাইটে এপ্রুভ করানো থাকে তাহলে কিন্তু পোস্ট করার সাথে সাথে সেটি গুগলে আমরা দেখতে পারি যদিও মেইন ইনডেক্স হয় না তারপরও কিন্তু আপনি এখান থেকে ট্রাফিক নিতে পারবেন এবং নিউজ অ্যাপ্রভ থাকলে আপনার নতুন পোস্ট করার দুই থেকে পাঁচ মিনিট পর আপনার পোস্ট গুগলে দেখতে পারবেন।

 

একটি ইমেইল আইডি দিয়ে একাধিক গুগল নিউজ আপলোড করাতে পারবেন কোনো সমস্যা হবে না।

কিভাবে আপনি একটি গুগল নিউজ একাধিক ওয়েবসাইট এর ব্যবহার করবেন সর্বপ্রথম আপনার একটি google news approve লাগবে অর্থাৎ যে কোন ওয়েবসাইটে একটি নিউজ এপ্রুভ প্রয়োজন এরপর সেটি আপনি পরবর্তী সময় অন্য ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন খুব সহজে যেটা আমি নিজেও করে থাকি নিচে স্ক্রিনশটটা দেখতে পারছেন আমার মোট চারটে গুগল নিউজ অ্যাপ্রুভে রয়েছে।

এইগুলো আমি অনেক আগে এপ্রুভ করেছি এবং মেইন যে ডোমেইনটি দিয়ে আমি গুগল নিউজ অ্যাপ্রুভ করেছিলাম এই ডোমেইন গুলো কিন্তু এখানে আর নেই কেননা আমি সেইগুলো রিমুভ করে নতুন ডোমেইন যুক্ত করেছি। একটি নতুন google নিউজ অ্যাপ্রভ হতে সময় লাগে পাঁচ থেকে সাত দিন অনেক সময় এটা রিজেক্ট করে দেয় কিন্তু আমি যে বিষয় অবলম্বন করে তার মাধ্যমে নতুন ওয়েবসাইটের পোস্ট মাত্র ৫ মিনিটে কিন্তু গুগলে শো করানো সম্ভব যদি হয়তোবা গুগল নিউজ ছাড়া অসম্ভব প্রায়।

আরো পড়ুন:

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই। নাম ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

সর্বপ্রথম আমাদের একটি google নিউজ লাগবে এবং পরবর্তী কাজগুলো আমি নিচে স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দেয়ার চেষ্টা করব স্ক্রিনশট গুলি ভালোভাবে লক্ষ্য করুন আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং কোন কিছু বুঝতে সমস্যা হলে আপনার মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন।

প্রথমে আপনার গুগল নিউজে ঢুকে Publication Settings এখানে যাবেন উপরের স্ক্রিনশট যেভাবে দেখানো আছে।

এর পর

এই রকম দেখতে পারবেন তো আপনার আগে যে ওয়েবসাইট এর লিংকটি দিয়েছিলেন সেখানে আপনার নতুন ওয়েবসাইট এর লিঙ্ক দিবেন।

এর মধ্যে আরো একটি কথা আপনার এই ইমেইল এর মধ্যে অবশ্যয় যে ওয়েবসাইট এখানে যুক্ত করতে চাচ্ছেন সেই ওয়েবসাইট এর সার্চ কনসোল ভেরিফাই থাকতে হবে যদি না থাকে তাহলে আগে থেকেই করে নিবেন। আর গুগল নিউজ থেকে যখন লিংক চেঞ্জ করবেন তখন দেখতে পারবেন ‘search console verification’ নামের একটি অপশন চলে আসবে আর সেখানে ক্লিক করার সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে।

এর পর উপরের কর্নারে save নামের অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করে দিবেন।

তো আমাদের এখানের কাজ হলো ১. লিংক চেঞ্জ করা ২. সার্চ কনসোল ৩. save click করা।

এর পর আমাদের যে কাজটি করতে হবে নিচে দেখানো পদ্ধতিতে আপনিও করবেন।

Google news অপশনে চলে যাবেন তার Edit ক্লিক করবেন এর পর আমাদের আরো কিছু কাজ রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা সম্পূর্ন ভাবে আমাদের নতুন ওয়েবসাইট এখানে যুক্ত করতে পারবো।

এর পর content settings এখানে চলে আসবেন উপরে স্ক্রিনশট টি রয়েছে তার মত করে আপনাকে নতুন ফীড যক্ত করতে হবে আপনার আগের যে ফীড গুলি থাকবে সেই গুলো রিমুভ করে দিবেন তারপর নতুন ওয়েবসাইট এর ফীড এখানে দিয়ে দিবেন। WordPress ওয়েবসাইটে আমি সাধারণ ৩টি ফীড ব্যাবহার করে থাকি।

1. siteurl/rss
2. siteurl/feed
3. siteurl/feed/atom

আপনার যদি ব্লগার হয়ে থাকে তাহলে trickbd অথবা ইউটিউব থেকে দেখে নিতে পারেন কিভাবে ব্লগার ফীড তৈরি করতে হয় এই বিষয় সম্পর্কে।

এইভাবে কিন্তু আপনি একটি ওয়েবসাইটের পোস্ট ইনডেক্স করে পরবর্তী সময় আবার নতুন একটি ওয়েবসাইট এখানে যুক্ত করতে পারবেন আমি মূলত এইভাবে করে থাকি কেননা আমি প্রতি মাসে প্রায় দুই থেকে তিনটি ওয়েবসাইট তৈরি করি এবং প্রতি মাসে কিন্তু ওয়েবসাইট বিক্রি করে দেই তো বিক্রি করার পর আমি যখন নতুন ওয়েবসাইট তৈরি করি তখন এইভাবে আবার আমার নতুন ওয়েবসাইটগুলো যুক্ত করি।

তো আমাদের কাজ শেষ নতুন ফীড যুক্ত করার পর সেভ করে এখানে যে রিফ্রেশ অপশন রয়েছে সেটা আপনি বার বার ক্লিক করবেন ও এই পেজ বার বার রিলোড করবেন তাহলে ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট এর মধ্যে এখানে আপনার কন্টেন্ট চলে আসবে।

আশাকরি আপনার বুঝতে কোন সমস্যা হয়নি তারপরেই যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন এর একটা কথা দয়া করে কেউ আমার পোস্ট দেখে ট্রিক্স বিক্রি করবেন না 🙂 এখন বর্তমান সময় অনেক মলম বিক্রেতা রয়েছে যারা ট্রিকবিডির থেকে ফ্রী শিখে পরে অন্যের কাছে বিক্রি করে দেয়।

আমার ছোট্ট একটি ওয়েবসাইট রয়েছে এখানে আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন কিছু শেয়ার করার জন্য জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় পত্র নিয়ে আপনার কোনো সমস্যা থাকলে আমার ওয়েবসাইটে ঢুকে দেখে নিতে পারেন সমাধান। লিংক: 👇

BNSEBA.COM

সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন trickbd এর সাথেই থাকুন ধন্যবাদ।

The post একটি গুগল নিউজ দিয়ে আনলিমিটেড ওয়েবসাইট এর পোস্ট ইনডেক্স করুন মাত্র ২ মিনিটেই বিস্তারিত পোস্টে। appeared first on Trickbd.com.

নিচে শুধু সেগুলোই দিয়েছি যেগুলো আমি দেখেছি এবং ভালো লেগেছে।
একা একা বোরিং সময় চলাকালীন সময়ে এইসব দেখে মন ফ্রেশ করতে পারেন।


1. Daredevil


এই ওয়েব সিরিজটা আমার সবচেয়ে প্রিয়। হৃদয় ছোয়া। 😇
অনেকেই হয়তো দেখেছেন। ডেয়ারডেভিল মুলত মারভেল কমিক্স এর একটি চরিত্র বা সুপার হিরো যে অন্ধ কিন্তু অন্যান্য সেন্স অতি বেশি যে সে স্বাভাবিক মানুষ চোখে যা দেখতে পায় না সে তা দেখতে পায় ( আই মীন অনুভব করা, শুকতে পারা, শুনতে পারা বা যাই বলেন)। যেমন একটি ১০ তালা বিল্ডিং এর ছাদ থেকেই বলে দিতে পারে যে মেইন গেটে কেউ আছে কিনা, তার গায়ে কী পারফিউম লাগানো। এমনকি আশে পাশের মানুষের হৃদপিন্ডের আওয়াজও শুনতে পারে তাই বুঝতে পারে কে কোথা দিয়ে আসছে বা কে সত্য মিথ্যা বলছে।
সুপার হিরো বলেই ভাববেননা যে এটা অন্যান্য সুপারহিরো মুভি বা টিভি শো এর মতো। এটা পুরো আলাদা। এই ওয়েবসিরিজ এর প্রত্যেকটা এপিসোড আপনাকে মুগ্ধ করবে।
আমাদের নায়ক কোনো সুপার ভিলেন এর সাথে লড়াই করে না এই সিরিজে, মাফিয়া বা সাধারণ ভিলেনদের সাথেই লড়াই করে। কিন্তু প্রত্যেকটা ফাইট সীন আপনাকে মুগ্ধ করবে। পুরো সিরিজের এক মিনিটও স্কীপ করতে মন চাইবে না।
আমাদের নায়ক প্রত্যেক ফাইটে মারে, মার খায়। পুরো রক্তাক্ত হয়ে মাঝে মাঝে রাস্তাঘাটে পড়ে থাকে, মাঝে মাঝে অনেক কষ্টে বাড়ি ফেরে, মাঝে মাঝে কেউ তুলে হাসপাতালে নিয়ে যায়। একদম বাস্তব জীবনে আমরা মারামারি করলে যেমনটা হবে, তেমন।

যাইহোক, প্লট টা বলি।
আমাদের নায়ক ছোট বেলায় এক এক্সিডেন্টে কেমিক্যাল চোখে ঢুকে অন্ধ হয়ে যায়। সেভাবেই নতুন ভাবে বড় হয়ে ওঠে নায়ক। অন্ধ হিসেবে। বড় হয়ে উকিল হয়। সে আর তার বন্ধু মিলে ল-ফার্ম খোলে। কিন্তু নায়ক যে ডেয়ারডেভিল তা কেউ জানে না, এমনকি তার বেস্ট ফ্রেন্ডও না। এভাবেই স্টোরি প্রোগ্রেস করে।
যা যা পাবেনঃ ভালোবাসা, রোমান্স, ওকালতি, একশন, থ্রিলার

Total 3 Seasons and 13 Episodes per Season

MEGA Download link: English + Hindi


2. Lucifer


এটার সম্পর্কে কম-বেশি সবার ধারণা আছে আশা করি। হয়তো কোনো মিম ভিডিও, মুভি ক্লিপ শো, টিকটক, ইউটিউব শর্টস বা কোথাও না কোথাও এর কোনো না কোনো সিন দেখেই থাকবেন।
যাইহোক, আমাদের নায়ক লুছিফার মুলত নরকের রাজা বা খুলে বললে নরকে যাওয়া ব্যক্তিদের যে শাস্তি দেয় সে। কিন্তু নায়ক সেখানে না থেকে পৃথিবীতে এসে বিলাসী জীবন কাটাচ্ছে।
আর নায়িকা হলো একজন পুলিশ অফিসার যে নায়কের সাথে পরিচিত হয় এক কেসের ইনভেস্টিগেশন করতে গিয়ে। কিন্তু নায়কের কথা শুনে আর দশটা মানুষের মতো সেও নায়ককে অবিশ্বাস করে। কিন্তু নায়ক সেটা প্রমাণের চেস্টাও করে না যে সে আসলেই ডেভিল। সে নায়িকা কে কেস সলভ করতে সাহায্য করে। এভাবেই স্টোরি প্রগ্রেস করতে থাকে।
আমার কাছে খুব ভালো লাগে এই সিরিজটি কিন্তু আপনি যদি একবার স্পয়লার দেখে ফেলেন তাহলে এই সিরিজটা আপনার কাছে একেবারেই দেখার ইচ্ছা জাগবে না। তাই আমি বলবো যে আপনি ইউটিউবে বা অন্য কোথাও স্পয়লার না দেখে শুরু থেকেই সিরিজটি দেখুন, মজা পাবেন।
এই সিরিজ বেশ বড়, আমার ই শেষ হয়নি। ৪র্থ সিজনে আমি। 😅
যা যা পাবেনঃ ভালোবাসা, রোমান্স, একশন, ফিকশন, থ্রিলার

Total 6 Seasons
Season 1: 13 Episodes
Season 2: 18 Episodes
Season 3: 26 Episodes
Season 4: 10 Episodes
Season 5: 16 Episodes(8+8)
Season 6: 10 Episodes

Download link: MEGA
Season 1-4 = English + Hindi
Season 5 i = English + Hindi [BoaBD]
Season 5 ii = English + Hindi
Season 6 = English + Hindi


3. Breaking Bad


আমাদের নায়ক বিবাহিত মিডেল এজ একজন রসায়ন শিক্ষক। কিন্তু কলেজ হতে পাওয়া বেতন দিয়ে তার সংসার আর দশটা সংসারের মতো চলে না। তাই সে পার্ট টাইম জবও করে সেটা দিয়েও তার চলে না। তার বন্ধু রা সবাই বেশ ভালো আর্নিং করে।
এভাবে নায়ক ডিপ্রেশনে পরে এবং আয় করার অন্য উপায় খোজে। একদিন নায়কের এক ছাত্রের ক্রিমিনাল ফেস দেখে ফেলে এবং জানতে পারে যে সে ড্রাগ তৈরী করে এবং তা বিক্রি করে ভালো উপার্জন করে। তাই নায়কও সেখানে যোগ দেয়। সে রসায়ন শিক্ষক তাই সে এতো পিওর ড্রাগ বানায় যে সেটার জন্য আগের চেয়েও ভালো দাম ও চাহিদা পায়। এটা নিয়ে মাফিয়া, পুলিশ বিভিন্ন স্ট্রেস্ফুল সিচুয়েশন দিবে আপনাকে এই সিরিজ।
যা যা পাবেনঃ রোমান্স, একশন, সাইন্স, থ্রিলার

MEGA link-
Season 1: English
Season 2: English
Season 3: English
Season 4: English
Season 5: English


4. Suits


আমাদের নায়ক একটা সুপার জিনিয়াস ছেলে। সে যাই পড়ে তা আর ভুলে না কখনো। কিন্তু তার পরিবার বলতে শুধু তার দাদী। আর তিনি কোনো কর্ম করেন না। নায়ক তাই হাইয়ার এডুকেশন চালাতে পারেনি। আবার তাকে কেউ চাকরীতেও নেয় না ডিগ্রী নেই বলে। কোনো উপায় না পেয়ে তার বন্ধুর সাথে ড্রাগ ডেলিভারি শুরু করে। পাশাপাশি আরেকটা কাজ করে, সেটা হলো অন্যের হয়ে এক্সাম দেয়। অনেকেই খ্যাত কলেজে ভর্তি হতে চায়, কিন্তু পারেনা বলে নায়ক কে ভাড়া করে তার হয়ে পরীক্ষা দিতে। এভাবেই নায়ক উপার্জন করে।
একদিন হঠাৎ ড্রাগ ডেলিভারি করতে গিয়ে এক ল-ফার্মে ঢুকে পরে সে এবং সেখানে এক উচ্চ মানের উকিল (২য় নায়ক), যে খুব এরোগ্যান্ট, সে তার সহকর্মী নির্বাচনের জন্য ইন্টারভিউ নিচ্ছিল। সেখানেই পরিচয় হয় দুই জনের। নায়কের বই এর জ্ঞান ঐ উকিল এর চেয়েও বেশি থাকে যে উকিল মুগ্ধ হতে বাদ্ধ হয় নায়কের ব্রিলিয়ান্সি দেখে। তারপর তাকে সে হায়ার করে। কিন্তু ২য় নায়ক বাদে ল-ফার্মের কেউ জানে না যে তার কোনো ডিগ্রী নেই। এভাবেই স্টোরি প্রগ্রেস করে।
আমি মাত্র ৩ সিজন দেখেছি। ৯টা সিজনের ই লিংক দিয়ে দিলাম।
যা যা পাবেনঃ ভালোবাসা, রোমান্স, ওকালতি, থ্রিলার

MEGA link S1-9: English


5. Money Heist


এটা এক অত্যন্ত জনপ্রিয় সিরিজ। আপনি যদি ওয়েব সিরিজ জগতের পুরাতন ফ্যান হয়ে থাকেন, তাহলে আমি নিশ্চিত এটা আপনি দেখেছেন। না দেখে থাকলে পোস্ট আর পড়ার দরকার নেই, এখনি দেখুন। এটা দেখা লাগবেই। 😅
নাম দেখেই বুঝছেন, এই কাহিনী মুলত চুরি-ডাকাতি করা নিয়ে। চুরি ও ডাকাতি একসাথে ঘটে এই মুভিতে এবং এতো সুন্দর ভাবে স্টোরি প্রগ্রেস করে যে আপনাকে সীট থেকে উঠতে দিবে না।
দেশের ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি করার জন্য প্রফেসর (মুল প্রোটাগনিস্ট) তাদের প্ল্যান অনুযায়ী। একটা টিম গঠন করে তাদের নিয়ে যারা সবাই ক্রাইমে জড়িত বা দরিদ্রতা নিয়ে বিরক্ত।
এটাই প্লট, এর বেশি যাই বলবোনে সেটাই স্পয়লার হয়ে যাবে। কারণ এর প্রতিটা সীন ই ভালো লাগবে আপনার।
ধাপে ধাপে আপনি সারপ্রাইজ পাবেন।
এই সিরিজ দেখে আপনি প্রফেসর চরিত্রের ফ্যান হতে বাধ্য হবেন। আর বার্লিন, আর টোকিও, আর…. থাম, ভাই। সবার পারফরমেন্স ই অসাধারণ।
যা যা পাবেনঃ ভালোবাসা, রোমান্স, একশন, রাজনীতি, থ্রিলার

MEGA link-
Season 1-4: Spanish + Hindi
Season 5 p1: English + Hindi
Season 5 p2: English + Hindi


6. The Good Doctor


অটিজম সম্পর্কে জানেন আশা করি। যাদের অটিজম থাকে তাদের অটিস্টিক বলে।
আমাদের এই সিরিজের নায়কও অটিস্টিক কিন্তু তার বিশেষত্ব হলো তার ফটোগ্রাফিক মেমরি৷ তার ব্রেন খুব শার্প হওয়ায় সে তার ডাক্তার হবার স্বপ্ন পূরণ করে সার্জন হয়। একজন অটিস্টিকও একজন পারফেক্ট সার্জন হতে পারে সেটা প্রমাণ করাই যেন এই সিরিজের কাজ। তো আমাদের নায়ক এর ডাক্তার জীবনের নিত্য নতুন সমস্যা, তার বিভিন্ন সমাধান, ভালোবাসা, সিদ্ধান্ত এসব নিয়ে গড়ে উঠেছে অসাধারণ এই সিরিজটি।
প্রতিটি পর্বই নতুন নতুন রোগ, রোগী দেখা যাবে। আপনার যদি বায়োলজিক্যাল জ্ঞান কমও থাকে, তবুও এই সিরিজ দেখে মনে হবে না যে মাথার উপর দিয়ে গেল। বরং প্রতি পর্বে আশ্চর্যজনক সব চিকিৎসা দেখতে যে এতো ভালো লাগতে পারে তা আমি আগে জানতাম না।
পাশাপাশি নায়কের নিত্য জীবন, নতুন কিছু শেখা, সমাজের সাথে নিজেকে মানিয়ে নেয়া, ভালোবাসা, বন্ধুত্ব সব কিছু পারফেক্ট। এই সিরিজ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, ডাক্তারি বিষয় না, আমাদের নিজেদের জীবন সম্পর্কে অনেক কিছু শেখার আছে। দেখুন মজা লাগবে।
যা যা পাবেনঃ ভালোবাসা, রোমান্স, লাইফ এক্সপ্লোরেশন

এখানে প্রতিটা পর্বের ডাউনলোড লিংক আলাদা আলাদা, ফোল্ডার আকারে নেই৷ তাই MLWBD লিংক দিয়েছি, স্ক্রিপ্ট দিয়ে স্কিপ করে নিয়েন।
আর নাহয় নিচ থেকে অনলাইন দেখুন, এটাই রেকমেন্ড করি।

Download Link:
Mlwbd Songlyric Link S1-3: English
Mlwbd Songlyric Link S4: English
Mlwbd Songlyric Link S5: English

Online watch link: English [Recomended]


7. Lupin


নায়ক যখন ছোট ছিল তখন তার বাবা র উপর একটি দামী নেকলেস চুরির অভিযোগে ফাসি দেয়া হয়, কিন্তু চোর ছিল তার বাবার সহকারী। অনাথ নায়কের সেটার প্রতিশোধ নিতেই এই ওয়েব সিরিজের কাহিনী। সে আরসেন লুপিন চরিত্রের খুব ভালো ভক্ত, নিজেকে তার মতোই ইনভালনারেবল করে গড়ে তোলে এবং সেই নেকলেস সে চুরি করতে সকল প্রস্তুতি। লুপিন দ্য ভদ্রচোর 😅
লুপিন চরিত্র সম্পর্কে বলি- আর্সেন লুপিন হলেন একজন কাল্পনিক ভদ্রলোক চোর এবং ছদ্মবেশে মাস্টার যিনি 1905 সালে ফরাসি লেখক মরিস লেব্লাঙ্ক দ্বারা তৈরি করেছিলেন।
আমাদের নায়ক এই সিরিজে Arsène Lupin, Gentleman-Thief বইটি পড়ে এই চরিত্র ধারণ করে। তাই সিরিজের নাম লুপিন দিয়েছে।
পুরোটা সিম্পল প্লট, কিন্তু জার্নি টা মজাদার, বিভিন্ন ধাপে আসা রিস্ক, মস্তিষ্কের ব্যবহার, আর অপ্রত্যাসিত টুইস্ট সবকিছুর দারুণ মিক্স।
যা যা পাবেনঃ হিস্টরি, ভালোবাসা, মিস্ট্রী

Downloads via BoaBD:
Season 1 p1: Hindi + English
Season 1 p2: Hindi + English

*আপনাদের কে সাজেস্ট করবো ব্রাউজার দিয়ে MEGA থেকে ডাউনলোড না করে App ব্যবহার করুন। এতে সুবিধা হলো আপনি নরমাল নেট স্পীডেও অনলাইন দেখতে পারবেন।

আজ এ পর্যন্তই।

গুড নাইট।

The post [WEB-Series] আমার পছন্দের ৭টি ওয়েবসিরিজ যা আপনাকে বোর করবে না [with Download Link] appeared first on Trickbd.com.

বিনোদন জগতের সাথে যারা জড়িত আশা করি তাদেরকে আর নতুন করে The Lord of the Rings এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই, বড় পর্দায় এটি বেশ জনপ্রিয়। এই সিরিজের তিনটি মুভি ক্রমান্বয়ে ২০০১, ২০০২ ও ২০০৩ সালে মুক্তি পায়। মুক্তি পাওয়ার পর এগুলো এতটাই জনপ্রিয় হয় যে এগুলো তৈরি করার ব্যায়ের তুলনায় ১০ গুণ বেশি আয় করে থাকে। এই মুভিগুলো প্রকাশ হওয়ার প্রায় ১৯ বছর পর এখন এগুলোর উপর নতুন করে ওয়েব সিরিজ তৈরি হয়েছে বা হচ্ছে। আর এই ওয়েব সিরিজ নিয়েই মূলত আমার আজকের এই টপিক।

আশা করি উপরোল্লিখিত তিনটি মুভি এর আগে দেখেছেন তাদেরকে আর বলে বুঝাতে হবে না যে এটি কোন ধরনের মুভি। যারা ঐ মুভিগুলো দেখেছেন তারা নিঃসন্দেহে এখন এটির উপর প্রকাশিত নতুন ওয়েব সিরিজ দেখতে বসে যাবেন। জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম অ্যামাজন এটি নতুন করে নতুন স্টোরির উপর ভিত্তি করে তৈরি করেছে। তারা ঘোষণা দিয়েছে এটি প্রায় ৫টি সিজন আকারে আলাদা আলাদা প্রকাশ করবে। এখন সিজন-০১ চলতেছে। এখন পর্যন্ত প্রায় দুইটি এপিসোড প্রকাশিত হয়েছে। আর দুইটি সিরিজের কাজ দেখে আমি খুবই বিস্মিত। একটি ওয়েব সিরিজ হিসেবে যে এইরকম কাজ করবে তা অকল্পনীয়। আপনি নিজে বিষয়টা দেখলে বুঝতে পারবেন।

The Rings of Power এর সংক্ষিপ্ত বিবরণঃ

নাম: The Lord of the Rings: The Rings of Power
অরিজিন: যুক্তরাষ্ট্র
ধরন: অ্যাডভেঞ্চার, নাটক, ফ্যান্টাসি
ভাষা: ইংরেজি ও হিন্দি সহ আরও অনেক ভাষা
মুক্তি: ০২ সেপ্টেম্বর ২০২২
ক্যাটাগরি: ওয়েব সিরিজ

The Rings of Power এর সিজন-০১ এর কাহিনী সংক্ষেপঃ

The Rings of Power এর প্রথম সিজনের A Shadow of the Past নাম রাখা হয়েছে। এখানে ডার্ক লর্ড মরগোথ পরাজিত হওয়ার পর, এলফ ফিনরড তার ভৃত্য সৌরনকে খুঁজতে গিয়ে মারা যায়। ফিনরোডের বোন গ্যালাড্রিয়েল অনুসন্ধান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ফোরডওয়েথের উত্তরের বর্জ্যভূমিতে একটি পরিত্যক্ত দুর্গ খুঁজে পান যা যেখানে সৌরনের চিহ্ন পাওয়া যায়। গ্যালাড্রিয়েল ও তার সঙ্গীরা এলভেনের রাজধানী লিন্ডনে ফিরে যান, বাদশাহ গিল-গ্যালাড মরগোথের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শেষ করার ঘোষণা দেন। তিনি গ্যালাড্রিয়েল এবং তার বাহিনীকে ভ্যালিনোরে যাত্রা করার জন্য সম্মান জানান। এদিকে তারা আবিষ্কার করে যে হর্ডেন শহরটি ধ্বংস হয়ে গেছে এবং সেখানে ব্রনউইনের ছেলে থিও সৌরনের চিহ্ন বহনকারী একটি ভাঙা তরোয়াল খুঁজে পায় তারা। ভ্যালিনোরের কাছে গ্যালাড্রিয়েল জাহাজ থেকে সান্ডারিং সাগরে ঝাঁপ দিয়ে সৌরনের সন্ধান করতে থাকেন। একই সময়ে দুটি কৌতূহলী হারফুট, নরি ব্র্যান্ডিফুট এবং পপি প্রাউডফেলো একটি উল্কা গর্তের ভিতরে একটি অদ্ভুত মানুষ আবিষ্কার করেন। আর এইভাবেই একে একে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে প্রথম সিজনের কাহিনীর শেষপ্রান্তে গিয়ে পৌছায়।









The Lord of the Rings: The Rings of Power এর সম্পর্কে জানার পর আশা করি আপনাদের এখন দেখার ইচ্ছে জেগেছে। তো আপনার যদি এই সিরিজটি দেখার ইচ্ছে হয়ে থাকে তাহলে এর হিন্দি ভার্সনের ডাউনলোড করতে এই https://tutorialbd71.blogspot.com/2022/09/the-rings-of-power-web-series-hindi-dubbing-dowanload-link-and-bangla-review.html লিংকে ক্লিক করুন।

The Lord of the Rings: The Rings of Power নিয়ে কিছু কথাঃ

The Lord of the Rings: The Rings of Power এটি একটি ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজটি তৈরি করতেছে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম অ্যামাজন। এটি তৈরির প্রক্রিয়া শুরু হয়েছিল আরো চার বছর আগে। এটি জে.আর.আর টলকিন এর মহাকাব্যের গল্পের উপর সিরিজ আকারে তৈরি করা হচ্ছে। হাজার বছর আগের ম পৃথিবীর বিভিন্ন ধরনের বসতি বিশেষ করে মধ্য পৃথিবীর দ্বিতীয় যুগটাকে তুলে ধরা হয়েছে। এটি প্রথমে দেখা শুরু করলে আপনি ধরতেই পারবেন না এটি কোন দিকে এগোচ্ছে। অর্থাৎ আগের মুভিগুলোর কাহিনীর সাথে মিলাতে পারবেন না। কারণ আগের মুভিগুলোতে কিছু কমন ক্যারেক্টার রয়েছে যেগুলোর সাথে আমরা পরিচিত। তবে গল্প যে গতিতে এগোচ্ছে আশা করা যায় সামনে অনেক নতুন নতুন ক্যারেক্টার বা চরিত্র যোগ হবে। তাই এর পুরো বিষয় বুঝতে হলে একে একে পুরো সিরিজ দেখতে হবে। পুরো সিরিজটি হিন্দি ভার্সনে দেখেত নিচের ডাউনলোড লিংক থেকে পর্ব আকারে ডাউনলোড করে নিন এবং উপভোগে করতে থাকুন।

আর এই ছিলো আমার আজকের টপিকের উপর তৈরি করা রিভিউ। যদিও রিভিউটি তেমন সুন্দরভাবে তুলে ধরতে পারিনি। কারণ এখন পর্যন্ত মাত্র এটির দুইটি এপিসোড প্রকাশিত হয়েছে। তাই যদি নিজে সবগুলি এপিসোড দেখতে পারতাম তাহলে হয়তো নিজের মতো করে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম। বিভিন্ন সাইটের উপর ভিত্তি করে মূলত রিভিউটি তৈরি করেছি। দেখতে থাকুন আশা করি আস্তে আস্তে পুরো বিষয়টি বুঝতে পারবেন।

আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।

সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন।

The post জনপ্রিয় The Lord of the Rings এর নতুন ওয়েব সিরিজ The Rings of Power এর সিজন-০১ হিন্দি ভাষায়। appeared first on Trickbd.com.

আমরা কম বা বেশি অনেকেই Marvel এর মুভি দেখতে পছন্দ করে৷ আমি Marvel এর অনেক বড় একটা ফ্যান। আপনারা যারা নতুন Marvel এর মুভি দেখা শুরু করেন তারা অনেকেই জানেনা কোথায় থেকে দেখা শুরু করবে। অনেকেই শুরুতে সরাসরি End-Game লাফ দিয়ে চলে যান যার ফলে সবকিছু বুঝতে না পেরে মজা পাইনা।

এই পর্বে আমি শুধু Marvel এর সব মুভির রিলিজ ডেট অনুসারে ডাউনলোড লিংক দিবো৷ আর পরের পর্বে Marvel এর সব সিরিজ গুলা শেয়ার করবো।

✯ ━━━━━━ PHASE – 1 ━━━━━━ ✯

Movie Name : Iron Man (2008)

IMDB Ratings : 7.9 /10 – 1M

Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : The Incredible Hulk(2008)
IMDB Ratings : 6.6 /10 – 488k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Iron Man 2 (2010)
IMDB Ratings : 6.9 /10 – 808k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Thor (2011)
IMDB Ratings : 7 /10 – 839k
Genres : Action, Adventure, Sci-Fi, Fantasy
Language : Hindi & English
Download Link

Movie Name : Captain America: The First Avenger (2011)
IMDB Ratings : 6.9 /10 – 835k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : The Avengers (2012)
IMDB Ratings : 8.0 /10 – 1.4M
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link
༺━━━━━━━━━━━━━༻

✯ ━━━━━━ PHASE – 2 ━━━━━━ ✯

Movie Name : Iron Man 3 (2013)
IMDB Ratings : 7.1 /10 – 840k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Thor: The Dark World (2013)
IMDB Ratings : 6.8 /10 – 675k
Genres : Action, Adventure, Sci-Fi, Fantasy
Language : Hindi & English
Download Link

Movie Name : Captain America: The Winter Soldier (2014)

Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Guardians Of the Galaxy Vol.1 (2014)
IMDB Ratings : 8 /10 – 1.2M
Genres : Action, Adventure, Sci-Fi, Comedy
Language : Hindi & English
Download Link

Movie Name : Avengers: Age of Ultron (2015)
IMDB Ratings : 7.3 /10 – 851k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Ant-Man (2015)
IMDB Ratings : 7.3 /10 – 657k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

༺━━━━━━━━━━━━━༻
✯ ━━━━━━ PHASE – 3 ━━━━━━ ✯
Movie Name : Captain America: Civil War (2016)
IMDB Ratings : 7.8 /10 – 774k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Doctor Strange (2016)
IMDB Ratings : 7.5 /10 – 730k
Genres : Action, Adventure, Sci-Fi, Fantasy
Language : Hindi & English
Download Link

Movie Name : Guardians Of The Galaxy Vol.2 (2017) Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link 

Movie Name : Spider-Man: Homecoming (2017)
IMDB Ratings : 7.4 /10 – 645k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Thor: Ragnarok (2017)
IMDB Ratings : 7.9 /10 – 735k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Black Panther (2018)
IMDB Ratings : 7.3 /10 – 745k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Avengers: Infinity War (2018)
IMDB Ratings : 8.4 /10 – 1.1M
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Antman and the Wasp (2018)
IMDB Ratings : 7 /10 – 393k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Captain Marvel (2019)
IMDB Ratings : 6.8 /10 – 550k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Avengers: Endgame (2019)
IMDB Ratings : 8.4 /10 – 1.1M
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Spider-Man: Far From home (2019)
IMDB Ratings : 7.4 /10 – 480k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

༺━━━━━━━━━━━━━༻
✯ ━━━━━━ PHASE – 4 ━━━━━━ ✯
Movie Name : Black Widow (2021)
IMDB Ratings : 6.7 /10 – 367k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Shang-Chi and the Legend of the Ten Rings (2021)
IMDB Ratings : 7.4 /10 – 370k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Eternals (2021)
IMDB Ratings : 6.3 /10 – 330k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Spider-Man : No Way Home
IMDB Ratings : 8.3 /10 – 718k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Doctor Strange in the Multiverse of Madness
IMDB Ratings : 7 /10 – 379k
Genres : Action, Adventure, Sci-Fi
Language : Hindi & English
Download Link

Movie Name : Thor: Love and Thunder (2022)
IMDB Ratings : 6.7 /10 – 176k
Genres : Action, Adventure, Comedy
Language : ENGLISH & Hindi
Download Link

♦Coming Soon…

➼ Black Panther 2
➼ Captain Marvel 2
➼ Ant-Man 3 (TBA)
➼ Black Panther 2 (TBA)
➼ Blade (TBA)
➼ Captain Marvel 2 (TBA)
➼ Guardians of the Galaxy 3 (TBA)
➼ Fantastic Four (TBA)
➼ Untitled Mutants movie (TBA)


লেটেস্ট মুভি সহ যেকোনো মুভির ডাউনলোড লিংক এর জন্য ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন৷


The post রিলিজ ডেট অনুসারে Marvel এর সকল মুভির ডাউনলোড লিংক appeared first on Trickbd.com.

আসসালামুয়ালাইকুম প্রিয় TrickBD এর সকল সদস্যগণ

কেমন আছেন সবাই, আশা করি

আল্লাহর রহমতে ভালো আছেন।

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, তাই তো চলে আসলাম

নতুন এক পোস্ট নিয়ে, আজকের পোস্ট এর বিষয় বস্তু

হলো, বর্তমানে রিলিজ প্রাপ্ত English সিনেমা “Fall”

Ata ২০২২ সালে রিলিজ হয়📛

সিনেমা এর ধরন হলো দুর্ধর্ষ কর মুহূর্ত

রোমাঞ্চকর, এবং একশন থ্রিলার ধাঁচের

যা, একজন সিনেমা প্রেমী এর জন্য অবশ্যই দেখা উচিত😇😇

💘💘সিনেমা এর গল্প টা তাহলে জেনে আশা যাক💘💘

সিনেমা তে দেখা যায় , তিনজন বন্ধু সব সময় অ্যাডভেঞ্চার

পছন্দ করে, সব সময় দুঃসাহসিক অভিযান করে থাকে

তারা এইরকম অভিযান করতে করতে

অভ্যস্ত হয়ে গিয়েছে,, এক প্রকার নেশা এর মত হয়ে গেছে ওদের

একবার তারা একটা অভিযান এ তিন জন যায়, তাদের একজন

খুব বাজে ভাবে ৪০ তলা ভবনের থেকে পড়ে গিয়ে নিহত হয়😔😔

তারা বাকি ২ জন খুব বেশি ভেঙে পড়েছে কিছুতেই তারা

তাদের বন্ধুর মৃত্যু মেনে নিতে পারছে না,

তারা এই শোক কাটাতে আরেকটা অভিযান এ যায়, যেখানে

প্রায় ২০০০ ফুট উচু একটা টাওয়ার এ চড়ার চেষ্টা করে তারা,

এরপর তারা কি সেই টাওয়ার এ উঠতে পেরেছিল, বা তারা

কি তাদের বন্ধুর মত মারা গিয়েছিল

নাকি বেচেঁ ফিরতে পেরেছিল,

জানতে হলে সিনেমা টি দেখতে হবে।

এই সিনেমা তে অনেক সাহসিকতার এবং

অ্যাডভেঞ্চার রয়েছে,, যারা রহস্য রোমাঞ্চকর সিনেমা

পছন্দ করে তাদের জন্য বলা যায়

এই সিনেমা অনেক বেশি ভালো লাগবে।

সিনেমা টা আমার কোনো অংশে খারাপ লাগে নাই,

আশা করি আপনাদের সময় ভালো কাটবে সিনেমা টা দেখে,

আপনাদের দেখার জন্য

ডাউনলোড লিংক শেয়ার করে দিলাম

চাইলে দেখতে পারবেন,

এই যে লিংক,,

ডাউনলোড করতে ক্লিক করুন

তো বন্ধুরা এই ছিল বিস্তারিত, ধন্যবাদ সবাইকে

আমার পোস্টটি পড়ার জন্য।

দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে

আপনাদের মাঝে, ততক্ষণ সাথেই থাকবেন TrickBD এর

(বি. দ্রঃ আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ,,)

এই যে লিংক,,

আমার ইউটিউব চ্যানেল

আরও পড়ুনঃ Ps cc 2019 for Android

আরও পড়ুনঃ টাইগার মুরগির ঔষধের তালিকা | টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা

The post বর্তমান সময়ের জনপ্রিয় Fall movie এর লিংক নিয়ে নিন🔥🔥 appeared first on Trickbd.com.

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।


গত ১৫ সেপ্টেম্বর চরকি অ্যাপ এ নির্মাতা রায়হান রাফি এর নতুন একটি ওয়েবসিরিজ “নিঃশ্বাস” মুক্তি পেয়েছে, রিলিজের কিছুক্ষণ এর মধ্যে ঝড়ের মতো তুমুল আলোচনায় চলে এসেছে।

কি আছে এই ওয়েব সিরিজে যে, মানুষ এর এত বেশি আকর্শন:

আমরা প্রায় সকলেই জানি, রায়হান রাফি একজন গুণী নির্মাতা যা তার কাজ এর মাধ্যমেই প্রকাশ পায় যেমন কিছুদিন আগেই তার পরান সিনেমা নিয়ে তুলনামূলক ভাবে ব্যাপক জনপ্রিয়তা পান রায়হান রাফি। এইবার তিনি নিঃশ্বাস ওয়েব সিরিজ এর মাধ্যমে সেই জনপ্রিয়তা কে আরো বাড়িয়ে তুললেন।

কি আছে এই নিঃশ্বাস ওয়েব সিরিজে:

এই সিরিজে আমরা নার্স চরিত্রে দেখতে পায় তাসনিয়া ফারিন
তিনি নার্স নীপা এর চরিত্রে অভিনয় করেছেন। মূলত এই ওয়েব সিরিজটি একটি হাসপাতাল কেন্দ্রীক। যেখানে দেখা যায় একজন বাবা তার মেয়ের জন্য অপেক্ষায় আছেন, একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে আছেন দীর্ঘ অপেক্ষা নিয়ে, দেখা যায় তাদের প্রায় সকলের অবস্থায় অনেক করুন।


তাদেরকে দেখে মনে হচ্ছিল নার্স মানে তাসনিয়া ফারিন তাদের কে খুশির সংবাদ দিবেন যা শুনে তাদের সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের আপন জন এর কাছে চলে যাবেন, কিন্তু যদি এমন হয় এই নার্স নীপা তাদের সমস্ত খুশিকে এক নিমেষে শেষ করে দিবে তখন কি হবে?

মূলত এই হাসপাতাল এ দেখা যায় যে কয়েকজন মানুষ এর বেচেঁ থাকার লড়াই চলছে ডাক্তার রাও চেষ্টা করছেন তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে। কিন্তু সমস্ত ঘটনা মুহূর্তেই পরিবর্তন ঘটে যায়
অতর্কিত ভাবে, কিছু মুখোষধারি হামলাকারী এসে হাসপাতালে অসংখ্য গোলাগুলি করে, এবং বিধ্বংসী হামলা চালিয়ে যায়

সবাই যখন এই অবস্থায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এই ধ্বংসযজ্ঞ এর থেকে একজন রুখে দাঁড়ায়, এবং শত্রুর মোকাবেলা করতে থাকে, একদম শ্বাসহৃদ্ধকর পরিস্থিতি হয়ে দাড়ায়।
তারা কি পারবে এই তীব্র ধ্বংস যজ্ঞের হাত থেকে নিজেদের রক্ষা করতে নাকি শত্রুর কাছে পরাজিত হবে । দেখতে হলে চরকি তে দেখতে হবে রায়হান রাফি এর নিঃশ্বাস ওয়েব সিরিজ

এক প্রকার অসম্ভব থ্রিলার আর সাসপেন্সন এ ভরপুর এই নিঃশ্বাস ওয়েব সিরিজ। যা আপনার সময় টা নষ্ট করবে না।
তাই, দেরি না করে চরকি অ্যাপ এ এখনি দেখে ফেলুন রায়হান রাফি এর “নিঃশ্বাস”

বি .দ্রঃ বাংলাদেশী সিনেমা, ওয়েব সিরিজ এর পাইরেসি করা সম্পূর্ন বেআইনি। যা কপিরাইট আইন লঙ্ঘন করে, সুতরাং লিংক দেওয়া সম্ভব না। আপনারা ৫০ টাকা খরচ করে চরকি অ্যাপ এ দেখুন কারণ আপনারা যদি হেল্প না করেন তাহলে বাংলাদেশী কোনো সিনেমা বা সিরিজ ঘুরে দাঁড়াতে পারবে না, তাই আসুন সবাই লিংক না খুজে চরকি অ্যাপ এ দেখি এই জনপ্রিয় সিরিজ টি

ধন্যবাদ জানাই সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য। যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ,,

এই যে লিংক,,

আমার ইউটিউব চ্যানেল

The post কেমন ছিল চরকি এর নিঃশ্বাস ওয়েবসিরিজ!! appeared first on Trickbd.com.