<![CDATA[
সৌদি আরবে বাংলাদেশি এক প্রবাসীকে অপহরণের পর তাকে নগ্ন করে ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ঝালকাঠিতে থাকা স্বজনদের কাছে চাঁদা দাবি করেছে অপহরণকারীরা।
সোমবার (০৫ সেপ্টেম্বর) সকালে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এর প্রতিকার চেয়েছেন ওই প্রবাসীর স্ত্রী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে ব্যবসা করে আসছেন। ২০২১ সালের ইউপি নির্বাচনে রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হন। এ সুবাদে স্থানীয় ফেসবুক ব্যবহারকারী অনেকের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। পরে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে সৌদি আরবে চলে যান। সৌদি আরবে থাকা অবস্থায় এ বছরের ১৫ এপ্রিল তাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার পোশাক খুলে নগ্ন ভিডিও ধারণ করে তাকে ছেড়ে দেয়। এখন এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ওই প্রবাসীর স্ত্রী-স্বজনদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে অপহরণকারীরা। এমনকি মোবাইল ফোনে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখাচ্ছে অজ্ঞাতরা।
আরও পড়ুন: অপহরণ করে অশ্লীল ভিডিও ধারণ, যুবলীগ নেতাসহ গ্রেফতার ৫
এ ঘটনায় রাজাপুর থানায় অভিযোগ দিয়েছেন ওই প্রবাসী স্ত্রী।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তার স্বামীর নগ্ন ভিডিও উদ্ধারের জন্য অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।
]]>